১/৮: ভারতে Mukesh Ambani-এর জিও (Jio) আসার পর থেকে ইন্টারনেট বিপ্লব শুরু হয়েছে। এর আগে ইন্টারনেট খরচ অনেক বেশি ছিল। তাই সাধারন মানুষের কাছে রিচার্জ মূল্য ছিল ধরাছোঁয়ার বাইরে। কিন্তু তারপর থেকেই খরচ কমে ইন্টারনেটে।
২/৮: বর্তমানে দেশের বেশিরভাগ মানুষই স্মার্টফোন ব্যবহার করেন। সমগ্র বিশ্বে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।
৩/৮: বর্তমানে প্রচুর সংখ্যক মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। কিন্তু সমস্ত টেলিকম সংস্থাই তাদের রিচার্জ মূল্য ক্রমশ বাড়াচ্ছে। ইন্টারনেট ব্যবহার বর্তমানে বেশ দামী হয়ে উঠেছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 জানুয়ারিতে রাজ্যে আবার অতিরিক্ত ছুটি ঘোষণা! কাদের জন্য এই নির্দেশ? কাদের অফিসে যেতে হবে? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাত্র ২০০ টাকায় সারাবছর আনলিমিটেড কল ও অজস্র ডেটা! Jio-কে কুপোকাত করার এই প্ল্যান আনলো Airtel !
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৮: প্রত্যেক মাসের ইন্টারনেট খরচ অনেকটা বেড়ে যাওয়ায় সবার পক্ষে রিচার্জ করা মুশকিল হয়ে পড়েছে। এই আবহেই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দারুন খবর!
৫/৮: বাজারদরের ন্যায় রিচার্জ প্ল্যানগুলোর দামও এখন আকাশছোঁয়া। এর মধ্যেই নতুন প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল (Bharti Airtel)। এই কোম্পানি বিনামুল্যে এমন কিছু অফার করছে যা জানলে আপনি অবাক হবেন। আপনাদের জানিয়ে রাখি যে, Airtel বাজারে বিনামুল্যে ৩ মাসের বৈধতার প্ল্যান এনেছে।
৬/৮: Airtel-এর নতুন এই প্ল্যানে আপনি ৩ মাস ধরে দৈনিক ২GB ডেটা পাবেন। তাই আপনি যদি Airtel কোম্পানির গ্রাহক হয়ে থাকেন তাহলে এই নতুন প্ল্যানের সুবিধা পেতে পারেন। তাহলে চলুন এই বিনামূল্যের প্ল্যানটি আপনি কিভাবে উপভোগ করবেন তা জেনে নেওয়া যাক।
৭/৮: তবে এই প্ল্যান রিচার্জের জন্য আপনাকে Airtel Thanks App-টি ইন্সটল করতে হবে। এরপর সেখান থেকেই আপনি রিচার্জ করতে পারেন। Airtel Thanks App-এর মধ্যে আপনাকে ‘Free 3 Months Plan’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনাকে আপনার নম্বরটি দিতে হবে। তাহলেই আপনার রিচার্জ প্ল্যান সক্রিয় হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাসের জন্য দৈনিক ২GB ডেটা।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 একাদশ-দ্বাদশে কমপক্ষে ৯০৭ জনের ওএমআর শিটে জালিয়াতি! সিবিআইয়ের স্ক্যানার ২১টি স্কুল
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে বড় আপডেট! বাড়ি কী পাবেন উপভোক্তারা?