West Bengal Asha Karmi Recruitment 2022: লিখিত পরীক্ষা ছাড়াই মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ ২০২২

|| Asha Karmi Recruitment 2022, Asha Kormi Recruitment 2022, Asha Kormi Niyog 2022, Asha Kormi Form 2022, WB Asha Karmi Recruitment 2022, West Bengal Asha Kormi Recruitment 2022, আশা কর্মী নিয়োগ ২০২২ ||

আপনি কি পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা? তাহলে আপনার জন্য রয়েছে বড়ো একটা সুযোগ! পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। এই নিয়োগ হবে বিভিন্ন মহকুমার বিভিন্ন ব্লকে ব্লকে। অ্যাক্রেডিটেড সোশ্যাল হেল্থ এক্টিভিস্ট (Asha Karmi Recruitment 2022) হিসেবে বিভিন্ন কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের পক্ষ থেকে। আপনি যদি এই সুযোগ হাতছাড়া করতে না চান তাহলে এখনি আবেদন করে ফেলুন এই পদের জন্য। এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

West Bengal Asha Karmi Recruitment 2022: আশা কর্মী নিয়োগ ২০২২

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়তাধীন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের দপ্তরে সোশ্যাল হেল্থ এক্টিভিস্ট (Asha Kormi Recruitment 2022) হিসেবে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

West Bengal Asha Kormi Recruitment 2022 (Asha Karmi Recruitment 2022): Vacancy Detail (পদের নাম)

আশা কর্মী নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হল- অ্যাক্রেডিটেড সোশ্যাল হেল্থ এক্টিভিস্ট

Asha Kormi Niyog 2022 (Asha Karmi Recruitment 2022) Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

আপনি যদি এই পদের জন্য (WB Asha Karmi Recruitment 2022) আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে। এছাড়াও আপনার বিবাহিত, ডিভোর্সি অথবা বিধবা হওয়া আবশ্যক। আপনাকে সেই জায়গার অর্থাৎ সেই মহকুমায় স্থায়ী বাসিন্দা হতে হবে।

WB Asha Karmi Recruitment 2022 (Asha Karmi Recruitment 2022) : Age Limit (বয়স সীমা)

এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই হতে হবে ১৫.০৭.২০২২ অনুযায়ী ৩০ থেকে ৪০বছরের মধ্যে। আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনি ২২বছর বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলে আপনার জন্ম ১৫.০৭.১৯৮২ থেকে ১৫.০৭.১৯৯২ এর মধ্যে হতে হবে। এবং আপনি যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার জন্ম ১৫.০৭.১৯৮২ থেকে ১৫.০৭.২০০০ মধ্যে হতে হবে।

Asha Karmi Recruitment 2022 (Asha Kormi Recruitment 2022): Selection Process (নিয়োগ প্রক্রিয়া)

এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকমের লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

How to Apply For Asha Karmi Recruitment 2022 (Asha Kormi Niyog 2022): আবেদন প্রক্রিয়া

আপনি যদি এই পদের চাকরির জন্য (Asha Kormi Niyog 2022) আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিজের হতে নীল অথবা কালো কালির পেন দিয়ে একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশনটি লিখে একটি ২৩ cm × ২৩ cm খামে ভরে পোস্টে স্ট্যাম্প লাগিয়ে বনগা, বাগদা, গড়িয়াহাট ব্লকের ব্লক ডেভলপমেন্ট অফিসে গিয়ে আবেদনপত্রটি জমা দিয়ে আসতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জমা দেবেন তা হল-

  • আপনার সেলফ অ্যাটেস্টেড করা শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
  • আপনার সেলফ অ্যাটেস্টেড করা বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • আপনার সেলফ অ্যাটেস্টেড করা ভোটার কার্ড, আঁধার কার্ড, রেশন কার্ড
  • আপনি বিবাহিত হলে আপনার সেলফ অ্যাটেস্টেড করা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনি ডিভোর্সি হলে আপনার সেলফ অ্যাটেস্টেড করা ডিক্রি, আপনি বিধবা হলে আপনার সেলফ অ্যাটেস্টেড করা আপনার স্বামীর ডেথ সার্টিফিকেট
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

asha karmi recruitment 2022

Asha Karmi Recruitment 2022: Last Date of Apply (আবেদনের শেষ তারিখ)

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১৫.০৭.২০২২ থেকে ২৬.০৭.২০২২ এর মধ্যে। আবেদনপত্র গ্রহণ করার সময় সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্তশনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া এই আবেদনপত্র জমা দেওয়া যাবে।

Asha Kormi Form 2022: আশা কর্মী ফর্ম ২০২২

আশা কর্মী নিয়োগ ২০২২-এর আবেদনের ফর্ম (Asha Kormi Form 2022) আপনি নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ থেকেই ডাউনলোড করতে পারবেন।

 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Asha Kormi Recruitment 2022 Official Notice (1)
/ Asha Koemi Form 2022
Download করুন
Asha Kormi Recruitment 2022 Official Notice (2)
/ Asha Koemi Form 2022
Download করুন
Asha Kormi Recruitment 2022 Official Notice (3)
/ Asha Koemi Form 2022
Download করুন
Asha Kormi Recruitment 2022 Official Notice (4)
/ Asha Koemi Form 2022
Download করুন

আরও চাকরি আপডেট দেখুন 👇👇👇

🔥 Indian Railway Group D Recruitment 2022

🔥 ICICI Bank Recruitment 2022

🔥 BARC Recruitment 2022

🔥 SSC Recruitment 2022

🔥 Data Entry Operator Recruitment 2022

🔥 Accredited Social Health Activist Recruitment 2022

🔥 Bandhan Bank Recruitment 2022 

🔥 Alipurduar Recruitment 2022

FAQ:

Q: Asha Karmi Recruitment 2022-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৬ জুলাই ২০২২। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

 
Q: Asha Karmi Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: মাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Asha Karmi Recruitment 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৩০ থেকে ৪০বছরের মধ্যে।  SC/ST ক্যান্ডিডেট হলে ২২বছর বয়সের ছাড় পাবেন। এই পদের জন্য আবেদন করতে হলে আপনার জন্ম ১৫.০৭.১৯৮২ থেকে ১৫.০৭.১৯৯২ এর মধ্যে হতে হবে। এবং  SC/ST ক্যান্ডিডেট হলে আপনার জন্ম ১৫.০৭.১৯৮২ থেকে ১৫.০৭.২০০০ মধ্যে হতে হবে।

Leave a Comment