১/৮: সরকারি কর্মচারীদের একটি নতুন স্কিমের মাধ্যমে বীমা কভার দেওয়া হচ্ছে।
২/৮: অনেক সময় এমন হয় যে, প্রভিডেন্ট ফান্ডের (PPF) আসল সুবিধা না জানার কারণে কর্মচারীরা সেই স্কিমের সুবিধা লাভ করতে পারেন না। ইপিএফও-তে যারা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খুলেছেন, তারা ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাবেন।
৩/৮: ইপিএফও সদস্যরা এমপ্লয়িজ ডিপোজিট লিংক ইনস্যুরেন্স স্কিমের আওতায় বীমা কভারের সুবিধা পান। এই সরকারি সংস্থা মনোনীত ব্যক্তিকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বীমা কভারেজ দেয়। অপরদিকে, এই বীমা কভারেজের মাধ্যমে বেসরকারি সংস্থার কর্মচারীদের বিনামূল্যে ৭ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেওয়া হয়।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৮: যদি কোনো ব্যক্তি কোনো দুর্ঘটনা কিংবা অসুস্থতা থাকার কারণে মারা যান, তাহলে সেই কর্মচারীর পরিবার এই স্কিমের টাকা দাবি করতে পারেন। মৃত ব্যাক্তির নমিনি যিনি থাকবেন, তিনি এই টাকা পেতে পারবেন।
৫/৮: তবে যদি সেই ব্যক্তি কাউকে নমিনি না করে থাকেন, তাহলে সেইক্ষেত্রে তার স্ত্রী, অবিবাহিত মেয়ে এবং নাবালক ছেলেরা এই স্কিমের সুবিধা পাবেন। এছাড়াও নমিনির বয়স যদি ১৮ বছরের কম হয়ে থাকে, তাহলে তার অভিভাবক তার পক্ষে দাবি করতে পারেন।
৬/৮: যদি EPFO-এর অন্তর্গত কোনো ব্যক্তির হটাৎ মৃত্যু ঘটে, তাহলে তার নমিনি কিংবা উত্তরাধিকারী বীমা কভারের জন্য দাবি করতে পারেন।
৭/৮: এই বীমার জন্য দাবি করতে হলে মৃত কর্মচারীর শংসাপত্র, উত্তরাধিকার শংসাপত্র এবং ১৮ বছরের নিচে থাকা ব্যক্তির অভিভাবকের শংসাপত্র এবং ব্যাংকের বিবরণ অবশ্যই দিতে হবে। তাহলেই এই সুবিধা পাওয়া যাবে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Govt Scheme: ২০,০০০ টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক! আবেদন করলেই সুযোগ!
👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা
👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?