7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্য উপহার! এ বার বেতন বাড়বে ৮০০০ টাকা!

7th Pay Commission News-

সরকার এর আগে মার্চ মাসের অন্তিম সপ্তাহে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ৪% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। এবার কেন্দ্রীয় সরকার কর্মচারীদের আরও একটি উপহার দিতে চলেছে।

আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই খবরটি আপনারই জন্য। কেন্দ্রীয় সরকার মার্চ মাসের শেষ সপ্তাহে কেন্দ্রীয় কর্মচারীদের ৪% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সরকার আগামী দিনে আরও একটি উপহার দিতে চলেছে।

এই পরিবর্তন হওয়ার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এবার সরকার আরও ৪% বাড়িয়ে ৪৬% করবে বলেই সূত্রের দাবি।

🔥 আরও পড়ুন:

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

🔥 আরও পড়ুন:

👉 Breaking News!: স্কুল-কলেজে ছুটি নিয়ে জারি হলো এই বিজ্ঞপ্তি! শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্যও নির্দেশিকা

🔥 আরও পড়ুন:

👉 এপ্রিলেই রেশন কার্ড বন্ধ হয়ে যাবে! বিপদে পড়ার আগে শীঘ্রই সেরে নিন এই ছোট্ট কাজ

ডিএ ৪% বাড়ানোর ঘোষণা-

২০২৩ সালের মার্চ মাসের সরকার ৪% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করেছিল। মহার্ঘ ভাতা এরপর বেড়ে হয়েছে ৪২%এই বৃদ্ধি কার্যকর করা হয়েছে গত ১ জানুয়ারি থেকেপরবর্তী ডিএ প্রযোজ্য হবে ১ জুলাই থেকে

আশা করা হচ্ছে যে, দ্বিতীয় ভাগে মহার্ঘ ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ আরও ৪% বাড়বে। বর্তমানে মহার্ঘ ভাতা ৪২%। আশা করা হচ্ছে যে, প্রযোজ্য ডিএ ১ জুলাই থেকে বেড়ে ৪৬% হবে।

ঘোষণা হতে পারে চলতি বছরের অগাস্ট মাসে-

সরকার বছরের দ্বিতীয়ার্ধের জন্য অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর ২০২৩-এর জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করবে। প্রত্যেক বছর দ্বিতীয়ার্ধের ডিএ ঘোষণা করা হয় সেপ্টেম্বর-অক্টোবর মাসে। তবে এবার দ্বিতীয়ার্ধের বর্ধিত মহার্ঘ ভাতা অগাস্ট মাসে ঘোষণা করা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই বছরের প্রথমার্ধের জন্য মহার্ঘ ভাতার ৪% বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সরকার মুদ্রাস্ফীতির হারের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াচ্ছে। যদি মুদ্রাস্ফীতি বেশি হয়, তাহলে মহার্ঘ ভাতাও বেশি হবে।

কতটা বাড়বে বেতন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের দ্বিতীয়ার্ধে ডিএ বেড়ে ৪৬% হলে সেই অনুযায়ী বেতনও বাড়বে। কোনো কেন্দ্রীয় কর্মচারীর বর্তমান মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তাহলে ৪২% হারে তিনি ডিএ পান ৭,৫৬৯ টাকাডিএ বৃদ্ধি পেয়ে যদি ৪৬% হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মীর মহার্ঘ ভাতা হবে ৮,২৮০ টাকা

7th Pay Commission Gifts for government employees! This time the salary will increase 8000 rupees

প্রত্যেক মাসে এইভাবেই ৭২০ টাকা অর্থাৎ বার্ষিক ৮,৬৪০ টাকা বৃদ্ধি পাবে। তবে সরকার এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Summer Vacation: গরমের ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল শিক্ষা দপ্তর! কবে থেকে ছুটি? জেনে নিন এখনই

👉 WB Bandhan Bank Recruitment

👉 Primary TET Certificate: প্রাইমারী টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই

👉 WB Primary TET: প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের! জানুন বিস্তারিত

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

Leave a Comment