Agneepath Scheme | Agneepath Scheme in Bengali | Agnipath Scheme | What is Agneepath Scheme | Agnipath Scheme in Bengali | Agneepath Scheme Recruitment 2022 | Agneepath Army Scheme | অগ্নিপথ প্রকল্প
সম্প্রতি ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স ‘অগ্নিপথ’ (Agneepath Scheme) নামে একটি নতুন প্রকল্প শুরু করেছে। চলতি বছরেই ৪৬ হাজার শূন্যপদে দেশের ডিফেন্স বিভাগে যুবকদের দেওয়া হবে চাকরি। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Agneepath Scheme in Bengali (What is Agneepath Scheme): অগ্নিপথ প্রকল্প ২০২২
- 2 Agneepath Scheme 2022 Details (Agnipath Scheme): অগ্নিপথ স্কিম ২০২২
- 3 Agnipath Scheme Eligibility Criteria 2022 (আবেদনের যোগ্যতা)
- 4 Agneepath Scheme: Salary (বেতন)
- 5 How to Apply for Agneepath Scheme: আবেদন প্রক্রিয়া
- 6 Agneepath Scheme Age Limit (বয়সসীমা)
- 7 গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
- 8 FAQ: Agneepath Scheme (Agnipath Scheme)
Agneepath Scheme in Bengali (What is Agneepath Scheme): অগ্নিপথ প্রকল্প ২০২২
অগ্নিপথ স্কিম-এর মাধ্যমে আমাদের দেশ ভারতে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সে নিয়োগ করা হবে। প্রত্যেক বছরই এই তিন বিভাগে উক্ত স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
গত ১৪ জুন, মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অগ্নিপথ (Agnipath) নামের এই প্রকল্প বা স্কিমের ঘোষণা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিচালনাধীন ডিফেন্স ক্যাবিনেট কমিটি এই অগ্নিপথ (Agnipath Scheme) স্কিমের ছাড়পত্র দিয়েছে। এই অগ্নিপথ প্রকল্পের (Agneepath Scheme)-এর অধীনে যারা চাকরি করবেন তাদের বলা হবে অগ্নিবীর (Agniveer)।
Agneepath Scheme 2022 Details (Agnipath Scheme): অগ্নিপথ স্কিম ২০২২
স্কিমের নাম | অগ্নিপথ (Agnipath) |
শুরু করেছে | ভারত সরকার |
নিয়োগ সংস্থা | ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক |
পোষ্টের নাম | আমর্ড ফোর্স |
আবেদনের মাধ্যম | অনলাইন |
2022 এর শুন্যপদ | 46,000 |
অফিসিয়াল ওয়েবসাইট | https://mod.gov.in |
Agnipath Scheme Eligibility Criteria 2022 (আবেদনের যোগ্যতা)
- আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস।
- এছাড়া আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
Agneepath Scheme: Salary (বেতন)
অগ্নিপথ প্রকল্প-এর বেতন কাঠামো নিম্নে তুলে হলো-
বছর | মাসিক প্যাকেজ | হাতে থাকবে (70%) | কন্ট্রিবিউশন (30%) |
প্রথম বছর | ৩০,০০০ | ২০,০০০ | ৯০০০ |
দ্বিতীয় বছর | ৩০,০০০ | ২৩,১০০ | ৯৯০০ |
তৃতীয় বছর | ৩৬,০০০ | ২৫,৫৮০ | ১০,৯৫০ |
চতুর্থ বছর | ৪০,০০০ | ২৮,০০০ | ১২,০০০ |
চার বছর চাকরির শেষে সেবা নিধি প্যাকেজ (Seva Nidhi Package) হিসেবে ১১ লক্ষ ৭১ হাজার টাকা দেওয়া হবে।
How to Apply for Agneepath Scheme: আবেদন প্রক্রিয়া
মিনিস্ট্রি অফ ডিফেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে এই চাকরির নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর শুরু হবে আর্মি, নেভি এবং এয়ার ফোর্সে নিয়োগের প্রক্রিয়া।
Agneepath Scheme Age Limit (বয়সসীমা)
অগ্নিপথ প্রকল্প-এর অধীনের বিভিন্ন বিভাগের চাকরির জন্য আবেদনকারীর বয়স ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে হতে হবে।
এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধুদের শেয়ার করে অবশ্যই তাদের পাশে থাকবেন, কেননা কথায় আছে ‘Shear is Care’। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important Link)
আরও পড়ুন 👇
🔥 Indian Railway Recruitment 2022
🔥 West Bengal Health Worker Recruitment 2022
🔥 Pradhan Mantri Awas Yojana | আবেদন করলে ১ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে
🔥 HDFC Bank Recruitment 2022 | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২২
🔥 North East Frontier Railway Recruitment 2022 | ভারতীয় রেল নিয়োগ ২০২২
🔥 West Bengal Teacher Recruitment 2022
🔥 Gramin Bank Recruitment 2022 | গ্রামীণ ব্যাংকে নিয়োগ ২০২২
🔥 Indian Overseas Bank Recruitment 2022 | ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক নিয়োগ ২০২২
FAQ: Agneepath Scheme (Agnipath Scheme)
Q: Agnipath Scheme-এ আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৭ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে।
Q: Agnipath Scheme 2022-এর মাধ্যমে কত জন নিয়োগ হবে?
Ans: ৪৬,০০০টি শূন্য পদ।
Agnipath Scheme-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস।