Balurghat District Hospital Recruitment 2022 : লিখিত পরীক্ষা ছাড়াই বালুরঘাট হাসপাতালে সরাসরি কর্মী নিয়োগ ২০২২

(Balurghat District Hospital Recruitment 2022, Balurghat Recruitment 2022, Balurghat Jobs 2022, বালুরঘাট হাসপাতালে নিয়োগ ২০২২)

যেসব মানুষেরা সবসময় সাধারণ মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে ভালবাসেন তাদের জন্য এবার এলো বিরাট সুখবর! বিশেষ করে যারা বালুরঘাটের বাসিন্দা তাদের জন্য তো এ এক বিশাল সুযোগ। তবে বালুরঘাটের বাইরের চাকুরী প্রার্থীরাও এই পদের জন্য  (Balurghat District Hospital Recruitment 2022) আবেদন করতে পারবেন। পুরুষ-মহিলা নির্বিশেষে সকল যোগ্য ভারতীয়ই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Balurghat District Hospital Recruitment 2022: বালুরঘাট হাসপাতালে হাউস স্টাফ কর্মী নিয়োগ ২০২২

বালুরঘাট হাসপাতালে হাউজ স্টাফ পদে (Balurghat District Hospital Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Balurghat Jobs 2022: Vacancy Detail (পদের নাম)

বালুরঘাট হাসপাতালে কর্মী নিয়োগ ২০২২-এ যে পদে নিয়োগ করা হবে তা হলো- হাউস স্টাফ

Balurghat District Hospital Recruitment 2022: Total No. of Posts (শূন্যপদ)

বালুরঘাট ডিসট্রিক্ট হাসপাতাল হাউস স্টাফ বিভাগে মোট ১০টি শূন্য পদে নিয়োগ করাহবে ।

Balurghat Recruitment 2022: Organization Name (নিয়োগকারী সংস্থা)

বালুরঘাট ডিসট্রিক্ট হাসপাতাল ।

Balurghat District Hospital Recruitment 2022: Place of work (কর্ম স্থান)

বালুরঘাট ।

Balurghat District Hospital Recruitment 2022: Selection Process (নিয়োগ প্রক্রিয়া)

এখানে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে গিয়ে নিজেকে যদি আপনি যোগ্য প্রমাণ করতে পারেন তাহলেই আপনাকে নিয়োগ করা হবে।

How to Apply for Balurghat District Hospital Recruitment 2022: (আবেদন প্রক্রিয়া)

  • প্রথমে @ wbhealth.gov.in  ওয়েবসাইটটা ওপেন করুন ।
  • তারপর recruitment বাটনটি প্রেস করুন ।
  • বাটনটি ওপেন হলে ওখানেই আপনি বালুরঘাটের ডিসট্রিক্ট হাসপাতালে হাউস স্টাফ নিয়োগের নোটিশটি দেখতে পাবেন ।
  • Recruitment সম্বন্ধে নির্দেশিকা ভালো করে পড়ে দেখুন ।
  • তারপর অ্যাপ্লিকেশান ফর্মটি কোনো ভুল না করে ভর্তি করুন ।
  • এরপর ১১ই জুলাই ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে। এই পদে আবেদনের জন্য কোনো ফি লাগবেনা । শুধু আপনার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস ও বায়োডাটা নিয়ে আপনাকে নিচে উল্লেখিত ঠিকানায় পৌঁছে যেতে হবে।

ইন্টারভিউস্থলের ঠিকানা:

ইন্টারভিউস্থলের ঠিকানাটি হলো- Balurghat District Hospital, 1st Floor, Seminar Room of Super Speciality Building.

আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলি জমা দেবেন:

  • আপনার এম বি বি এস-এর মার্কশীট
  • আপনার বায়োডাটা

Balurghat District Hospital Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

এই চাকরিতে আবেদনের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে এম বি বি এস পাশ হতে হবে। এছারও শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Balurghat District Hospital Recruitment 2022

Balurghat District Hospital Recruitment 2022: Date of Interview (ইন্টারভিউয়ের তারিখ)

ইন্টারভিউয়ের তারিখ ১১/০৭/২০২২ অর্থাৎ ১১ জুলাই ২০২২। আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়তে অনুরোধ করছি।

এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধুদের শেয়ার করে অবশ্যই তাদের পাশে থাকবেন, কেননা কথায় আছে ‘Shear is Care’। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন। 

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ (Important Links)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
Official Notice Download Link এখানে দেখুন
Official Website Linkএখানে দেখুন

আরও চাকরির আপডেট দেখুন 👇👇👇

🔥 Alipurduar Recruitment 2022

🔥 Rupashree Prakalpa Recruitment 2022

🔥 Pradhan Mantri Kisan Samman Nidhi 2022

🔥 India Post Recruitment 2022 

🔥 Indian Navy Recruitment 2022

🔥 Milan Utsav 2022: ২৭,০০০ কর্মী নিয়োগ চাকরির মেলা মিলন উৎসব প্রকল্প ২০২২-এর মাধ্যমে লিখিত পরীক্ষা ছাড়াই!

🔥 Indian Railway Recruitment 2022

🔥 West Bengal Health Worker Recruitment 2022

🔥 Pradhan Mantri Awas Yojana | আবেদন করলে ১ লক্ষ ৪০ হাজার টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের এই প্রকল্পে

🔥 HDFC Bank Recruitment 2022 | এইচডিএফসি ব্যাংকে নিয়োগ ২০২২

FAQ:

Q: Balurghat District Hospital Recruitment 2022-তে মোট শূন্য পদ কটি?

Ans: ১০ টি। আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Balurghat District Hospital Recruitment 2022-তে ইন্টারভিউয়ের তারিখ কবে?

Ans: ১১ জুলাই ২০২২। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Balurghat District Hospital Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: এম বি বি এস পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment