Atal Pension Yojana Apply Online, (অটল পেনশন যোজনা) Official Website
দেশের সাধারণ মানুষের জন্য কেন্দ্রীয় সরকার (Government of India) ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছেন। সদ্যোজাত শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক, প্রত্যেকের জন্যই কেন্দ্রীয় সরকার নতুন নতুন প্রকল্প চালু করছে। Atal Pension Yojana হলো এই প্রকল্পগুলির মধ্যেই অন্যতম। এই প্রকল্পে বিনিয়োগ করলে পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়েই প্রত্যেক মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন।
Atal Pension Yojana (অটল পেনশন যোজনা)-
এতদিন সবাই জানতেন যে, পেনশন কেবলমাত্র সরকারি কর্মীদেরই একচেটিয়া অধিকার। কিন্তু এই ধারণাকে ভুল প্রমাণ করে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এবার বেসরকারি কর্মীরাও পেনশন পেতে চলেছেন। কেন্দ্রীয় সরকারের এই Atal Pension Yojana-তে বিনিয়োগ করে পরিবারের স্বামী এবং স্ত্রী উভয়েই প্রত্যেক মাসে ৫,০০০ টাকা পেনশন পাবেন। এই অটল পেনশন যোজনাতে একবার বিনিয়োগ শুরু করলেই ভবিষ্যতে সরকারই ওষুধপত্রের খরচ দেবে।
Atal Pension Yojana Investment Plan-
১) কেন্দ্রীয় সরকারের অটল পেনশন যোজনা শুরু হয়েছিল ২০১৫ সালে।
২) Atal Pension Yojana Investment Plan পরিচালিত হয় কেন্দ্রীয় পেনশন তহবিল নিয়ন্ত্রকের মাধ্যমে।
৩) ভারতের যেকোনো নাগরিক এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন।
৪) নিজের স্ত্রীর সাথে যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়, তাহলে প্রত্যেক মাসে ১০,০০০ টাকা পেনশনের সুবিধা পাওয়া যাবে।
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
পাওয়া যাবে ১০,০০০ টাকা-
স্বামী এবং স্ত্রীর বয়স ২৫ বছর হলে, এই Pension Scheme-এ প্রত্যেক মাসে ৩৭৬+৩৭৬= ৭৫২ টাকা বিনিয়োগ করতে হবে। সেই স্বামী এবং স্ত্রীর বয়স যখন ৬০ বছর হবে, তখন তারা পেনশন পেতে শুরু করবেন। ২ জনের নামে ব্যাংকে তখন ৫,০০০+৫,০০০= ১০ হাজার টাকা পেনশন ঢুকবে।
হিসেবনিকেশ-
১) পেনশন হিসেবে টাকা ফেরত পাওয়ার বিষয়টি নির্ভর করে বিনিয়োগ শুরুর বয়সের ওপর।
২) আপনাকে ৩০ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত বিনিয়োগ করতে হবে।
৩) ৩০ বছর ধরে প্রত্যেক মাসে যদি ৫৭৭ টাকা করে জমা দেওয়া হয়, তাহলেই ৬০ বছর বয়স হওয়ার পর প্রত্যেক মাসে ৫,০০০ টাকা করে পেনশন পাওয়া যাবে।
৪) স্বামী এবং স্ত্রী ২ জনে মিলে যদি এই বিনিয়োগ করেন, তাহলে সেই টাকার পরিমাণ হবে ৫,০০০+৫,০০০= ১০ হাজার টাকা।
Atal Pension Yojana: আবেদন প্রক্রিয়া
অটল পেনশন যোজনার অফিসিয়াল ওয়েবসাইট https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html-এ গিয়ে আপনাকে এই যোজনার জন্য আবেদন করতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।
👉 ২৫ হাজার টাকা সরাসরি ব্যাংকে ঢুকবে এই প্রকল্পে আবেদন করলেই! কিভাবে আবেদন করবেন? জেনে নিন পদ্ধতি