বিষয় তালিকা
Atal Bihari Vajpayee Scholarship-এ আবেদন করবেন কিভাবে তা এখনই জেনে নিন।
১/৯: দেশের মেধাবী পড়ুয়াদের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই একাধিক স্কলারশিপ চালু করেছে। এবার কেন্দ্রীয় সরকার আরও একটি স্কলারশিপ চালু করলো। এই স্কলারশিপের নাম হলো- Atal Bihari Vajpayee Scholarship। যে সমস্ত দরিদ্র পরিারের বসবাসকারী ছাত্র-ছাত্রীরা ৮৫ শতাংশ নম্বর পেয়েছেন, তারাই এই স্কলারশিপ পাবে। দেশের ট্যালেন্টদের তুলে আনার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একাধিক স্কলারশিপ প্রোগ্রাম চালু করা হয়েছে।
২/৯: ভারতবর্ষ আর্থিক ভাবে পিছিয়ে পড়া একটি দেশ। তাই সেখানে নিজের উচ্চশিক্ষা গ্রহণ করার স্বপ্নকে সবাই বাস্তবায়িত করতে পারে না। তাই বর্তমানে দেশের মেধাবী পড়ুয়ারা যাতে নিজেদের উচ্চশিক্ষা গ্রহণ করা স্বপ্নকে পূরণ করতে পারে, তারা যাতে কোনো বাধা ছাড়াই নিজের উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, এই কারণে রাজ্য এবং কেন্দ্র, উভয় সরকারই পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করার জন্য নানা ধরনের স্কলারশিপ প্রোগ্রাম চালু করে।
৩/৯: ২০২০-২০২১ শিক্ষাবর্ষে দেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর (Atal Bihari Vajpayee Scholarship) নামে এই স্কলারশিপ চালু করেছেন। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (ICCR) পোর্টালে ইতিমধ্যেই ফর্ম ফিলাপের কাজ শুরু হয়ে গেছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swami Vivekananda Scholarship Payment Update
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Reliance Foundation Scholarship 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বছরে ১ লক্ষ টাকা পাবেন এতে আবেদন করলেই! এখনই আবেদন করুন (Apply Now!)
৪/৯: এই স্কলারশিপের ফর্ম ফিলাপ চলবে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত। আগামী ৩০ জুন হলো ভারতের বাইরে মিশনগুলির থেকে বৃত্তি পাওয়া এবং অফার লেটার পাওয়ার শেষ তারিখ। আগামী ৩১ মে হলো দেশে নির্বাচিত প্রার্থীদের জানানোর শেষ তারিখ।
৫/৯: আগামী ১৫ জুলাই পর্যন্ত বিদেশের প্রার্থীরা অফার লেটার নিতে পারবে। স্নাতকের পড়াশোনার জন্য যদি কোনো প্রার্থী আবেদন করতে চান, তাহলে তার বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য যদি কোনো প্রার্থী আবেদন করতে চান, তাহলে তার বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
৬/৯: এখানে আবেদনের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। সেই শর্ত হলো প্রার্থীদের ইংরেজিতে দক্ষ হতে হবে। এই স্কলারশিপের (Atal Bihari Vajpayee Scholarship) অধীনে পড়ুয়ারা ২৫,০০০ টাকা পাবেন।
৭/৯: সরকার মেনস্ট্রিম বিষয়গুলি ছাড়াও নাচ, গানের মতো বিষয়গুলিকেও সমান গুরুত্ব দিয়ে ওপরের সারিতে তুলে আনছে। সাধারণত এই বিষয়গুলি নিয়ে পড়ুয়ারা উচ্চশিক্ষার কথা ভাবে না। কিন্তু বর্তমান পরিকাঠামোয় খুব সহজেই এই বিষয়গুলি নিয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে।
৮/৯: ইতিমধ্যেই রজত জয়ন্তী বৃত্তি যোজনা (পিজি এবং ডক্টোরাল কোর্সের জন্য), লতা মঙ্গেশকর নৃত্য ও সঙ্গীত বৃত্তি যোজনার ফর্ম ফিলাপের কাজ শুরু হয়ে গেছে। গত ২০ ফেব্রুয়ারি থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই কাজ চলবে। আর্থিকভাবে প্রত্যেকটি স্তরে থাকা স্কলারদের গুরুত্ব দিয়ে দেশের সরকার দেশের ভবিষ্যৎ করতে চাইছে।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ২০,০০০ টাকার স্কলারশিপ পড়ুয়াদের দিচ্ছে LIC! টাকা পেতে এভাবে করে ফেলুন আবেদন
👉 এতে আবেদন করলেই মিলবে ২ বছরের পড়াশোনার খরচ! কিভাবে আবেদন করবেন? দেখুন
👉 Kotak Kanya Scholarship 2023
👉 Laduma Dhamecha Yuva Scholarship 2023