বেকার বসে না থেকে এই ৩ ব্যবসা শুরু করতে পারেন, মোটা টাকা আয় হবে মাস গেলে!

আপনি কি আপনার পড়াশোনা শেষ করে ভবিষ্যতে কি করবেন সেই নিয়ে চিন্তা করছেন? গতানুগতিক চাকরি কি আপনার পছন্দ নয়? তাহলে আপনার আর চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই প্রতিবেদনে আমরা আপনার এই সমস্যার সমাধানের সূত্র জানাবো।

আজ আমরা আপনাদের এমন কিছু ব্যবসার কথা জানাবো (Business Ideas in Bengali), যা আপনি স্বল্প বুঝি বিনিয়োগ করেই শুরু করতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই লাভবান হতে পারবেন। আপনি যদি ছোটখাটো কোনো কাজ করে থাকেন, সেই কাজের পাশাপাশি আপনি ব্যবসাগুলিও চালিয়ে যেতে পারবেন। তাহলে চলুন সেই ইউনিক ব্যবসা গুলির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

১) মুরগি প্রতিপালন-

আপনি খুব অল্প জায়গার মধ্যেই এই ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসা করি আপনি অল্প সময়ের মধ্যেই লাভের মুখ দেখতে পারবেন। এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে নিম্নলিখিত বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 টানা ১ মাস সমস্ত স্কুল, কলেজ ছুটির ঘোষণা করলো শিক্ষা দপ্তর! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৮০০ টাকা করে বেকারদের বৃত্তি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করলেই পাবেন টাকা

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET Interview: টেট-এর নবম ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ!

•আপনাকে ভালো জাতের ব্ল্যাক অস্ট্রালর্প অথবা রোড আইল্যান্ড রেড মুরগি এবং মোরগ কিনে নিতে হবে। আপনি যদি ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের এই প্রাণীটি কেনেন, তাহলে কিছু সময়ের মধ্যেই এই প্রাণীটি ২ কেজি ওজন সম্পন্ন হয়ে যাবে। তারপর সেগুলোকে বিক্রি না করে প্রতিপালন করুন। দেশি মুরগির সাথে উন্নত জাতের মোরগের প্রজনন ঘটিয়ে উন্নত প্রজাতির মুরগি তৈরি করা সম্ভব। এতে জিনের উৎকর্ষতা বৃদ্ধি পায়।

•আপনি মুরগিদের জন্য কঞ্চি অথবা কাঠের তক্তার সাহায্যে একটি ঘর তৈরি করতে পারেন। তবে আপনাকে খেয়াল রাখতে হবে যে, সেই ঘরটিতে যেনো পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাওয়া যায়। আপনি এক জায়গায় ১০ টি মোরগ-মুরগি নিয়ে এই ব্যবসা শুরু করতে পারবেন।

•তাদেরকে সকালবেলা এবং সন্ধ্যেবেলা কিছুটা খাদ্যদ্রব্য দিলে তারা সারাদিন সেটি খুঁটে খুঁটে খেতে থাকবে। যাতে তাদের মলমূত্র খাবারের সাথে মিশিয়ে না যায়, সেইজন্য ঘরের মধ্যে আপনাকে কিছুটা তুষ ছড়িয়ে রাখতে হবে। খাবার হিসেবে তাদেরকে বাসি ভাত, শাক সবজির খোসা, চালের গুঁড়া, ভাঙা গম ইত্যাদি দিয়ে দিন। জীবাণু সংক্রান্ত কোনো রোগ যাতে তাদের না হয় সেইদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। প্রয়োজন পড়লে আপনাকে পশু চিকিৎসকের সাহায্য নিতে হবে।

•মোরগ মুরগিদের প্রজনন সম্পন্ন হলে বাড়িতে ডিম ফোটানোর মেশিন নিয়ে এসে আপনাকে ডিমগুলি থেকে মুরগির বাচ্চা উৎপাদন করতে হবে। সংকর জাতীয় মুরগিগুলি বছরে ১৪০ থেকে ১৫০ টি ডিম দেয়। ৪-৫ মাসের মধ্যেই তাদের ডিম উৎপাদন ক্ষমতা চলে আসে।

•এরপর সেই মুরগির মাংস আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও মুরগির ডিম বিক্রি করেও আপনি লাভবান হতে পারবেন। এর মাধ্যমে আপনি দৈনিক ৪০ থেকে ৫০ টাকা উপার্জন করতে পারবেন। অর্থাৎ আপনার মাসিক উপার্জন হবে প্রায় ১,৫০০ টাকা। এরপর যখন মোরগ মুরগির সংখ্যা বাড়তে শুরু করবে, তখন আপনার লাভের অংক ৩০,০০০-এরও বেশি ছাড়িয়ে যেতে পারে।

২) কোচিং সেন্টার-

আপনি যদি শিক্ষিত বেকার হয়ে থাকেন, তাহলে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে এই ব্যবসা শুরু করে লাভবান হতে পারবেন। এর থেকে লাভজনক ব্যবসা আর কিছু হতে পারে না। এই ব্যবসার সবথেকে বড় সুবিধা হলো এই যে, একটা নির্দিষ্ট সময়ের পর এই ব্যবসার প্রসারন আপনার মর্জির ওপর নির্ভর করবে। তবে এর জন্য আপনাকে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

•আপনাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হবে তা হলো, আপনি যে জায়গায় পড়াবেন সেই জায়গাটি যেন ছাত্র-ছাত্রীদের পক্ষে সহজে পৌঁছানোর মতো হয়। তাহলে প্রথমেই আপনার গ্রহণযোগ্যতা অনেকটাই বাড়বে।

•আপনি যেখানে পড়াচ্ছেন সেখানে আপনার ছাত্রদের সুস্থভাবে বসে পড়াশোনা করতে যাতে কোনো অসুবিধা না হয়, এই ব্যাপারটিও আপনাকে নিশ্চিত করতে হবে। পরিবেশের গুণে অনেক সময় অত্যন্ত স্থূলবর্তী সম্পন্ন ছাত্র স্বল্প সময়ে উন্নতি করতে পারে। এতে সুনাম এবং লাভ, উভয়ই আপনার হবে।

•বাচ্চাদের স্কুলে কিভাবে পড়ানো হচ্ছে এবং তাতে অভিভাবকরা সন্তুষ্ট হচ্ছেন কিনা কিংবা অভিভাবকদের অন্যরকম কোনো দাবি আছে কিনা এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। আপনাকে স্কুলের সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করতে হবে। অভিভাবকদের যে সময় বাচ্চাদের আপনার কাছে নিয়ে আসতে সুবিধা হবে আপনার কোচিং-এর সময় তেমনভাবেই স্থির করুন।

•অঞ্চলের ভিত্তিতে আপনি আপনার পড়ানোর বিষয় নির্বাচন করুন। যদি আপনি নিজে সেই বিষয়ে দক্ষ না হয়ে থাকেন, তাহলে আপনার অন্য কোনো বন্ধু যিনি এই বিষয়ে আগ্রহী তার সাহায্য নিতে পারেন। সেই বিশেষ বিষয়ে শিক্ষকের যদি সেই অঞ্চলে অভাব থেকে থাকে, তাহলে আপনার ব্যবসা রাতারাতি জমে যাবে।

•বড়ো স্কুল অথবা কলেজের বাইরে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য লিফলেট বিলি করতে পারেন। তবে মাইনের বিষয়ে আপনাকে অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। প্রথমেই আপনি এমন কোনো অংকের টাকা দাবি করবেন না, যা দেখে অভিভাবক অথবা বাচ্চারা পিছিয়ে যায়। অবশ্যই মনে রাখবেন যে, প্রথমে আপনি কিছুটা পিছিয়ে থেকে শুরু করলেও এই ব্যবসা রাতারাতি আপনার ভাগ্য বদলে দিতে পারে।

৩) ঘরোয়া খাওয়ারের সম্ভার-

রান্নায় যদি আপনি পারদর্শী হয়ে থাকেন, তাহলে আপনি এই ব্যবসা শুরু করে লক্ষ্মীলাভ করতে পারবেন। এই ক্ষেত্রে খাবারের স্বাদ অথবা পরিমাণ ছাড়াও আপনাকে বেশ কিছু বিষয় মনে রাখতে হবে।

•বর্তমানে ব্যস্ত জীবনের জন্য নিজের বাড়িতে রান্না করে খাওয়ার সুযোগ অনেকেরই হয় না। এই ধরনের লোকের সংখ্যা বেশি এরকম জায়গাই আপনাকে চিহ্নিত করতে হবে। আপনি যদি মেস অথবা বড়ো অফিসের কাছে এই ব্যবসা শুরু করেন, তাহলে আপনার লাভের সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

•খাবারের গুণমানের সাথে কোনরকম আপোষ করবেন না। একজন মানুষের হৃদয়ে তার পেটের মধ্যে দিয়েই পৌঁছানো সম্ভব। যদি আপনার খাবারের স্বাদ ভালো হয়, তাহলে আপনার ব্যবসা অবশ্যই বাড়বে। খাবারে অতিরিক্ত মশলা দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে এমন ভাবেই রান্না করতে হবে যাতে আপনার খাবার খেয়ে সবার ঘরের খাবারের কথা মনে পড়ে যায়।

3 business ideas in bengali for unemployed

•এমন অনেকেই থাকবেন যারা প্রথমে নিজে এসে খাবার নিয়ে গেলেও পরবর্তীতে আপনাকে খাবার ডেলিভারির কথা বলতে থাকবে। সেই ক্ষেত্রে আপনার খাবার ডেলিভারি করতে যাতে দেরি না হয়, সেই বিষয়টিও আপনাকে মাথায় রাখতে হবে।

•আপনি যদি আপনার পরিবারের কয়েকজন অথবা বন্ধুদের নিয়ে এই ব্যবসা শুরু করেন তাহলে সবথেকে ভালো হবে। এই ব্যবসা আপনার একার পক্ষে সামলানো মুশকিল। কিছুটা সাহায্য নিয়ে যদি আপনি আপনার গ্রাহকদের জিহ্বাকে সন্তুষ্ট, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনি সফলতা পাবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhar Card Link: প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর! জেনে নিন এখনই

👉 Investment Tips: ১০ কোটি টাকা পাওয়া যাবে প্রতিদিন চা-এর টাকা জমালেই! জেনে নিন এই সিক্রেট ফর্মুলা

👉 7th Pay Commission Salary Hike: ‘কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি ১৪.৩ শতাংশ’, পে কমিশন নিয়ে বড় আপডেট দিল সরকার!

👉 LIC: আর মাত্র কয়েকদিন বাকি! এটাই শেষ সুযোগ LIC-র দুর্দান্ত স্কিমে বিনিয়োগের

👉 Calcutta University Recruitment 2023

Leave a Comment