Holiday List: এপ্রিলে প্রচুর ছুটি! সরকারি অফিস সহ স্কুল, কলেজ ছুটির লিস্ট দেখে নিন এক ক্লিকেই

(১/১০) এই এপ্রিল (April)মাসে সরকারি ভাবে ছুটি থাকছে বেশ কয়েকদিন। তাই স্বাভাবিক ভাবে বন্ধ থাকবে স্কুল কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর

(২/১০) আপনি যদি একজন স্কুল বা কলেজ পড়ুয়া অথবা কোন সরকারি দপ্তরে চাকরিজীবী হন তাহলে আপনার অবশ্যই এই ছুটি গুলি সম্পর্কে জেনে নেওয়া উচিত তাহলে চলুন জেনে নেওয়া যাক এপ্রিলের কোন কোন দিন সরকারিভাবে ছুটি রয়েছে।

(৩/১০) ৩ এপ্রিল সোমবার মহাবীর জয়ন্তী রয়েছে এই উপলক্ষে স্কুল কলেজ ও সরকারি দপ্তর বন্ধ থাকবে। এইবছর মহাবীর জয়ন্তীর ছুটি সোমবার এগিয়ে নিয়ে আসা হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LPG Price: আর্থিক বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমলো, কোন শহরে কত হল জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Income Tax: এপ্রিল মাস থেকে এই ১০ বদল! চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে অর্থবর্ষের শুরু থেকেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই বড় পরিবর্তন আসছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে! জেনে নিন এখনই

(৪/১০) আগের বছর গুলিতে মঙ্গলবার এই ছুটি থাকতো। ৩ এপ্রিল ছাড়াও এ মাসে ১৩ দিন সরকারিভাবে ছুটি রয়েছে। সরকারি কর্মীদের একাংশ ডিএ বৃদ্ধির (DA) দাবিতে ক্রমাগত আন্দোলন করে চলেছে।

(৫/১০) এমন অবস্থায় কেন্দ্রের তুলনায় রাজ্য সরকার বেশি ছুটি রেখেছেন। এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর মহাবীর জয়ন্তীর ছুটির তারিখ পরিবর্তন করেন রাজ্য সরকার।

(৬/১০) শনিবার নবান্নে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সেই ঘোষণাই দেন মুখ্যমন্ত্রী। এদিন সরকারি নির্দেশে স্কুল-কলেজসহ বিভিন্ন সরকারি দপ্তর বন্ধ থাকবে। ডিএ আন্দোলনরত একদল সরকারি কর্মচারী মনে করেন তাদের আন্দোলনকে কিছুটা দমিয়ে রাখার জন্যই সরকার এরূপ বারবার ছুটির ঘোষণা করছে।

April 2023 holiday list of school, college, office

এই মাসে কবে কবে থাকছে ছুটি?

(৭/১০) ৩ ফেব্রুয়ারি জৈন ধর্মের তীর্থঙ্কর মহাবীর জয়ন্তীর জন্মবর্ষ পালন। এই উপলক্ষে সেদিন ছুটি থাকবে। কিন্তু এর আগের বছরগুলিতে ৪ ফেব্রুয়ারি মহাবীর জয়ন্তীর জন্মবার্ষিকী পালন করা হতো।

(৮/১০) যাইহোক অতিরিক্ত ছুটির কথা ঘোষণা করে সরকার ১ তারিখ থেকে ৩ তারিখ পর্যন্ত ছুটির কথা বলেছে। বাড়তি ছুটে দেওয়ার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর এরূপ সিদ্ধান্ত বলে মনে করেছেন সবাই।

(৯/১০) জৈন সম্প্রদায় অনেক দিন আগে থেকেই ছুটির আবেদন জানিয়ে আসছিল। অবশেষে মুখ্যমন্ত্রী জৈন সম্প্রদায়ের সঙ্গে সঙ্গে সরকারি কর্মীদের খুশি করার উদ্দেশ্যে এপ্রিল মাসের ছুটি বাড়িয়ে দেন।

(১০ /১০): নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Primary TET Certificate Date: অপেক্ষার অবসান! প্রাইমারী টেট সার্টিফিকেট কবে? জেনে নিন।

👉 Bandhan Bank Vacancy 2023

👉 PAN Aadhaar Link: এই ১০ কাজ হবে না প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে! সময় থাকতে জেনে নিন

👉 চাকরি পাচ্ছেন না? এবার টাকা আসবে সরাসরি অ্যাকাউন্টে! জানুন কিভাবে পাবেন

👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC

Leave a Comment