(১/৯) ফের রাজ্যের তরফ থেকে আধার ও রেশন কার্ডের লিংক (Aadhaar Ration Card Link) করতে নির্দেশিকা জারি করা হলো। রাজ্য সরকারের মতে যারা এটি করবে না তাদের সরকারি বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হবে। তাই আপনারও আধার-রেশন কার্ড যদি যুক্ত (Ration Aadhaar Link) না করা থাকে তাহলে আজই এ কাজটি করে ফেলুন না হলে আপনিও বিভিন্ন সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হতে পারেন এছাড়াও ক্ষতি হতে পারে আরো অনেক কিছু চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(২/৯) রাজ্যের সকল নাগরিককে আধার ও রেশন কার্ড সংযোগ করতে হবে। না হলে অনেক বড় ক্ষতি হতে পারে এমনই একটি বিজ্ঞপ্তি জারি করল এদিন বিহারের ভাগলপুর জেলায়। এই নির্দেশিকা আরো জানানো হয় নির্ধারিত সময়ের মধ্যে যারা লিঙ্ক করতে পারবে না তাদের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
(৩/৯) রিপোর্ট সূত্রে খবর এই নিয়ে ভাগলপুরে লাগাতার বৈঠক করেছেন জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) সুব্রত কুমার সেন। এবং এই বৈঠক থেকে তিনি সিদ্ধান্ত নেন, আগামী ৩০ জুন, ২০২৩ তারিখের মধ্যে সমস্ত রেশন কার্ডধারীকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে হবে।আর এটি না করলে বিনামূল্যে রেশন দেওয়া হবে না।
🔥 আরও পড়ুন:
এই ভাবে চার্জ দিলে আপনার ফোনের ব্যাটারি বছরের পর বছর ভাল থাকবে, সঠিক পদ্ধতি জেনে নিন
🔥 আরও পড়ুন:
চেক লেখার সময় এই কাজটি করলে ফকির হতে পারেন!
🔥 আরও পড়ুন:
👉 UPI পেমেন্টের সময় ভুল অ্যাকাউন্টে টাকা চলে গেছে? এই কাজ করলে পুরো রিফান্ড পাবেন
(৪/৯) এই নিয়ে নবগাছিয়ার এমও রমেশ কুমার জানিয়েছেন যে, সরকারের নির্দেশ অনুযায়ী জাতীয় খাদ্য নিরাপত্তা প্রকল্পের সঙ্গে যুক্ত সকল রেশন কার্ডধারীর ক্ষেত্রেই রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।
(৫/৯) তিনি আরো জানান যে সে এলাকার প্রায় পঞ্চাশ হাজার রেশন কার্ড ধারী মানুষ নিজেদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করেছে। তবে বাকি রয়েছে এখনো অধিকাংশ জনের। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা এ কাজটি না করে তাহলে রেশনের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে
(৬/৯) এমনকি এই নিয়ে ব্লক স্তরেও একের পর এক বৈঠক হয়েছে এবং এই বৈঠকের মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্ত জানানো হয়েছে সমস্ত রেশন ডিলার কেউ। রেশন কার্ড ও আধার কার্ড লিঙ্ক এর বিষয়টিকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাকে।
Aadhaar Ration Card Link: কিভাবে করবেন আধার ও রেশন কার্ড লিঙ্ক?
(৭/৯) আঁধার ও রেশন কার্ড লিংক করার প্রসঙ্গে এমও রমেশ কুমার জানিয়েছেন যে, সমস্ত পাবলিক ডিস্ট্রিবিউশনের অফিসেই রাখা রয়েছে আধার সিডিং মেশিন। আর এই মেশিনের মাধ্যমে আগামী ৩০ জুনের মধ্যে কেওয়াইসি করাতে হবে গ্রাহকদের।
(৮/৯) যাদের এই কাজটি করতে বাকি আছে তারা দ্রুত এটি করে নেবেন।কিন্তু ওই নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা এই কেওয়াইসি করবেন না, বা করাতে ব্যর্থ হবেন, তাঁদের নাম আগামী ১ জুলাই, ২০২৩ তারিখে তালিকা থেকে মুছে ফেলা হবে।
(৯/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার