১/১২: রাজ্য সরকার (Government of West Bengal) হোক কিংবা কেন্দ্রীয় সরকার (Government of India), সাধারণ জনগণের স্বার্থে উভয় সরকারি একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। এবার কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের জন্য আরও একটি বিশেষ প্রকল্প চালু করল। কেন্দ্রীয় সরকার (Government of India) এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যেকটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবে।
২/১২: এই প্রকল্পে আবেদনের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আবেদনকারীদের ভারতের একজন স্থায়ী নাগরিক হতে হবে। গ্রাম থেকে শহরতলী, সব জায়গার মানুষই এই প্রকল্পের জন্য আবেদনযোগ্য। এই প্রকল্পে সম্পূর্ণ বিনামূল্যেই আপনি আবেদন করতে পারবেন। তাহলে চলুন নতুন এই প্রকল্প সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
৩/১২: দেশের অনেক দরিদ্র পরিবারই বড়ো কোনো অসুখ করলে আর্থিক দুরবস্থার জন্য জন্য সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন না। এর ফলে তাদেরকে বিনা চিকিৎসাতেই প্রাণ হারাতে হয়। সেই ধরনের দরিদ্র শ্রেণী মানুষদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করার জন্যই কেন্দ্রীয় সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
🔥 আরও পড়ুন:
👉 PM Awas Yojana: এগুলো হলে পাবেন না আবাস যোজনায় ঘর! এই ভাবে চেক করুন নিজের নাম
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
৪/১২: এই প্রকল্পে নাম নথিভুক্ত করলে সেই সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষদের বড়ো অসুখ করলে তাদের চিকিৎসার খরচ চালানোর জন্য কেন্দ্রীয় সরকার সরকারের তরফে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যাবে। দেশের যেকোনো সরকারি অথবা বেসরকারি হসপিটাল অথবা নার্সিংহোমে আপনি এই প্রকল্পের মাধ্যমে চিকিৎসার সুবিধা নিতে পারবেন।
৫/১২: এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে Ayushman Bharat Golden Card-এর জন্য আবেদন করতে হবে। দেশের যেকোনো সরকারি অথবা বেসরকারি হসপিটাল কিংবা নার্সিংহোমে এই কার্ড দেখালেই আপনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা করতে পারবেন।
৬/১২: কেন্দ্রীয় সরকার দেশের দরিদ্র শ্রেণী মানুষের চিকিৎসার জন্য যে প্রকল্প চালু করেছে তা হলো- “আয়ুষ্মান ভারত যোজনা”। তবে এই যোজনাটি নতুন নয়। দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর ‘Pradhanmantri Jan Arogya Yojona’-এর সূচনা করেছিলেন। এই যোজনাই প্রকৃতপক্ষে আয়ুষ্মান ভারত যোজনা। এই যোজনা কার্যকর হওয়ার পর দেশের অন্যান্য রাজ্যে চালু হলেও পশ্চিমবঙ্গে চালু হয়নি। তবে পরবর্তীকালে পশ্চিমবঙ্গেও তা চালু করা হয়।
৭/১২: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্পের মতোই হলো এই “আয়ুষ্মান ভারত যোজনা”। তবে স্বাস্থ্য সাথী প্রকল্পের তুলনায় এর মাধ্যমে আরও বেশি টাকা পাওয়া যায়। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মোট চিকিৎসার ৪০% প্রদান করে থাকে। কিন্তু এই “আয়ুষ্মান ভারত যোজনার” মাধ্যমে কেন্দ্রীয় সরকার মোট চিকিৎসার খরচের ৬০% প্রদান করে থাকে।
৮/১২: তবে “আয়ুষ্মান ভারত যোজনা”-এর গোল্ডেন কার্ড এবং “আয়ুষ্মান ভারত ডিজিটাল” হেলথ কার্ড সম্পূর্ণ আলাদা। “আয়ুষ্মান ভারত যোজনা”-এর গোল্ডেন কার্ড থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চিকিৎসার জন্য আপনি ৫ লক্ষ টাকা সাহায্য পাবেন। “আয়ুষ্মান ভারত ডিজিটাল” হেলথ কার্ড থাকলে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই সরকারের কাছে জমা থাকবে।
আপনার নাম ‘Pradhanmantri Jan Arogya Yojona’-এ তালিকায় রয়েছে কিনা তা জানবেন কিভাবে?
৯/১২: (১) আপনার নাম এই যোজনা তালিকায় রয়েছে কিনা তা জানার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট http://pmjay.gov.in/-এ গিয়ে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে।
(২) তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুললে সেখানে মোবাইল নম্বর এবং ক্যাপচা দিয়ে আপনাকে লগইন বাটনে ক্লিক করতে হবে।
(৩) তারপর আপনার কাছে একটি OTP আসলে নির্দিষ্ট স্থানে সেই OTP বসিয়ে সেটিকে সাবমিট করতে হবে।
(৪) তারপর পুনরায় আপনার সামনে একটি নতুন পেজ খুললে সেখানে আপনাকে আপনার রাজ্য, ক্যাটাগরি, পিনকোড, Rural Area/Urban Area সিলেক্ট করে Search অপশনে ক্লিক করতে হবে।
(৫) উপভোক্তার তালিকায় যদি আপনার নাম থেকে থাকে তাহলে Search অপশনে ক্লিক করলেই আপনি আপনার নাম দেখতে পারবেন।
“আয়ুষ্মান ভারত যোজনা”-এর মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে?
১০/১২: (১) এই যোজনার মাধ্যমে ১৩০০ টিরও অধিক রোগের চিকিৎসা সম্পন্ন বিনামূল্যে আপনি করাতে পারবেন।
(২) এই যোজনার গোল্ডেন কার্ড থাকলে কেন্দ্রীয় সরকার চিকিৎসার জন্য প্রত্যেকটি পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রদান করবে।
(৩) হসপিটাল অথবা নার্সিংহোমে ভর্তির পূর্বে মেডিকেল কনসালটেশন, বিভিন্ন ধরনের ডায়াগনোসিসের খরচ এবং চিকিৎসার পরে ওষুধ, স্বাস্থ্যকর খাবার এবং অন্যান্য যাবতীয় খরচ এই গোল্ডেন কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।
“আয়ুষ্মান ভারত যোজনা” প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন?
১১/১২: (১) আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে।
(২) প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র অথবা আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার জেলা স্বাস্থ্য দপ্তরে যেতে হবে।
(৩) সরকারের তরফে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যাদেরকে যোগ্য হিসেবে বাছাই করা হয়েছে সেই তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেখানে গিয়ে আপনাকে তা জানতে হবে। তার কারণ এই যোজনা সবার জন্য চালু করা হয়নি। দেশের যে সমস্ত দরিদ্র পরিবার অর্থেইর অভাবে বিনা চিকিৎসায় প্রাণ হারান কেবলমাত্র তাদের জন্যই এই যোজনা চালু করা হয়েছে। তাই কেন্দ্রীয় সরকার ২০১১ সালের Socio Economic & Caste Sensus-এর সার্ভে অনুযায়ী এই যোজনার জন্য আবেদনকারী দেশের দরিদ্র মানুষের তালিকা তৈরি করা হয়েছে।
(৪) এই প্রকল্পে যাদের নাম রয়েছে এখনও পর্যন্ত তারা যদি কেউ গোল্ডেন কার্ড না পেয়ে থাকেন, তাহলে “আয়ুষ্মান ভারত যোজনা”-এর গোল্ডেন কার্ডের জন্য শীঘ্রই আবেদন করে ফেলুন। তবে নতুন করে আবেদন পত্র জমা নেওয়া এখনও শুরু হয়নি। তাই নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!