Madhyamik Exam 2023: আদালতের নির্দেশের পর এবারের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সংকট! ২৩ তারিখে পরীক্ষা কিভাবে হবে?

১/১২: ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার শুরু (Madhyamik Exam 2023) হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। আর এই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha 2023) শুরুর মুখেই ১৯১১ জনের চাকরি বাতিল হলো। এই পরিস্থিতিতে পর্ষদ কিভাবে এই বিপুলসংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষার সামাল দেবে, রাজ্যে শিক্ষা মন্ত্রী এবং পর্ষদ সভাপতি এই বিষয়ে কি জানালেন এবং কি সার্কুলার জারি হচ্ছে তা এখনই জেনে নিন।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন বিভ্রান্তি-

২/১২: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি গেলো ১৯১১ জন শিক্ষা কর্মীর। এই ১৯১১ জন গ্রুপ ডি কর্মী আর স্কুলে প্রবেশ করতে পারবেন না। আদালতের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়েছে।

৩/১২: আর কিছুদিন পরেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination 2023)। গ্রুপ ডি কর্মীদের (Group-D Staff) স্কুল পরিচালনা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার প্রশ্ন উঠছে যে, মাধ্যমিক পরীক্ষার মুখে এত পরিমাণ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হলে WBBSE অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ Madhyamik Examination পরিচালনা করবে কিভাবে?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 West Bengal Holiday: চলতি মাসেই স্পেশাল ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারী কর্মী ও শিক্ষকেরা! তালিকা দেখে নিন এখনই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Group D: গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ SSC-র!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Madhyamik Routine 2023 – মাধ্যমিক জীবন বিজ্ঞান পরীক্ষা নিয়ে বিভ্রান্তি, রুটিন বদলের সম্ভাবনা।

৪/১২: Madhyamik পরীক্ষা যাতে নির্বিঘ্নের সম্পন্ন হয় সেই জন্য ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে এই মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত পদ্ধতি প্রয়োগ করা হতো, সেখানে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় নতুন উন্নত প্রযুক্তিকে ব্যবহার করে পর্ষদ নিরাপত্তা ব্যবস্থার সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে।

৫/১২: শুধু তাই নয়, বোর্ড থেকে সমস্ত পরীক্ষা কিন্তু নজরদারি করার জন্য App-এর ব্যবস্থা করা হয়েছে। টোকাটুকি রুখতে CCTV ক্যামেরা এবং ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কিন্তু তবুও নতুন করে সৃষ্টি হয়েছে বিড়ম্বনার।

৬/১২: বিদ্যালয়গুলিতে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। গ্রুপ ডি কর্মীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। এবার প্রশ্ন উঠছে যে, সেইক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে মধ্যশিক্ষা পর্ষদ কি ব্যবস্থা নেবে?

৭/১২: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এই বিষয়ে প্রশ্ন করা হলে, তার প্রত্যুত্তরে তিনি বলেন যে, “যারা মাধ্যমিক পরীক্ষা নেবে, সেই মাধ্যমিক বোর্ড এই পরিস্থিতিতে বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে।”

৮/১২: বোর্ড সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিক পরীক্ষার পরিস্থিতি নিয়ে বলেন যে, আদালতের নির্দেশে যে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের তালিকা আপলোড করা হয়েছে, তার মধ্যে জুনিয়র হাই স্কুলের ছিলেন ৪৫৮ জনমাধ্যমিক স্কুল রয়েছে মোট ৯৯৭১ টি। এরমধ্যে এই তালিকায় পড়ছেন ২৮৬৪ টি স্কুলের গ্রুপ ডি কর্মীরা। শিক্ষা দপ্তরের সাথে এই সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে বৈঠক চলছে। যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয় সেদিকেও নজর রাখা হবে।

৯/১২: অপরদিকে, মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা রয়েছে আগামী ২৮ তারিখ। তবে তারা আগের দিন বিভিন্ন ক্ষেত্রে উপনির্বাচন রয়েছে। এবার প্রশ্ন উঠছে যে, উপনির্বাচনের পরের দিন পরীক্ষা নেওয়া আদেও সম্ভব হবে কিনা এবং কিভাবে শিক্ষকরা ডিউটি দেবেন?

১০/১২: মাধ্যমিক পরীক্ষার Admit Card বিতরণ করা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে। এবারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা হলো ৬ লক্ষ ৯৮ হাজার ৯২৮। গত বছর ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৯৮ হাজার ৭৭৫। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কম।

After the Calcutta high court's order, this year's Madhyamik Exam 2023 in crisis! How will the Madhyamik Pariksha 2023 be on the 23rd February

১১/১২: আদালতের নির্দেশ অনুযায়ী, এত গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হওয়ার পর মাধ্যমিক বোর্ড মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কি কি পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার।

১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!

👉 Awas Yojana New List: প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট! এই ভাবে নিজের নাম এখনই চেক করে নিন!

👉 School Teachers: শিক্ষক বদলির নয়া বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর! হাই কোর্টের মন্তব্যের পরই সামনে এল নোটিস

👉 Aadhaar PAN Linking: আগেই Aadhaar PAN লিঙ্ক করেছিলেন? আদৌ তা হয়েছে কি না; অনলাইনে এই ভাবে দেখে নিন

👉 Big News: উত্তর না দিলেও Primary TET-এর এই ৪ প্রশ্নের পুরো নম্বর পাবেন! জেনে নিন বিস্তারিত

Leave a Comment