Amazon Scholarship 2022, Amazon Scholarship 2022 Apply Online,, Amazon Scholarship Official Notice Pdf Download, অ্যামাজন স্কলারশিপ ২০২২
ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালো করে পড়াশোনা শিখিয়ে তাদের মানুষের মত মানুষ করে তোলাই আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষরা ঠিকভাবে দুবেলা নিজেদের পেট চালাতে হিমশিম খায়। সেখানে ভালো করে পড়াশোনার কথা ভাবা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা একটু বড়ো হওয়ার পরই এদিক ওদিক কাজ করতে শুরু করে দেয়। শৈশবকাল বলতে তাদের আর কিছু থাকে না। তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
সেই সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি বেসরকারি সংস্থা এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Amazon Scholarship 2022) ব্যবস্থা করেছে। এর মাধ্যমে আমাদের দেশের কমবয়সী মেয়েরা কম্পিউটার সায়েন্স শিখে কর্মজীবনে তার প্রয়োগ করে উপার্জনের সুযোগ করে নিতে পারবে। এই সমস্ত মেয়েরা সাধারণত ‘ফার্স্ট জেনারেশন লার্নার্স’ হয়ে থাকে। সব রকমের সুবিধা থেকে এরা বঞ্চিত থাকে। বিশেষত সমাজের সুবিধাবঞ্চিত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
- 1 Amazon Scholarship 2022: Scholarship Description | অ্যামাজন স্কলারশিপ ২০২২: স্কলারশিপের বিবরণ
- 2 Amazon Scholarship 2022: Scholarship Name | অ্যামাজন স্কলারশিপ ২০২২: স্কলারশিপের নাম
- 3 Amazon Scholarship 2022: Scholarship Ammount | অ্যামাজন স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ
- 4 How Many Students Will Get Amazon Scholarship 2022: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: কতজন প্রাপক বৃত্তি পাবেন
- 5 Amazon Scholarship 2022: Selection Process | অ্যামাজন স্কলারশিপ ২০২২: নির্বাচন প্রক্রিয়া
- 6 Amazon Scholarship 2022 Apply Online: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 Amazon Scholarship 2022: Required Documents | অ্যামাজন স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 Amazon Scholarship 2022: Eligibity | অ্যামাজন স্কলারশিপ ২০২২: যোগ্যতা
- 9 When will Get Amazon Scholarship 2022: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: বৃত্তির অর্থ কবে পাবেন
- 10 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 11 FAQ: Amazon Scholarship 2022 (অ্যামাজন স্কলারশিপ ২০২২)
Amazon Scholarship 2022: Scholarship Description | অ্যামাজন স্কলারশিপ ২০২২: স্কলারশিপের বিবরণ
এই স্কলারশিপের (Amazon Scholarship 2022) মাধ্যমে তারা আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ক্যারিয়ার পাবেন। এই বিষয়ে দক্ষতাও তৈরি হবে তাদের। এমনকি তারা নেটওয়ার্কিং-এর সুযোগ এবং অ্যামাজন ইন্টার্নশিপের জন্য মেন্টরশিপও পাবেন। এতে তাদের ভবিষ্যৎ আরও উন্নত হয়ে উঠবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 ৫০,০০০ টাকা পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!) | Saksham Scholarship 2022
🔥 ১৮,০০০ টাকা করে পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!)
এই স্কলারশিপ (Amazon Scholarship 2022) তরুণদের কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল এবং প্রযুক্তির ক্ষেত্রে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিশেষ অনুপ্রেরণা দেয়। এই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে এটি তরুণদের আরও ভালো নির্মাতা এবং চিন্তাবিদ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালায়। ভারতে যে সমস্ত মেয়ে পড়ুয়ারা প্রযুক্তি বিশেষজ্ঞ হতে ইচ্ছুক তাদের জন্য সামগ্রিক শিক্ষার সুযোগ অর্থাৎ Women Empowerment করে দেওয়াই এর মূল লক্ষ্য।
এই স্কলারশিপ (Amazon Scholarship 2022) প্রোগ্রামটি ফাউন্ডেশন ফর এক্সিলেন্স (FFE)-এর সঙ্গে অংশীদারিত্বে বাস্তবায়িত হচ্ছে। এটি একটি অলাভজনক সংস্থা। এই সংস্থাটি আর্থিক সীমাবদ্ধতার সম্মুখীন। এই সংস্থা একাডেমিকভাবে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
Amazon Scholarship 2022: Scholarship Name | অ্যামাজন স্কলারশিপ ২০২২: স্কলারশিপের নাম
অ্যামাজনের উদ্যোগে পড়ুয়াদের যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- Amazon Scholarship। এই স্কলারশিপটি Amazon Future Engineer Scholarship নামেও পরিচিত।
Amazon Scholarship 2022: Scholarship Ammount | অ্যামাজন স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ
এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের ১,৬০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে। এই টাকা পড়ুয়াদের দেওয়া হবে মোট ৪ বছরে। অর্থাৎ স্নাতক চলাকালীন প্রত্যেক বছর পড়ুয়ারা প্রত্যেক বছর ৪০,০০০ টাকা করে স্কলারশিপ পাবে। এই টাকা তারা অন্তিম বর্ষ পর্যন্ত পাবে। ফলে তাদের পড়াশোনার যাবতীয় খরচের জন্য চিন্তা করতে হবে না।
How Many Students Will Get Amazon Scholarship 2022: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: কতজন প্রাপক বৃত্তি পাবেন
৫০০ জন যোগ্য পড়ুয়াকে বাছাই করে এই বৃত্তি দেওয়া হবে। এছাড়াও “আগে এলে আগে পাবে”-এই ভিত্তিতেও বৃত্তি দেওয়া হবে।
Amazon Scholarship 2022: Selection Process | অ্যামাজন স্কলারশিপ ২০২২: নির্বাচন প্রক্রিয়া
ফাউন্ডেশন ফর এক্সিলেন্স একাডেমিক পারফরম্যান্স এবং পারিবারিক আয়ের ওপর ভিত্তি করে পড়ুয়াদের নির্বাচন করবে। নিম্নলিখিত ধাপে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে–
১) আবেদনপত্র অনলাইন মাধ্যমে জমা দিতে হবে।
২) আবেদনকারী পড়ুয়ার একাডেমিক শংসাপত্র এবং পারিবারিক পটভূমির অনলাইন ভেরিফিকেশন করা হবে।
৩) সবশেষে নির্বাচনের মানদণ্ডের ওপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে।
Amazon Scholarship 2022 Apply Online: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘এখনই আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার নিবন্ধিত আইডি দিয়ে Buddy4Study-এ লগইন করতে হবে এবং ‘আবেদন ফর্ম পৃষ্ঠা’-এ যেতে হবে।
৪) যদি নিবন্ধিত না থাকে তাহলে আপনাকে আপনার ইমেল/ মোবাইল/ জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ নিবন্ধন করতে হবে।
৫) তারপর আপনাকে ‘আমাজন ফিউচার ইঞ্জিনিয়ার স্কলারশিপ’ পেজে পুনঃনির্দেশিত করা হবে।
৬) এরপর আপনাকে ‘এখনই আবেদন করুন’ অপশনে ক্লিক করতে হবে।
৭) তারপর আপনাকে আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করতে হবে।
৮) এরপর আপনার নথিপত্র আপলোড করতে হবে।
৯) সবশেষে আপনাকে আবেদনপত্রটি জমা দিতে হবে।
Amazon Scholarship 2022: Required Documents | অ্যামাজন স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই স্কলারশিপে আবেদনের জন্য কে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার ১০ ক্লাস এবং ১২ ক্লাসের মার্কশিট
- আপনার কলেজ থেকে বোনাফাইড সার্টিফিকেট
- আপনার বার্থ সার্টিফিকেট অথবা জন্ম শংসাপত্র
- আসন বরাদ্দ করার জন্য কাউন্সেলিং লেটার
- আপনার পরিবারের আয়ের শংসাপত্র অথবা বেতন স্লিপ (৩ মাসের জন্য) অথবা আইটি রিটার্ন ফর্ম
- আপনার টিউশন/ হোস্টেল/ মেসের প্রদত্ত রসিদ
- আপনার কলেজ থেকে খরচের বিবরণী
- আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ অর্থাৎ আপনার ব্যাঙ্ক পাসবুকের কপি
- ই-আধার অথবা আপনার আসল আধারের স্ক্যান কপি
Amazon Scholarship 2022: Eligibity | অ্যামাজন স্কলারশিপ ২০২২: যোগ্যতা
১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট শাখায় BE/BTech কোর্সে পাঠরত হতে হবে।
২) আবেদনকারীকে বর্তমানে স্নাতক প্রথম বর্ষে পাঠরত হতে হবে।
৩) আপনার পরিবারের বার্ষিক আয় ৩,০০,০০০ টাকার কম হতে হবে।
৪) আবেদনকারীকে মেয়ে শিক্ষার্থী হতে হবে।
৫) এই স্কলারশিপের জন্য পরিবারের প্রথম গ্র্যাজুয়েট মেয়ে শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে।
When will Get Amazon Scholarship 2022: | অ্যামাজন স্কলারশিপ ২০২২: বৃত্তির অর্থ কবে পাবেন
ফাউন্ডেশন ফর এক্সিলেন্স ৩১ মার্চ ২০২৩ তারিখের আগে ১ কিস্তিতে এই বৃত্তির অর্থ পড়ুয়ারা পেয়ে যাবেন।
এরকম আরও নানা ধরণের সরকারি এবং বেসরকারি স্কলারশিপ পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ধন্যবাদ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। নিচে সরাসরি প্রাইমারী টেট অ্যাডমিট কার্ড- ডাউনলোডের এর লিঙ্ক দেওয়া হলো-👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
স্কলারশিপ আবেদনের লিঙ্ক | এখানে দেখুন |
🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇
🔥 West Bengal Scholarship 2022
🔥 Dr. Reddy’s Foundation Sashakt Scholarship 2022
🔥 ৩৬ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে ভারত সরকার, দ্রুত আবেদন করুন!
🔥 Loreal India Scholarship 2022
FAQ: Amazon Scholarship 2022 (অ্যামাজন স্কলারশিপ ২০২২)
Q: Amazon Scholarship 2022 (অ্যামাজন স্কলারশিপ ২০২২)-এ আবেদন কিভাবে করতে হবে?
Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Amazon Scholarship 2022 (অ্যামাজন স্কলারশিপ ২০২২)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: কম্পিউটার সায়েন্স অথবা সংশ্লিষ্ট শাখায় BE/BTech কোর্সে পাঠরত হতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Amazon Scholarship 2022 (অ্যামাজন স্কলারশিপ ২০২২)-এ আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় কত হতে হবে?
Ans: ৩,০০,০০০ টাকার কম। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)