১/১২: শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এলো নতুন মোড়। খোঁজ পাওয়া গেল ED-এর হাতে গ্রেপ্তার হওয়া যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ‘অতি প্রভাবশালী’ এক ‘কাকু’র।
২/১২: প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় হলেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রধান অভিযুক্ত। ED অথবা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের সাথে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ ছিল তা স্পষ্ট।
৩/১২: বর্তমানে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষের মাথায় আর কোন কোন প্রভাবশালী হাত রয়েছে ED তারই খোঁজ চালাচ্ছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৯৫২ OMR শিট বিকৃতি মামলায় CBI-কে ভর্ৎসনার পাশাপাশি SSC-কে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ফেব্রুয়ারী মাসে কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কি পরিমান রেশন দেবে? তালিকা দেখে নিন এখনই!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 LIC Scheme: দিনে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার স্কিম আনল LIC ! জানুন বিস্তারিত
৪/১২: বিশেষত ‘অতি প্রভাবশালী’ ব্যক্তির খোঁজ চলছে, নিজের যোগাযোগের গুরুত্ব এবং গভীরতা বোঝানোর জন্য কুন্তল যাঁকে কর্মপ্রার্থীসহ বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে ‘কাকু’ হিসেবে অভিহিত করে।
৫/১২: এই তৃণমূল যুবনেতার মাথায় পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও ‘হাইলি ইনফ্লুয়েন্সিয়াল’ ব্যক্তির হাত ছিল। যার সাহায্যে এই বিপুল পরিমাণ দুর্নীতি বিনা বাধায় কুন্তল চালিয়ে যেতেন বলেই অভিযোগ তদন্তকারীদের।
৬/১২: আদালতে যে নথিতে পার্থর সাথে কুন্তলের যোগাযোগের কথা ED উল্লেখ করেছে, তার ১৯ নম্বর অনুচ্ছেদের ৫ ও ৬-এর পাতায় ED দাবি করেছে যে, এই যুবনেতা নিজের জন্য কমিশন বাবদ অর্থ রেখে নিয়োগ দুর্নীতির সম্পূর্ণ টাকাটাই পৌঁছে দিতেন ‘অতি প্রভাবশালী’ ওই ব্যক্তির কাছে।
৭/১২: ইডির দাবি অনুযায়ী, অযোগ্য চারটি প্রার্থীদের চাকরির প্রতিশ্রুতি দেওয়ার সময় কুন্তল বলতেন যে, ‘কালীঘাট ও কাকুর সঙ্গে কথা হয়ে গিয়েছে। চিন্তার কোনও কারণ নেই।’
৮/১২: এই নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল এবং তাপসকে জেরা করে জানা যায় যে, রাজ্যের এক প্রভাবশালী শীর্ষ নেতার সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হলো কুন্তলের ‘কাকু’, এমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
৯/১২: হুগলির যুব নেতা কুন্তল গ্রেপ্তার হওয়ার পর থেকেই জানিয়ে আসছেন যে, তিনি নিজের জন্য ১০% কমিশন রেখে নিয়োগ দুর্নীতির টাকার সম্পূর্ণ অংশটাই পৌঁছে দিয়েছেন সেই প্রভাবশালী ব্যক্তির কাছে।
১০/১২: বাজেয়াপ্ত করা কুন্তলের ধূসর ডায়েরিতে নেতা মন্ত্রিসহ বিভিন্ন প্রভাবশালী নাম পাওয়া গেছে বলেই দাবি তদন্তকারীদের।
১১/১২: অফিসারদের ব্যাখ্যানুযায়ী, সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তাই কোনোভাবেই পার্থকে ‘নজরানা’ না দিয়ে বেআইনি নিয়োগ সম্ভব হতো না। এছাড়াও ঐ প্রভাবশালী ব্যক্তিকে কোটি কোটি টাকা দিয়ে কুন্তল নিজের রাজনৈতিক জীবনের উন্নতির পথ তৈরি করছিলেন।
১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 একবার রিচার্জ করলেই গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ! জেনে নিন এখনই
👉 প্রতিমাসে ১ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার এদের! জানুন কীভাবে পাবেন
👉 WhatsApp দিয়ে কল করেন? এই খবর আপনাকে খুশি করবেই!
👉 WB Bandhan Bank Recruitment 2023
👉 এই নোটটি কাছে থাকলে হয়ে যাবেন কোটিপতি! ৫০ টাকায় কি ভাবে কোটিপতি হবেন? জানুন