Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে! কোন কোন তারিখে বন্ধ? জেনে নিন এক ক্লিকেই

১/৮: ফেব্রুয়ারি মাস ২৮ দিনে হয়। মাসের অর্ধেক দিন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। অবশিষ্ট দিনের মধ্যে ৭ দিন ব্যাংক বন্ধ থাকবে। সমগ্র দেশের কোনো ব্যাংকের শাখায় ৬ দিন কোনো পরিষেবা পাওয়া যাবে না

২/৮: RBI-এর হলিডে লিস্ট অনুযায়ী, জাতীয় এবং আঞ্চলিক ছুটি মিলিয়ে আগামী ১৩ দিনের মধ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৭ দিন। তবে একটানা ব্যাংক ছুটি থাকবে না। 

৩/৮: RBI-এর হলিডে লিস্ট অনুযায়ী, ফেব্রুয়ারির অবশিষ্ট যে দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে (Bank Holidays February) সেগুলি হলো- ১৫ ফেব্রুয়ারি, ১৮ ফেব্রুয়ারি, ১৯ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি, ২১ ফেব্রুয়ারি, ২৫ ফেব্রুয়ারি এবং ২৬ ফেব্রুয়ারি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Jio ধামাকা অফার! মাত্র ৯১ টাকার প্ল্যানে ৩ GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ২৮ দিনের বৈধতা! দেখে নিন প্ল্যানটি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Public Provident Fund: মাত্র কয়েক বছর টাকা জমিয়ে পেয়ে যান ১ কোটি টাকা রিটার্ন! কি ভাবে? জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 অবশেষে প্রতীক্ষার অবসান! কোটি কোটি কর্মীর অ্যাকাউন্টে টাকা দেবে মোদী সরকার! কারা পাবেন? জেনে নিন এখনই

৪/৮: এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি হলো মণিপুরের উৎসবরাজ্যে সেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না১৮ তারিখ হলো শিবরাত্রি। সেদিন কলকাতা এবং রাজ্যে বন্ধ থাকবে ব্যাংকছত্রপতি শিবাজির জন্মদিন ১৯ তারিখ। সেদিন সমগ্র দেশে ব্যাংক বন্ধ থাকবে।

৫/৮: অরুণাচল প্রদেশ এবং মিজোরামে ২০ তারিখ ব্যাংক বন্ধ থাকবে। সিকিমে আগামী ২১ তারিখ ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও ২৫ এবং ২৬ তারিখ যথাক্রমে মাসের চতুর্থ শনিবার এবং রবিবার থাকায় বন্ধ থাকবে ব্যাংক

৬/৮: RBI মাসের প্রথমেই জানিয়েছিল যে, ২৮ দিনের মধ্যে ব্যাংক বন্ধ থাকবে মোট ১০ দিন। এর মধ্যে সমগ্র দেশের কোনো ব্যাঙ্কের শাখায় পরিষেবা ৬ দিন পাওয়া যাবে না। তবে আপনি চাইলে অনলাইন অথবা নেট ব্যাঙ্কিংয়ে জরুরি কাজ সেরে নিতে পারেন।

All banks will be closed for 7 days in the next 14 days! Know which dates will be closed?

৭/৮: মনে করা হচ্ছে যে, চলতি মাসের মাঝখান থেকে শেষ পর্যন্ত ব্যাংক বেশ কয়েকদিন বন্ধ থাকলেও গ্রাহকদের খুব একটা অসুবিধা হবে না। তার কারণ, কেবলমাত্র নির্দিষ্ট রাজ্যগুলিতে নির্দিষ্ট দিনে ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও সেই ছুটির দিনগুলিতেও ATM এবং অনলাইন পরিষেবা চালু থাকবে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা

👉 PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!

👉 West Bengal Holiday: চলতি মাসেই স্পেশাল ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারী কর্মী ও শিক্ষকেরা! তালিকা দেখে নিন এখনই

👉 ATM-এ গিয়ে কখনোই ভুল করেও এই কাজগুলি করবেন না! তাহলে ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট!

👉 School Teachers: শিক্ষক বদলির নয়া বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর! হাই কোর্টের মন্তব্যের পরই সামনে এল নোটিস

Leave a Comment