১৫ লাখ টাকা মেয়েদের দেওয়া হবে জন্য বিয়ের জন্য! দারুন এই ঘোষণা করলো SBI

১/১০: এর জন্য আপনাকে কয়েকটি শর্ত মেনে চলতে হবে।

২/১০: নিজের কন্যার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য বেটি বাঁচাও বেটি পড়াও  অভিযানের অধীনের প্রকল্পগুলি এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে।কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক পদক্ষেপ গ্রহণের ফলে কন্যারা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছেন

৩/১০: আপনার ঘরে যদি দুটি কন্যার জন্ম হয়, তাহলে তাদের শিক্ষা এবং বিবাহ নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। কারণ সরকার কন্যাসন্তানদের জন্য এমন একটি প্রকল্প শুরু করেছে, যা তাদের পিতা মাতার জন্য আশীর্বাদ হিসেবে প্রমাণিত হচ্ছে। SBI-তে আপনি যদি এই স্কিমের অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে এই অ্যাকাউন্ট আপনাকে অনেক সুবিধা দেবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Govt New Scheme: নগদ ৫০,০০০ টাকা পাবেন রাজ্যের এই নয়া প্রকল্পে আবেদন করলেই! বিস্তারিত জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ভর্তুকি, গ্যারান্টি সহ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ! বেকারদের জন্য রাজ্যের এই নতুন প্রকল্প সম্পর্কে জেনে নিন

৪/১০: বর্তমানে গোটা দেশে সুকন্যা সমৃদ্ধি যোজনা যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। এই যোজনার অধীনে কন্যারা যে পরিমাণ টাকা পাবে, তা গুনতে গুনতে হয়তো আপনি ক্লান্ত হয়ে যাবেন।

৫/১০: এই যোজনার অধীনে আপনার কন্যার অ্যাকাউন্ট খুলতে হবে SBI-তে। এই স্কিমের মেয়াদ পূর্তি হলে আপনি পাবেন ১৫ লক্ষ টাকা। তবে এই স্কিমে যোগ দেওয়ার জন্য আপনাকে গুরুত্বপূর্ণ কিছু শর্ত পালন করতে হবে।

৬/১০: ট্যুইট করে কেন্দ্রীয় সরকার এবং স্টেট ব্যাংক এমন একটি তথ্য শেয়ার করেছে, যা সুকন্যা সমৃদ্ধি যোজনার সাথে যুক্ত কন্যাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৭/১০: SBI একটি ট্যুইট বার্তায় জানিয়েছে যে, দেশের সমস্ত কন্যাদের জন্য SBI ইতিমধ্যেই সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের সুবিধা দেওয়ার কাজ শুরু করেছে। এতে প্রথমে আপনাকে আপনার মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে ২৫০ টাকা প্রাথমিক বিনিয়োগ করতে হবে। তারপর মেয়াদ পূর্তি হলে আপনি পেয়ে যাবেন ১৫ লক্ষ টাকা। এই স্কিম বিশেষত কন্যাদের জন্যই চালানো হচ্ছে।

১৫ লক্ষ টাকা পাবেন এভাবেই-

৮/১০: কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে পরিচালিত সুকন্যা সমৃদ্ধি যোজনার অধীনে কন্যাদের স্বপ্নকে বাস্তবায়িত করার কাজ জোরকদমে চলছে। আপনার কন্যাকে বিনিয়োগের ওপর দেওয়া হচ্ছে ৭.৬% সুদ। তাহলে আর দেরি না করে আপনি শীঘ্রই আপনার কন্যা নামে একটি অ্যাকাউন্ট খুলে এই সুবিধা নিন।

15 lakhs rupees will be given to girls for marriage! State bank of India made this great announcement

৯/১০: ১৫ বছরে কন্যার নামে বিনিয়োগকৃত অর্থের ৫০% উত্তোলন করা যাবে। এছাড়াও যদি কোনো টাকা নাও তোলেন, ২১ বছরে স্কিমের মেয়াদ পূর্তির পর আপনি পেতে পারেন সম্পূর্ণ ১৫ লক্ষ টাকা

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত

👉 ৭৫ হাজার টাকা দেবে সরকার মেয়ের জন্ম হলেই! কিভাবে পাবে টাকা? জেনে নিন

👉 ৫০০০ টাকা করে রাজ্যের প্রত্যেক বেকার যুবক-যুবতীদের দিচ্ছে সরকার এই প্রকল্পের মাধ্যমে! এর লাভ উঠিয়ে নিন বিস্তারিত জেনে

👉সরাসরি লিখিত পরীক্ষা ছাড়াই IRCTC-তে কর্মী নিয়োগ চলছে! জেনে নিন বিস্তারিত, কলকাতাতেও পোস্টিং রয়েছে।

👉 আর্থিক ভাবে লাভবান হতে ৩১ মার্চের আগে এই কাজগুলো করুন, না হলে আফসোস করতে হবে!

Leave a Comment