16 Best Business Ideas For Women (মহিলাদের জন্য সেরা ১৬টি ব্যবসার ধারণা)
১/২৪: বর্তমানে মেয়েরা সংসার সামলানোর পাশাপাশি বাইরের জগতও সামলাচ্ছে। পড়াশোনা, কর্মক্ষেত্র, সমস্ত ক্ষেত্রেই মেয়েরা ছেলেদেরকে টক্কর দিচ্ছে। এমন অনেক মহিলা আছেন, যারা বাড়িতে বসেই ব্যবসা করে নিজের পরিবারের পাশে দাঁড়াতে যান।
২/২৪: কিন্তু ব্যবসা করতে চাইলেই তো আর ব্যবসা করা যায় না। ব্যবসা করার জন্য প্রয়োজন পুঁজির। আবার যেকোনো ব্যবসা করলেও ব্যবসা এগোবে না। আজ আমরা আপনাদের এমন কিছু ব্যবসার আইডিয়া দেবো, যার মাধ্যমে আপনি মাসে প্রচুর টাকা আয় করতে পারবেন।
৩/২৪: অনেক শিক্ষিত বিবাহিত এবং অবিবাহিত মহিলা কোনরকম কাজ ছাড়াই বাড়িতে বসে রয়েছেন। তাদেরকে সামান্য হাতখরচের জন্য নির্ভর করতে হয় পরিবারের অন্যান্য সদস্যদের ওপর। তাই তারা চাইলেই বাড়িতে থেকেই কিছু ব্যবসা করে স্বাবলম্বী হতে পারবেন এবং পরিবারের পাশে দাঁড়াতে পারবেন।
🔥 আরও পড়ুন:
👉 NBU Non Teaching Staff Recruitment 2023: রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রচুর স্টাফ নিয়োগ, এই ভাবে করুন আবেদন
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন:
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
৪/২৪: আজ আমরা মহিলাদের জন্য ১৬ টি বিজনেস আইডিয়া (16 Best Business Ideas For Women) সম্পর্কে আলোচনা করব। স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসা শুরু করে আপনি লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।
১) বিউটি পার্লারের ব্যবসা-
৫/২৪: বর্তমানে মেয়েরা যেকোনো অনুষ্ঠান কিংবা উৎসবে মেকআপ করতে পছন্দ করেন। সেই মেকআপ করানোর জন্য আপনি যদি বিউটি পার্লার (Beauty Parlour) খোলেন, তাহলে মেয়েদেরকে সাজিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।
৬/২৪: তবে এর জন্য আপনাকে ভালো মেকআপ আর্টিস্টের (Makeup Artist) কাজ থেকে বিউটি পার্লারে কাজ শিখে নিতে হবে। এরপর আপনি নিজেই একটি বিউটি পার্লার খুলে নিতে পারবেন। এছাড়াও এখানে আপনি বিউটি প্রোডাক্ট বিক্রি করেও এক্সট্রা ইনকাম করতে পারবেন। পাশাপাশি আপনি অন্যদের বিউটি পার্লারের কোর্স (Beauty Parlour Course) করিয়েও প্রত্যেক মাসে প্রচুর টাকা আয় করতে পারবেন।
২) সেলাই করার কাজ-
৭/২৪: বাড়ির মহিলারা বাড়িতে টুকটাক সেলাইয়ের কাজ করে থাকেন। আপনার এলাকার অনেকেই কলকাতা থেকে মাল, কাপড় ইত্যাদি নিয়ে এসে জামা, কাপড়, চুরিদার, নাইটিসহ অন্যান্য জিনিস বানিয়ে আবার পৌঁছে দেন কলকাতায়। এইভাবে সেলাইয়ের মাধ্যমে তারা অনেক টাকা উপার্জন করেন। তারা সাধারণত ভালো সেলাই জানেন এই ধরনের মানুষের খোঁজ করে থাকেন।
৮/২৪: আপনি যদি ভালো সেলাই জানেন, তাহলে আপনি এদের সাথে যোগাযোগ করে আপনার বাড়িতে মাল, কাপড় নিয়ে সেলাই করে প্রত্যেক কাজ পিছু অনেক টাকা আয় করতে পারবেন। বর্তমানে গ্রামীণ এলাকার মহিলারা এই সেলাইয়ের (Tailoring Business) মাধ্যমে প্রত্যেক মাসে ভালো টাকা উপার্জন করছেন।
৩) মেহেন্দি লাগানো-
৯/২৪: মেয়েরা কোনো অনুষ্ঠানে বিশেষত বিবাহে হাতে মেহেন্দি পড়তে পছন্দ করেন। মেকআপ আর্টিস্ট হিসেবে যদি আপনি মেহেন্দি লাগানো শিখতে পারেন, তাহলে এই ধরনের অনুষ্ঠানে আপনি মেয়েদের হাতে মেহেন্দি ডিজাইন করে ভালো টাকা আয় করতে পারবেন। মেহেন্দি ডিজাইন করার জন্য আপনাকে মেহেন্দির বিভিন্ন ধরনের ডিজাইন সম্পর্কে জানতে হবে। এই ক্ষেত্রে আপনি ইউটিউবের (YouTube) সাহায্য নিতে পারেন।
৪) কাস্টমাইজড শাড়ি, বুটিক এর ব্যবসা-
১০/২৪: আপনি বাড়িতে বসেই করতে পারেন কাস্টমাইজড শাড়ি এবং বুটিকের ব্যবসা। বর্তমানে অনেক মহিলায় বাড়িতে বসে কাস্টমারদের শাড়ি এবং সাজ সামগ্রীর ব্যবসা করেন। লোকাল পাইকারি মার্কেট থেকে সস্তায় বাড়িতে সাজের সামগ্রী নিয়ে এসে, নিজের আইডিয়া দিয়ে সেগুলিকে বাড়িতে সুন্দর ভাবে সাজিয়ে বিক্রি করেন। এই ব্যবসার মাধ্যমে প্রত্যেক অর্ডারের আপনি ১০০ টাকার বেশি লাভ করতে পারবেন।
৫) খাবার তৈরি করে ডেলিভারি দেওয়ার কাজ-
১১/২৪: এমন অনেক চাকুরিজীবী মানুষজন রয়েছে, আরে চাকরিক্ষেত্রে যাবার তাড়া থাকার জন্য রান্না করার সময় পান না। এছাড়াও এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন, যারা ঠিকভাবে রান্না করতে পারেন না বলে তাদেরকে বাইরে থেকে অনলাইনে খাবার কিনে খেতে হয়।
১২/২৪: ঘরোয়া ভাবে আপনি যদি ভালো রান্না করতে পারেন, তাহলেই হোম ডেলিভারির ব্যবসা করেও আপনি ভালো টাকা আয় করতে পারবেন। বাড়িতেই স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু খাবার তৈরি করে হোম ডেলিভারি (Food Home Delivery) দিয়ে আপনি লাভবান হতে পারবেন।
৬) কেক এবং বেকারী সামগ্রীর ব্যবসা-
১৩/২৪: জন্মদিন, অ্যানিভার্সারি অথবা বিশেষ কোন মুহূর্ত সেলিব্রেট করার জন্য কেক (Cake Making Business) হলো অন্যতম একটি খাবার। ভালো জায়গা থেকে আপনি যদি কেক তৈরি করা শিখে নিয়ে কেক তৈরি করতে পারেন, তাহলে এই ধরনের অনুষ্ঠানে কেক সাপ্লাই করতে পারবেন। যদি আপনার কেকের কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার নামও ছড়িয়ে পড়বে। এর মাধ্যমে আপনি অনেক টাকা উপার্জন করতে পারবেন।
৭) ভিডিও ক্রিয়েটারের কাজ-
১৪/২৪: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করে অনেকেই প্রচুর টাকা আয় (Earning) করছেন। নিউজ, ব্লগ কিংবা টেকনিক্যাল রিলেটেড তথ্য অথবা অন্যান্য যেকোনো ভিডিও বানিয়ে আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। সেখানে যদি আপনার সাবস্ক্রাইবার (Subscribers) এবং ভিউজ ভালো হয়, তাহলে ইউটিউব থেকে আপনি প্রত্যেক মাসে অনেক টাকা আয় করতে পারবেন।
৮) সাইবার ক্যাফ এর কাজ-
১৫/২৪: আপনি যদি খুব বেশি পড়াশোনা না করে থাকেন, তাহলে আপনি সাইবার ক্যাফের (Cyber Cafe) ব্যবসা শুরু করতে পারে। সাধারণ মানুষ বর্তমানে চাকরির ফর্ম ফিলাপ থেকে শুরু করে বিদ্যুতের বিল দেওয়া, সমস্ত ক্ষেত্রেই সাইবার ক্যাফের ওপর নির্ভর করে। তাই আপনি যদি সাইবার ক্যাফের দোকান খোলেন, তাহলে আপনি প্রত্যেক দিন কয়েক হাজার টাকা আয় করতে পারবেন। এজন্য আপনার কাছে ভালো কম্পিউটার, প্রিন্টার এবং জেরক্স মেশিন থাকতে হবে।
৯) ফ্রিল্যান্সিং কাজ-
১৬/২৪: যদি আপনার কোনো অতিরিক্ত দক্ষতা থেকে থাকে, তাহলে আপনি সেই দক্ষতাকে কাজে লাগিয়েও ইনকাম করতে পারবেন। আপনি লেখালেখিও করতে পারেন কিংবা ভিডিওগ্রাফিও করতে পারেন আবার আপনি ছবিও আঁকতে পারেন। যে বিষয়ে আপনার দক্ষতা থাকবে সেটিকে কাজে লাগিয়ে আপনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আয় করতে পারবেন (Freelancing Business)।
১০) সবজি চাষ-
১৭/২৪: যদি আপনার বাড়িতে জায়গা থেকে থাকে অথবা যদি আপনার চাষের জমি থেকে থাকে, তাহলে আপনি সেই জায়গায় বিভিন্ন রকম সবজি চাষ করতে পারেন। এরপর সেই সবজি আপনি বাজারে বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে সরকার থেকে চাষ করার জন্য টাকা দেওয়া হয়। আপনি চাষের ব্যবসা সেই টাকা দিয়েও শুরু করতে পারবেন।
১১) ফলের চাষ-
১৮/২৪: আপনি বাড়িতে বসে ফলের চাষও করতে পারেন। আপনি নার্সারি থেকে ভালো জাতের ফলের গাছ নিয়ে বাড়িতে বসাতে পারেন। এই কাজগুলি থেকে এক দুই বছরের মধ্যেই নতুন ফল পাবেন। এরপর সেই ফল বিক্রি করে আপনি লক্ষ্মীলাভ করতে পারবেন।
১২) আর্টিকেল লেখার কাজ-
১৯/২৪: আপনি বাড়িতে বসে অল্প সময়ে লেখালেখি (Article Writing Jobs) করেও টাকা ইনকাম করতে পারবেন। গুগলে সার্চ করলেই আপনি বিভিন্ন ফ্রিল্যান্সিং writing ওয়েবসাইট পেয়ে যাবেন। এই সমস্ত ওয়েবসাইটে আপনি আপনার ইউনিক লেখা জমা দিয়ে টাকা আয় করতে পারবেন। এছাড়াও আপনি আপনার লেখা বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করেও ইনকাম করতে পারবেন।
১৩) বেবি সিটার-
২০/২৪: অনেক বাচ্চাদের পিতা-মাতারা বর্তমানে দিনের বেলায় ব্যস্ত থাকেন। কর্মক্ষেত্রের উদ্দেশ্যে তাদেরকে রওনা দিতে হয়। বাড়িতে বাচ্চাদেরকে একা ছেড়ে যাওয়াটাও বেশ ঝুঁকির। আর তাই সেই সমস্ত বাচ্চাদের বাবা-মায়েরা বেবি সিটার খোঁজ করে থাকেন। এই বেবি সিটারের কাজ করে প্রত্যেক মাসেই আপনি মোটা টাকা হাতে হাতে পাবেন।
১৪) ট্যুরস এন্ড ট্রাভেল এজেন্সি-
২১/২৪: এমন অনেক মানুষ আছেন, যারা দূরে ঘুরতে যেতে পছন্দ করেন। আপনি যদি তাদেরকে গাইড করেন, তাহলেও আপনি অনেক টাকা আয় করতে পারবেন। ভ্রমন প্রিয় মানুষদের যাতায়াত, থাকা, খাওয়ার ব্যবস্থা করে থাকে বিভিন্ন ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সি (Tour and Travel Agency)। এই ব্যবসা করেও আপনি প্রত্যেক মাসে মোটা টাকা আয় করতে পারবেন।
১৫) লন্ড্রির ব্যবসা-
২২/২৪: মহিলারা জামা কাপড় পরিষ্কার করে সেটিকে আয়রন করে দেওয়ার মাধ্যমেও টাকা আয় করতে পারবেন। আপনি এই কাজটি আপনার বাড়িতে থেকেও করতে পারেন আবার লোকাল কোনো দোকান ভাড়া নিয়েও করতে পারেন।
১৬) চায়ের দোকান-
২৩/২৪: চায়ের দোকান হলো অন্যতম লাভজনক একটি ব্যবসা। আপনার এলাকার যে জায়গায় একটু ভিড় হয়, আপনি সেখানে একটি চায়ের দোকান খুলতে পারেন। বর্তমানে চা কিংবা কফি খান না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ আপনার কাস্টমারের অভাব হবে না। এই ব্যবসা করে আপনি একজন সরকারি কর্মচারীর থেকেও প্রত্যেক মাসে বেশি টাকা আয় করতে পারবেন।
২৪/২৪: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে