বিপুল সংখ্যক শিক্ষকের পদ ফাঁকা রাজ্যের স্কুলগুলোতে! জেনেনিন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ

১/৬: রাজ্যে প্রধান শিক্ষকের (Head Master) দীর্ঘদিন ধরে কোনো নিয়োগ হয়নি। ফলে শূন্যপদও ক্রমশ বাড়ছে। ফলে বিদ্যালয়গুলি পড়ছে সমস্যায়। রাজ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তর মিলিয়ে প্রায় ১৫ হাজার স্কুল রয়েছে স্কুল শিক্ষা দপ্তরের অধীনে। এই বিদ্যালয়গুলিতে বড়ো অংশের প্রধান শিক্ষকের পদ খালি পড়ে রয়েছে।

২/৬: গত বছরের মাঝামাঝি সময়ে কলকাতা হাইকোর্টে যে তথ্য জমা দেওয়া হয়েছিল তা অনুযায়ী, ২৩২৫টি স্কুলের প্রধান শিক্ষকপদ খালি রয়েছে। তবে সেই শূন্যপদের সংখ্যা এখন অনেকটাই বেড়েছে।

বাংলা মাধ্যমে শূন্যপদের সংখ্যা-

প্রধান শিক্ষক-

৩/৬:  সাধারণ শ্রেণীর- ৯০২টি

এসটি শ্রেণী- ১০৪টি

এসসি শ্রেণী- ৩৬৫টি

ওবিসি-এ শ্রেণী- ১৭৩টি

ওবিসি-বি শ্রেণী- ১২২টি

সাধারণ (পিএইচ-ভিএইচ) শ্রেণী- ১৮টি

সাধারণ (পিএইচ-এইচআই) শ্রেণী- ১৭টি

সাধারণ (পিএইচ-ওএইচ) শ্রেণী- ১৭টি

এসসি (পিএইচ-এলডি) শ্রেণী- ১৮টি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 CRPF Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bandhan Bank Recruitment 2023

প্রধান শিক্ষিকা-

সাধারণ শ্রেণী- ২৪১টি

এসটি শ্রেণী- ২৮টি

এসসি শ্রেণী- ৯৮টি

ওবিসি-এ শ্রেণী- ৪৭টি

ওবিসি-বি শ্রেণী- ৩৩টি

সাধারণ (পিএইচ-ভিএইচ) শ্রেণী- ৫টি

সাধারণ (পিএইচ-এইচআই) শ্রেণী- ৫টি

সাধারণ (পিএইচ-ওএইচ) শ্রেণী- ৪টি

এসসি (পিএইচ-এলডি) শ্রেণী- ৫টি

৪/৬: রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পােষিত স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের জন্য রাজ্য এবার তৎপর হয়েছে। দীর্ঘদিন যাবত নিয়োগ না হওয়ার জন্য শূন্যপদের সংখ্যা অনেকটা বেড়েছে। ফলে বিদ্যালয়গুলি পড়ছে সমস্যায়। নিয়োগ করা হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে। কিন্তু নিয়ােগের বিধিতে এবার পরিবর্তন হচ্ছে।

A large number of teacher positions are vacant in west bengal schools know the Vacancies according to category

৫/৬: এই প্রথমবার এই পদে নিয়োগ হবে সংরক্ষণ ভিত্তিক শূন্যপদের নিরিখে। বিধিতে এতদিন প্রধান শিক্ষক পদে কিছু ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে নিয়ােগের কথা বলা ছিল। এবার সেই বিধিও পরিবর্তন করা হচ্ছে। এবার প্রথম কেন্দ্রীয় ভাবে রোস্টার অনুযায়ী সংরক্ষণ মেনে নিয়োগ করা হবে প্রধান শিক্ষক

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন

👉 Upcoming Mobiles 2023: এই দুর্দান্ত মোবাইলগুলি এই বছরই লঞ্চ হবে! জেনে নিন ফোনগুলির নাম,দাম ও বৈশিষ্ট্য

👉 প্রতি মাসে ৩০০০ টাকা করে প্রত্যেক জনগণ পেতে চলেছেন কেন্দ্র সরকারের এই নয়া প্রকল্পে! কি ভাবে পাবেন? জানুন

👉 Karmai Dharma Scheme: নতুন বছরে রাজ্যের ২ লাখ যুবক-যুবতীদের বিনামূল্যে বাইক দিচ্ছে সরকার! জানুন কী ভাবে পাবেন?

👉 আদালতের নির্দেশে চাকরি বাতিল শিক্ষকদের! জানুয়ারি মাসেই কয়েকশো প্রার্থী চাকরি পেতে চলেছেন!

Leave a Comment