১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC

(১/১১) ফের নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) এর তরফ থেকে। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন কলকাতা হাইকোর্টকে জানিয়েছে, মেধা তালিকায় ১২,৫৮৯ জন প্রার্থীকে অন্তর্ভুক্ত করার অনুমতি দেওয়ার জন্য। যাতে নম্বরের অমিলের কারণে ১৪৬৩ জন প্রার্থীকে বাতিল করার  পরে তাদের উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকপদে নিয়োগের জন্য সুপারিশ করা যায়।

(২/১১) এর জন্য কমিশন, গত সোমবার একটি হলফনামা ফাইলে, কলকাতা হাইকোর্ট কে জানিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য অনুমতি চেয়েছে। কারণ রাজ্যের বহু স্কুল গুলি শিক্ষক শূন্যতায় ভুগছে।  

(৩/১১) রাজ্যের সরকারি স্কুলগুলি যেখানে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় (উচ্চ – প্রাথমিক স্কুল) সেখানে ১৪,৩৩৯ টি শূন্যপদ রয়েছে। কিন্তু স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করার জন্য যোগ্য প্রার্থীর সংখ্যা সেই তুলনায় কমে গেছে। ১৪,৩৩৯ এর তুলনায় ১২,৫৮৯ এ নেমে এসেছে।  SSC এর বক্তব্য অনুযায়ী,“১৪৬৩ জন প্রার্থীর ওএমআরগুলিতে কিছু অনিয়ম ধরা পড়েছে ফলে তাঁদের বাদ দিয়ে দেওয়া হয়েছে।“

🔥 আরও পড়ুন: 👇👇👇

প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন

🔥 আরও পড়ুন: 👇👇👇

তবে কি বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাবে? প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকের চাকরি নিয়েই উঠলো প্রশ্ন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 রাজ্যের সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকদের নিয়ে এই জরুরী নির্দেশ! এপ্রিলে বেতন, পেনশন আটকে যাবে এটি না হলে!

(৪/১১) আবার এই ব্যাপারে কমিশন তার হলফনামায় জানিয়েছে, “১৪৬৩ টি  উত্তরপত্রের মধ্যে ৫৫৯ জনের উত্তরপত্রের নম্বরের সঙ্গে এসএসসি-র নম্বর মিলছে না। ৯০২  জনের ক্ষেত্রে নম্বরের গরমিলের পাশাপাশি উত্তরপত্র নষ্ট করা হয়েছে। দু’জনের জাতিগত পরিচয়ে গোলমাল আছে।“

(৫/১১) ও এম আর আনসার সিটে একবার কোনো উত্তর করা হয়ে গেলে সেটা দ্বিতীয়বার আর সংশোধন করা যায় না কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে কয়েকজনের খাতায় হোয়াইটনার ব্যবহার করা হয়েছে যেটা কখনোই গ্রহণ করা সম্ভব নয়। এমনই মন্তব্য করেছেন ডাবলু বি সি এস এর একজন কর্মকর্তা। তিনি আরো বলেছেন কয়েকজন এমনও রয়েছেন যারা যোগ্যতার তুলনায় বেশি নম্বর পেয়েছে।

(৬/১১) সবকিছু শেষে কমিশন 30 সেপ্টেম্বর, 2022-এর আদেশ মেনে সোমবার হাইকোর্টে এই বিষয়টি দাখিল করেছে। যদিও এর আগে আদালত থেকে কমিশনের মেধা তালিকা এবং ডাটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল। এই বিষয়টি নিয়ে ডাব্লিউবিএসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে আলোচনা করতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

(৭/১১) নম্বর সংক্রান্ত এই সমস্ত অভিযোগগুলি থেকে কমিশন ১৪,০৫২টি উত্তর স্ক্রিপ্ট স্ক্যান করার সিদ্ধান্ত নিয়েছিল। এই নিয়ে ডব্লিউবিএসএসসি-র একজন সিনিয়র আধিকারিক মন্তব্য করেছেন, “গত কয়েক মাস ধরে, কমিশন আদালতের হস্তক্ষেপের পর OMR শিটের নম্বরের হেরফের শনাক্ত করার পরে মাধ্যমিক বিদ্যালয়ে ইন-সার্ভিস টিচিং এবং নন-টিচিং স্টাফদের সুপারিশ বাতিল করছে। তবে কমিশন চায় না উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের সময় এটি ঘটুক, তাই স্ক্রিপ্টগুলির পুনঃপরীক্ষা করেছে কমিশন।”

(৮/১১) TET-যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে, SSC 2021 সালের জুন মাসে প্রায় ১২,৫৭০ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। এ সমস্ত পরীক্ষার্থীরা ছিল টেট যোগ্য প্রার্থীদের মধ্যে থেকে বাছাইকৃত। এই সম্পর্কিত আরো খবর ১,৫৮৫ জন পরীক্ষার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছিল ২০২২ সালের নভেম্বর মাসে

(৯/১১) এই বিষয়ে WBSSC-এর একজন কর্মকর্তা বলেছেন, “WBSSC পরীক্ষা এবং সাক্ষাত্কারের স্কোরের উপর ভিত্তি করে একটি মেধাতালিকা জমা দেওয়ার কথা ছিল এবং সুপারিশপত্রের ইস্যু করার কথা ছিল। কিন্তু এর পরিবর্তে, আমরা মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে যা ঘটেছিল তা থেকে শিক্ষা নিয়ে একটি স্বাধীন সংস্থার সাথে ওএমআরগুলি পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছি।  পুনঃমূল্যায়নে দেখা গেছে অনেকেরই SSC-এর সার্ভারে বেশি নম্বর আপলোড করা হয়েছিল, এমনকি OMR বিকৃত করাও ছিল।”

12,589 candidates should be included in the merit list, West Bengal School Service Commission told Calcutta High Court

(১০/১১) আবার এই সম্পর্কে হলফনামায় বলা হয়েছে, “১৪৬৩ অযোগ্য প্রার্থীদের অপসারণের পর, সফলভাবে সাক্ষাত্কারে উপস্থিত হয়েছেন এবং চূড়ান্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য উপযুক্ত মোট সংখ্যা হল ১২৫৮৯ ।“ এর ফলাফল কি হয় তা বলা যাচ্ছে না, তবে আদালত এ ব্যাপারে আশ্বস্থ করেছে এর শুনানি আগামী সপ্তাহে হতে পারে।

(১১ /১১): নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।

👉 Primary Teacher: প্রাইমারি শিক্ষক নিয়োগের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল পর্ষদ! দেখে নিন এখনই

👉 একাধিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে UPSC, কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন

👉 এবার ২০০ টাকা ভর্তুকি মিলবে LPG গ্যাসে! কেন্দ্রের ঘোষণায় গোটা দেশে খুশির হাওয়া

👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি

Leave a Comment