১/৮: স্কুল সার্ভিস কমিশনের (West Bengal School Service Commission) নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় প্রত্যেকদিনই নানা ধরনের তথ্য প্রকাশ্যে আসছে। বেআইনি শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ২১টি স্কুল রয়েছে CBI স্ক্যানারে। এসএসসি-এর সুপারিশের ভিত্তিতে একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে অনিয়মে তদন্তে আরও ২১টি স্কুল এবার CBI-এর নজরে।
২/৮: অভিযোগ করা হয়েছে যে, এই বিদ্যালয়গুলিতে নিয়ম না মেনে সরকারি অনুমোদন ছাড়া উচ্চমাধ্যমিকে অতিরিক্ত পদে শিক্ষক নিয়োগ করা হয়েছে।
৩/৮: CBI এই বিষয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বক্তব্য জানতে চেয়ে চিঠি দিয়েছিল। সেই চিঠির উত্তরে বিকাশ ভবনের অধিকর্তারা জানিয়েছেন যে, এই শূন্যপদ তৈরির পিছনে তাঁদের কোনো ভূমিকা নেই।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Big News: প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে এলো এই চাঞ্চল্যকর তথ্য! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বিপুল সংখ্যক শিক্ষকের পদ ফাঁকা রাজ্যের স্কুলগুলোতে! জেনেনিন ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদ
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 আদালতের নির্দেশে চাকরি বাতিল শিক্ষকদের! জানুয়ারি মাসেই কয়েকশো প্রার্থী চাকরি পেতে চলেছেন!
৪/৮: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে জোরকদমে তদন্ত চালাচ্ছে। CBI একাদশ-দ্বাদশে প্রায় ৯০৭ জনের OMR শিটে জালিয়াতির প্রাথমিক প্রমাণ পেয়েছে।
৫/৮: CBI-এর অনুমান, এর বাইরেও আরও নানা ভাবে অনিয়ম হয়েছে। শিক্ষাকর্তারা CBI-কে জানিয়েছেন যে, এসএসসি নিয়োগের কোনো সুপারিশ বিকাশ ভবনে পাঠায় না। বিধি অনুযায়ীই যাবতীয় পদক্ষেপ করা হয়েছিল বলে দাবি এসএসসি কর্মকর্তাদের।
৬/৮: এরকম ২১টি স্কুলের সন্ধান CBI পেয়েছে, যেই স্কুলগুলিতে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও শিক্ষক নিয়োগ করা হয়। কোন কোন বিষয়ে স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ করা হয়েছে, গত ৬ জানুয়ারি শিক্ষা সচিবকে চিঠি দিয়ে সেই তালিকা জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এছাড়াও CBI ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক একাদশ-দ্বাদশ নির্দিষ্ট নিয়োগ সংক্রান্ত ফাইল, বিভাগীয় চিঠিপত্র, ইমেল চেয়েছে।
৭/৮: CBI যে সমস্ত বিদ্যালয়ের কথা উল্লেখ করেছে, তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দুই দিনাজপুর, কোচবিহার, মালদা, জলপাইগুড়ি। দক্ষিণবঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কয়েকটি স্কুল।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনা নিয়ে বড় আপডেট! বাড়ি কী পাবেন উপভোক্তারা?
👉 Pradhan Mantri Aawas Yojna: আবাস যোজনার টাকায় দেরি, জরিমানার শঙ্কা!
👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন