বিষয় তালিকা
Jio 87GB Free Internet Offer-
১/৮: সম্প্রতি জিও (Jio) কোম্পানি ১০ ফেব্রুয়ারি থেকেই কিছু বিশেষ প্ল্যান রিচার্জের ক্ষেত্রে নতুন কিছু অফার চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা পাবেন ফ্রী ডেটা। এবং ৭২ ঘণ্টার মধ্যেই My Jio অ্যাপে সমস্ত সুবিধা প্রদান পাওয়া যাবে। এই অতিরিক্ত ডেটার বৈধতা আগামী ৩০ দিন থাকবে।
Jio Latest Offer-
২/৮: Reliance Jio কোম্পানি এই অফার দিচ্ছে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে। সব মিলিয়ে ৮৭GB নেট পাওয়া যাবে এই অফারে। এই অফারের সুবিধা পেতে আপনাকে My Jio অ্যাপে অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এছাড়াও Ixigo থেকে ৪,৫০০ টাকা অথবা তার বেশি মূল্যে ফ্লাইট বুকিং করলে পাওয়া যাচ্ছে ৭৫০ টাকা ছাড়। যদি ম্যাকডনাল্ডস থেকে ১৯৯ টাকা অথবা তার বেশি অর্ডার করা হয় ১০৫ টাকার চিকেন কবাব ম্যাকআলু টিক্কি বিনামূল্যে পাওয়া যাবে।
৩/৮: কিন্তু সবরকম রিচার্জে এই সুবিধা মিলবে না। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে জিও কোম্পানির কিছু বিশেষ রিচার্জে এই অফার পাওয়া যাবে। তাহলে চলুন এই রিচার্জের বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 একবার রিচার্জ করলেই গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ! জেনে নিন এখনই
Jio ২৪৯ টাকার প্রিপেড প্ল্যান-
৪/৮: এই প্ল্যানে দৈনিক ২GB নেট পাওয়া যাবে। এর বৈধতা ২৩ দিন। কেবল আনলিমিটেড কলিংই নয় বরং দৈনিক ১০০ টি এসএমএস পাওয়া যাবে এই অফারে।
Jio ৩৪৯ টাকার প্রিপেড প্ল্যান-
৫/৮: এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২.৫GB ডেটা পাবেন। এর ভ্যালিডিটি ১ মাস অর্থাৎ ৩০ দিন। গ্রাহকেরা অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানটিতেও আনলিমিটেড কলিং, মেসেজিং এবং সমস্ত Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
Jio ৮৯৯ টাকার প্রিপেড প্ল্যান-
৬/৮: জিও কোম্পানির আরও একটি প্ল্যান হলো ৮৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা দৈনিক ২.৫GB ডেটা পাবেন। এইবলানের বৈধতা হলো ৩ মাস অর্থাৎ ৯০ দিন। গ্রাহকরা অন্যান্য প্ল্যানের মতোই এই প্ল্যানটিতেও আনলিমিটেড কলিং, মেসেজিং এবং প্রতিটি Jio Apps সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
Jio ২,৯৯৯ টাকার প্রিপেড প্ল্যান-
৭/৮: এই রিচার্জ করলে গ্রাহকরা দৈনিক ২.৫GB ডেটা পাবেন। এই প্ল্যানের বৈধতা হলো ৩৮৮ দিন অর্থাৎ ১ বছরের বেশি। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে ব্যবহারকারীরা অতিরিক্ত ৮৭GB ডেটা পাবেন। এছাড়া আনলিমিটেড কলিং, ম্যাসেজ এবং ফ্রীতে জিও অ্যাপগুলি ব্যবহার করতে পারবেন।
মনে রাখবেন-
৮/৮: ২,৯৯৯ টাকার প্ল্যান রিচার্জ করলে তবেই অতিরিক্ত ৮৭GB ডেটা পাওয়া যাবে। গত ১০ ফেব্রুয়ারি থেকেই এই অফার চালু হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যেই MyJio অ্যাপে সমস্ত সুবিধা প্রদান পাওয়া যাবে। তবে এই অতিরিক্ত সুবিধা হলো ৩০ দিনের জন্যে। অর্থাৎ আগামী ১২ মার্চ পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার কার্ড আছে আপনার? বাড়িতে বসেই এই ভাবে কার্ডের সব সমস্যার সমাধান করুন!
👉 SSC Scam: দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির!
👉 PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!