রাজ্য সরকারি কর্মীদের আরও ৩টি ছুটি ঘোষণা! অফিস বন্ধ থাকবে এইসব দিনে!

১/৭: সরকারি কর্মচারীদের জন্য রয়েছে দারুন খুশির খবর! সরকার নতুন ভাবে আবারও ছুটির ঘোষণা করেছে। দুর্গাপুজোর পর এবার কালীপুজো, ভাইফোঁটা, ছটপুজো নিয়ে ছুটি (List of Govt Holidays) ঘোষণা করলো সরকার।

২/৭: সাধারণত উৎসবেই সকলে কর্মজীবন থেকে সাময়িক অবসর নিয়ে থাকেন। ঠিক সেই কারনে প্রত্যেকেই অপেক্ষা করে থাকেন উৎসবের জন্য। সরকারি হোক কিংবা বেসরকারি, প্রত্যেকেই এই ছুটির আমেজে নিজেদের ভাসিয়ে দেন। রোজকার সেই কর্মব্যস্ত জীবনে কিছুদিনের জন্য দাঁড়ি টেনে আনন্দে মেতে ওঠেন সকলে। আর এই সুযোগ কোনো উৎসব ছাড়া পাওয়া সম্ভব নয়।

নতুন ছুটি ঘোষণা- 

৩/৭: পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শাসনক্ষমতায় আসার পর থেকেই সরকারি কর্মচারীদের জন্য উৎসবের দিনগুলোতে রীতিনীতি নিয়ম করে ছুটি দেওয়া শুরু হয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, আদিবাসী, এমনকি বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ সকলেই এই উৎসবকে ঘিরে সবার সাথে মিলিত হয়ে আনন্দে করতে চান, তাই সেই দিনগুলোতে সরকার ছুটি দেওয়ার তারাও মেতে উঠতে পারেন আনন্দে। সমালোচকরা তো কথা বলবেই। কিন্তু এটা ঠিক যে সকল কর্মচারীরা অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন ছুটি পেলে নিজের প্রিয়জনদের সাথে সময় কাটানোর জন্য।

৪/৭: ইউনেস্কোর পক্ষ থেকে দুর্গা পূজাকে ‘Intangible Cultural Heritage’ সন্মান দেওয়া হয়েছে। এই অনুমোদন পাওয়ার পর এবার ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে শুরু করে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত আয়োজন করেছিলেন এক বর্ণাঢ্য শোভাযাত্রার। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত অর্থাৎ দুর্গা পুজোর পঞ্চমীর দিন থেকে লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

৫/৭: এবার পুনরায় সরকার কালীপূজো উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। ভাইফোঁটার দিন সরকারি ছুটি দেওয়ার নিয়ম চালু হওয়ায় ২৭ অক্টোবরও ভাইফোঁটা উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা (Govt Declares Holiday in Bhaidhoj)। এছাড়াও ছটপুজোর জন্য ৩০ এবং ৩১শে অক্টোবর জোড়া ছুটি থাকছে।

৬/৭: কালীপুজোর জন্য সরকারি কর্মীরা হিসেব মতো ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর অর্থাৎ মোট ৩ দিন ছুটি পাবেন। এরপরই আবার রয়েছে ভাইফোঁটার ছুটি। যদি ২২ অক্টোবর থেকে ছুটি ধরা হয় তাহলে সরকারি কর্মীরা মোট ৬ দিন ছুটি পাচ্ছেন। এরপর ছটপুজোতেও ছুটি ঘোষিত হয়েছে।

৭/৭: পূর্বে করম পূজোতেও রাজ্য সরকার কর্তৃক ছুটি ঘোষণা করা হয়েছিল। আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভালো করে যাতে করম পূজো পালন করতে পারেন তাই সেইদিন সরকারের পক্ষ থেকে ছুটি দেওয়া হয়। রাজ্য সরকার সমস্ত ধর্মের উৎসবেই ছুটি দিয়ে থাকে। এবার ছুটির তালিকা ঘোষণা করা হলো কালীপুজো, ভাইফোঁটা নিয়ে।

3 more holidays announced for West Bengal government employees

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে এই বিস্ফোরক তথ্য সামনে এল!

🔥 WB Primary TET 2022: প্রাইমারীতে কর্মরত শিক্ষকরাও করছেন আবেদন! এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত কি?

🔥 IRCTC Recruitment 2022 

🔥 WBPPE TET Syllabus 2022 & Exam Pattern 

🔥 WBPPE TET 2022: টেট-এ আবেদনে ভুল বহু প্রার্থীর! ফের কী সুযোগ মিলবে তাদের? জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

🔥 7th Pay Commission DA: রাজ্য সরকারি কর্মচারীদের এবার ৪% DA বাড়াল পশ্চিমবঙ্গের এই পড়শি রাজ্য

🔥 TET Scam: হাজার হাজার অযোগ্য প্রার্থীকে চাকরি বিক্রি কয়েক কোটি টাকার জাল শংসাপত্রের মাধ্যমে! বিস্ফোরক তথ্য সামনে এলো!

Leave a Comment