১/১৫: পূর্বের নিয়মানুযায়ী, যদি কোনো বছরের ১ জানুয়ারির মধ্যে বয়স ১৮ বছর হয় তাহলে আবেদন করা যেত ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর ১ জানুয়ারির পর যাঁদের জন্য তাঁরা সারা বছর আর নাম তুলতে পারতেন না।
২/১৫: এখন আর ১৮ বছর নয়, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য আবেদন করা যাবে ১৭ বছর বয়স হলেই। নির্বাচন কমিশন ১৩তম জাতীয় ভোটার দিবসে এমনটাই ঘোষণা করলো।
৩/১৫: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব গত বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে জানান যে, নতুন ভোটারদের জন্য শুরু করা হয়েছে প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম। রেজিস্ট্রেশন করা যাবে ১৭ বছর বয়স হলেই।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pension Scheme: মাসে ৮ হাজার টাকা করে পাবেন কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলে
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১৫: এর মানে হলো, কমিশন এবার ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করলো। ফলত ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন।
৫/১৫: ভোটার কার্ড পোস্ট অফিসের মাধ্যমে নতুন ভোটারদের বাড়িতে পৌঁছে যাবে। তাঁর বক্তব্য অনুযায়ী, “নতুন ভোটারদের উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।”
৬/১৫: পূর্বের নিয়মানুযায়ী, যদি কোনো বছরের ১ জানুয়ারির মধ্যে বয়স ১৮ বছর হয় তাহলে আবেদন করা যেত ভোটার তালিকায় নাম তোলার জন্য। আর ১ জানুয়ারির পর যাঁদের জন্য তাঁরা সারা বছর আর নাম তুলতে পারতেন না। তাঁদেরকে পরের বছরের জন্য অপেক্ষা করতে হয়। তাই এই সমস্যা সমাধানের জন্য এবার কমিশন এই বছর অর্থাৎ ২০২৩ সাল থেকেই বছরে ৪ বার ভোটার তালিকায় নামে সংযোজন এবং সংশোধনের প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
৭/১৫: মনে করা হচ্ছে যে, এবার ১৭ বছর বয়স থেকেই ভোটার তালিকায় নাম তোলা শুরু হলে এই সমস্যা দূর হবে। ভার্চুয়াল মাধ্যমে দেশের নির্বাচন কমিশনার রাজীব কুমার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, নতুন ব্যবস্থায় এখনও পর্যন্ত সমগ্র দেশে আবেদন জমা পড়েছে ১৭ লক্ষ যুবকের।
৮/১৫: কমিশনার আরও জানিয়েছেন যে, নতুন ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে মোট ভোটারের সংখ্যা হলো ৯৪ কোটি ৫০ লক্ষ। এর মধ্যে ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা হলো ১ কোটি ৪৩ লক্ষ।
৯/১৫: সমগ্র দেশে ৮০ বছরের বেশি বয়সের ভোটার রয়েছেন প্রায় ২ কোটিরও বেশি। এর মধ্যে শতবর্ষ পার হয়েছে প্রায় ৩ লক্ষ ভোটারের।
১০/১৫: প্রত্যেক বছরের ন্যায় এবারও কমিশন ভোটার দিবসে ২৩ জেলার সেরা নির্বাচনী আধিকারিকদের পুরস্কার দিয়েছে।
১১/১৫: দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তকে পুরস্কৃত করা হয় ভোটার তালিকায় উল্লেখযোগ্য কাজের জন্য।
১২/১৫: কমিশন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণকে ত্রুটিমুক্ত ভোটার তালিকার জন্য এবং আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মীনাকে ভোটারদের ভোটদানে উৎসাহিত করার জন্য পুরস্কৃত করেছে।
১৩/১৫: নির্বাচন কমিশন বেশি করে ভোটদানের উদ্দেশ্যে সমগ্র দেশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল। কমিশন সমগ্র দেশের মধ্যে হুগলির সঙ্গীতশিল্পী দোলা রায়কে গান গেয়ে ভোটারদের উৎসাহিত করার জন্য ‘সেরা’ ঘোষণা করা হয়েছে।
১৪/১৫: রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু, বিজিত ধর গত বুধবার উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইব্রেরিতে জাতীয় ভোটার দিবস অনুষ্ঠানে।
১৫/১৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 এই ৫ কৌশল Whatsapp-এ নিরাপদ থাকার অবশ্যই জেনে নিন!
👉 BSNL আনল ৬৬ টাকার দুর্দান্ত প্ল্যান! সারা বছর মিলবে আনলিমিটেড কল, থাকছে SMS ও ডেটার সুবিধাও
👉 মমতার বিরাট ঘোষণা! পড়ুয়াদের ৮০০ টাকা ভাতা দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন!
👉 আপনার কাছে ৫০০ এবং ২০০০ টাকার নোট আছে? তাহলে জেনে নিন RBI-এর এই নতুন নির্দেশিকা
👉 এই সরকারি ব্যাঙ্কগুলি নিয়ে হলো বিরাট ঘোষণা! জানলে বিশাল খুশি হবেন গ্রাহকরা