WB SSC 2022: তৈরি হল ১,৬০০ শূন্যপদ, শিক্ষক নিয়োগের জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি দিল School Service Commission

১/৬: স্কুল সার্ভিস কমিশন অবশেষে এবার কাউন্সেলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করলো। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহকারী শিক্ষকের জন্য শূন্যপদের ঘোষণা করেছিলেন। সেই শূন্যপদগুলি পূরণ করার জন্য এবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কমিশন শারীরিক শিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে কাউন্সেলিং প্রক্রিয়া চালানোর জন্য বিজ্ঞপ্তি দিল।

২/৬: স্কুল সার্ভিস কমিশন সর্বমোট ১৬০০ শূন্যপদের ঘোষণা করলো। শারীরশিক্ষা বিষয়ের জন্য  ৮৫০টি এবং কর্মশিক্ষা বিষয়ের জন্য শূন্যপদের সংখ্যা ৭৫০টি। অফিসিয়াল ওয়েবসাইটে এই শূন্যপদ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আপনি যদি শূন্যপদ সংক্রান্ত বিষয়ে বিষদে জানতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। 

৩/৬: পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থী থেকে উচ্চ প্রাথমিক স্তরে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ১০.১১.২০২২ তারিখ থেকে কাউন্সেলিং প্রক্রিয়া চালাবে। কাউন্সেলিংয়ের সময়সূচী নিম্নে দেওয়া হলো-

কর্মশিক্ষা– ১০.১১.২০২২ তারিখ থেকে ১১.১১.২০২২ তারিখ 

শারীরশিক্ষা– ১২.১১.২০২২ তারিখ এবং ১৪.১১.২০২২ তারিখ 

৪/৬:যোগ্য অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে তথ্য পত্র ডাউনলোড করতে পারবেন ০৩.১১.২০২২ তারিখ থেকে। কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণের সমস্ত প্রার্থীদের প্রাসঙ্গিক প্রশংসাপত্র/শংসাপত্র/নথিপত্রের আসল কপি আনতে হবে। এছাড়াও আসল কপির সাথে ফটোকপির একটি সেট আনতে হবে।

আরও পড়ুন: 👇👇👇

🔥WB SSC Recruitment 2022: জারি হয়ে গেল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি! বহু শূন্যপদ, বিস্তারিত দেখুন

🔥 WB Primary TET 2022: এবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

wb ssc notice

৫/৬:যদি নথিপত্র যাচাইয়ের সময় তথ্যে কোনো ত্রুটি সনাক্ত করা যায়, তাহলে সেই প্রার্থীদের কোনরকমের নোটিশ ছাড়াই বাতিল করা হবে। এছাড়াও যদি কোনো প্রার্থী কাউন্সেলিং দিন অনুপস্থিত থাকে, তাহলে তাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। সেই প্রার্থী অনুপস্থিত হিসেবে বিবেচিত হবেন।

WB SSC 2022 official notice

৬ /৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 FSSAI Recruitment 2022

🔥NEILIT Recruitment 2022

🔥 WB Primary TET 2022: এবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরাট এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 

🔥 WB Primary TET Exam 2022: প্রাইমারী টেট পরীক্ষায় ‘বাংলা’ ভাষায় বিশেষ গুরুত্ব, কেমন হবে প্রশ্নপত্র?

🔥 WB Primary TET 2022: আবার নতুন বিজ্ঞপ্তি পর্ষদের! টেট-এ স্নাতকে ৪৫ শতাংশ নম্বর পাওয়া প্রার্থীরাও বসতে পারবেন!

Leave a Comment