7th Pay Commission: এবার সরকার দেবে হাজার হাজার টাকা! এই মাসে সরকারি কর্মীরা ব্যাপক লাভবান হবেন

(১/৭) ডিএ (DA) নিয়ে আবারও নতুন একটি খবর শোনা গেছে। সংবাদ সূত্রে খবর কেন্দ্রীয় সরকার আবারও কর্মীদের মহার্ঘ ভাতা (DA) বাড়াতে চলেছে। এবং এই নতুন নিয়ম আগামী ১ জুলাই থেকে কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে।

(২/৭) নতুন এই নিয়ম কার্যকরী করা হলে অনেক বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা। একসঙ্গে অনেক গুনে বৃদ্ধি পাবে তাদের মাসিক বেতন। এর সঙ্গে সঙ্গে অতিরিক্ত আরো অনেক সুবিধাও তারা পাবে।

(৩/৭) প্রকৃতপক্ষে সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধি করলে সঙ্গে অন্যান্য ভাতাও বৃদ্ধি করে দেন। মহামান্য সরকার যে কর্মীদের সুবিধার কথা ভেবেই এটা করেন তা বলাই বাহুল্য।  এক্ষেত্রে যদিও সরকার থেকে এখনও তেমন ঘোষণা করা হয়নি তবে আশা করা যায় জুলাই মাসে এই নিয়ম কার্যকরী করা হবে। সরকারি কর্মচারীদের সঙ্গে সঙ্গে পেনশন ভোগীরাও একাধিক সুবিধা পাবে।

🔥 আরও পড়ুন:

👉 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

👉 PAN Card: প্যান কার্ড নিয়ে এই বড় নির্দেশ দিলো সরকার! এখনই সাবধান হন, নইলে জরিমানা গুনতে হবে।

👉 ৬০,০০০ টাকা মাসে আয় করুন SBI-এর সাহায্যে! এখনই করতে হবে এই কাজ

(৪/৭) সরকার সূত্রে পয়লা জুলাই থেকে আশানুরূপ যে সমস্ত ভাতাগুলি বৃদ্ধি করা হবে সেগুলি হল ভ্রমণ ভাতা (Travelling Allowance) ও সিটি ভাতা (City Allowance)। এছাড়াও মহার্ঘ ভাতা বৃদ্ধির কারণে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিও বাড়বে। এই নিয়ম প্রযোজ্য হলে কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ থেকে ৪৬ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। সকলের মতে ডিএ বৃদ্ধি হলে ভ্রমণ ভাতাও (টিএ) বৃদ্ধি হতে পারে।

7th Pay Commission This time the government will give thousands of rupee DA Update

(৫/৭) এর পাশাপাশি কেন্দ্রীয় কর্মচারীরা অবসরকালীন সুবিধাও আরো অনেক বেশি পাবে বলে আশা করা হচ্ছে। কারণ তাদের ডিএ বৃদ্ধির সাথে সাথে  বেতন, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিও বাড়বেমূল বেতন এবং  মহার্ঘ ভাতার ভিত্তিতে পিএফ এবং গ্র্যাচুইটি গণনা করা হয়।

(৬/৭) স্বাভাবিক ভাবেই যদি সরকার ডি এ বৃদ্ধি করে তাহলে এর সঙ্গে সঙ্গে অন্যান্য ভাতাগুলিও বৃদ্ধি পাবে। তবে এতে কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে সঙ্গে লাভবান হবেন পেনশন ভোগীরাও

(৭/৭) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment