১/৭: কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সপ্তম বেতন কমিশনের বিস্তারিত তথ্য প্রকাশ করে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। সংসদে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে, ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার জন্য সরকারি কর্মচারীদের নুন্যতম বেতন বেড়েছে ১৪.৩%। এছাড়াও সপ্তম বেতন কমিশনের অধীনে সমস্ত সুবিধাগুলিও তিনি তুলে ধরেন।
২/৭: পঞ্চম বেতন কমিশনের পরিবর্তে ষষ্ঠ বেতন কমিশন আনা হয় তখন সরকারি কর্মচারীদের নুন্যতম ৫৪% বেতন বৃদ্ধি পেয়েছিল। পঞ্চম বেতন কমিশন কার্যকর করার সময় নুন্যতম বেতন বেড়ে হয়েছিল ৩১%। অপরদিকে, ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার ফলে ১৪.৩% বেতন বৃদ্ধি পায়।
৩/৭: কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জমা দেওয়া লিখিত উত্তরে বলেছেন যে, কেন্দ্রীয় কর্মীরা এই সপ্তম বেতন কমিশনের আওতায় কর ছাড়ের সুবিধা পেয়েছেন। ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর এই ছাড়ের পরিমাণ ২ লক্ষ বাড়িয়ে আড়াই লক্ষ টাকা হয়েছে। ৮০সি ধারায় কর ছাড়ের সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হয়েছিল দেড় লক্ষ। তবে ২০১৭ সালে ২.৫ থেকে ৫ লক্ষ ইনকাম করা কর্মীদের আয়করের পরিমাণ ১০ থেকে কমিয়ে করা হয় ৫%।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৮০ টাকারও কমে আনলিমিটেড কল ও ডেটা, চলবে ১১ মাস! Jio, Airtel ফেল এই প্ল্যানের সামনে
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৭: একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, আজ অর্থাৎ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা কিংবা ডিএ বৃদ্ধি নিয়ে একটি বৈঠকে বসবেন। পূর্বেই জানানো হয়েছিল যে, হোলির পরেই বাড়বে ডিএ। রিপোর্টে দাবি করা হয়েছে যে, আজই করা হতে পারে সেই ঘোষণা। আশা করা হচ্ছে যে, এবারে ভাতার পরিমাণ ৩৮% থেকে বেড়ে করা হবে ৪২%। এই ডিএ কার্যকর হবে জানুয়ারি মাস থেকেই।
৫/৭: রিপোর্ট অনুযায়ী, ২০২৩ সালে ৩১ জানুয়ারিতে প্রকাশিত কনজিউমার প্রাইজ ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অনুযায়ী (ডিসেম্বরের পরিসংখ্যান) বলা হয়েছে যে, এবার মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে পারে ৪.২৩%। তবে সরকার দশমিক পয়েন্টের হিসেব ধরে না। তাই ডিএ ৪% বেড়ে ৪২% হওয়ার সম্ভাবনা রয়েছে।
৬/৭: বর্তমানে প্রায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মী এবং পেনশনভোগীরা ৩৮% হারে ডিএ এবং ডিআর পেয়ে থাকেন। গত বছরে ২৮ সেপ্টেম্বর শেষবার ডিএ বৃদ্ধি হয়েছিল। তা কার্যকর হয়েছে জুলাই মাস থেকে। এবার ২০২৩ সালে ১ জানুয়ারি থেকে মার্চ মাসের বেতনসহ বকেয়া ২ মাসের বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা।
৭/৭: কেন্দ্রীয় কর্মীদের অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড়ের ওপর ভিত্তি করে ডিএ-এর হিসেব ধরা হয়। ফর্মুলাটা হলো- {গত ১২ মাসের (অল-ইন্ডিয়া কনজিউমার প্রাইজ ইনডেক্সের গড় (ভিত্তি বছর – ২০০১ =১০০) -১১৫.৭৬)/১১৫.৭৬} X ১০০। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই হিসেবে করা হয় গত তিন মাসের এআইসিপিআই গড়ের ভিত্তিতে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 দিন রাত নেট চালান ও আনলিমিটেড কল করুন, Jio-র সেরা এই ডেটা প্ল্যানগুলি এখনই জেনে নিন
👉 DA Hike News: আজই বাড়ছে ডিএ! কত টাকা বেশি বেতন পাবেন? জেনে নিন
👉 ৩১ মার্চের মধ্যে Post Office-এ এই কাজটি করতে হবে! নয়তো সমস্যায় পড়ে যাবেন