Bandhan Bank Manager Recruitment 2022: লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি বন্ধন ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ (Apply Now!) 

Bandhan Bank Manager Recruitment 2022, Apply Online, Official Website, বন্ধন ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

Bandhan Bank  Manager Recruitment 2022 | বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Bandhan Bank
🔥 Post Details (পোস্টের নাম)কেওয়াইসি ভেরিফিকেশন ম্যানেজার এবং অন্যান্য 
🔥 Salary (বেতন)১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত
🔥 Job Location (চাকরির স্থান)সমগ্র দেশে (ইন্ডিয়া)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন অথবা অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://bandhanbank.com/

স্বনামধন্য বন্ধন ব্যাংকে (Bandhan Bank  Manager Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

আরও পড়ুন: 👇👇👇

🔥 Calcutta University Recruitment 2022

🔥 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!

🔥 Bandhan Bank recruitment 2022 Apply Online

🔥 ৬৩,৮৪০ টাকা পর্যন্ত মাসিক বেতনে ফেডারেল ব্যাংকে নিয়োগ | Federal Bank Recruitment 2022 (Apply Now!)

Bandhan Bank  Manager Recruitment 2022: Vacancy Detail | বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: পদের নাম

বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২– এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- 

  • KYC Verification Manager
  • Loan Manager
  • Finance Manager
  • Accountant

Bandhan Bank  Manager Recruitment 2022 Age Limit| বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২ :বয়স সীমা 

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Age Limit (বয়স সীমা)
🔥 KYC Verification Manager


১৮ থেকে ৩৩ বছরের মধ্যে 
🔥 Loan Manager
🔥 Finance Manager
🔥 Insurance Manager 
🔥 Accountant

Bandhan Bank  Manager Recruitment 2022: Selection Process | বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Bandhan Bank  Manager Recruitment 2022: Salary |  বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Salary (বেতন)
🔥 KYC Verification Manager


১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত 
🔥 Loan Manager
🔥 Finance Manager
🔥 Insurance Manager 
🔥 Accountant

How To Apply For Bandhan Bank  Manager Recruitment 2022: |  বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২ : আবেদন প্রক্রিয়া  

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) প্রথমে আপনাকে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://bandhanbank.com/-এ যেতে হবে।

৩) এরপর ‘National Career Service’ লেখা একটি Window খুলে যাবে। সেখানে ‘Apply now’ অপশনে আপনাকে ক্লিক করতে হবে।

৪) তারপর আপনার সমস্ত নথিপত্র দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

৫) এরপর আপনার সামনে একটি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, বয়স, ঠিকানা, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ফোন নম্বর দিতে হবে এবং যে পদের জন্য আপনি আবেদন করতে চান সেই পদের নামে টিক চিহ্ন দিয়ে ফর্মটিকে ফিলাপ করতে হবে।

৬) এরপর আপনার একটি পাসপোর্ট সাইজের ছবির, আপনার সিগনেচার, আপনার যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সার্টিফিকেট এবং অন্যান্য যাবতীয় নথিপত্র অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির ফটো স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।

৭) এরপর আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।

৮) সবশেষে আপনাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিন্ট আউট বের করে আপনার কাছে রেখে দিতে হবে। এই প্রিন্ট আউটটি ইন্টারভিউয়ের দিন প্রয়োজন হবে।

এছাড়াও আপনি এই চাকরির জন্য অফলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। সেইক্ষেত্রে আপনাকে সরাসরি বন্ধন ব্যাংকের অফিসে গিয়ে আবেদন করতে হবে। আপনাকে আপনার বায়োডাটাসহ আপনার যাবতীয় নথিপত্রের জেরক্স একটি খামে ভরে সেটি আপনার নিকটবর্তী বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটে অথবা বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে জমা দিতে হবে। যদি আপনি বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে বায়োডাটা জমা দেন তাহলে যখন প্রয়োজন হবে তখন আপনাকে সরাসরি ফোন করে ডেকে ইন্টারভিউ নেওয়া হবে। এরপর আপনি ইন্টারভিউতে সিলেক্ট হলে আপনাকে ট্রেনিং করিয়ে সরাসরি চাকরি দেওয়া হবে।

অবশ্যই মনে রাখবেন, বন্ধন ব্যাংকে চাকরি সম্পূর্ণ বিনামূল্যেই হয়। যদি কেউ আপনার থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা চায় তাহলে মনে করবেন আপনার সাথে সেটি প্রতারণা হচ্ছে। তাই প্রতারণার থেকে অবশ্যই দূরে থাকবেন।

Bandhan Bank  Manager Recruitment 2022: Required Documents |  বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)  

Bandhan Bank  Manager Recruitment 2022: Application Fees |  বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: আবেদ মুল্য

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

Bandhan Bank  Manager Recruitment 2022: Education Qualification |  বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা 

🔥 Post Name (পোস্টের নাম )🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 KYC Verification Manager




উচ্চমাধ্যমিক পাশ
🔥 Loan Manager
🔥 Finance Manager
🔥 Insurance Manager 
🔥 Accountant
Bandhan Bank  Manager Recruitment 2022

Bandhan Bank  Manager Recruitment 2022: Important Dates | বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখ  

  • আবেদনের শেষ তারিখ: ২৭.১২.২০২২ অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Bandhan Bank  Manager Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Calcutta University Recruitment 2022

🔥 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!

🔥 Bandhan Bank recruitment 2022 Apply Online

🔥 ৬৩,৮৪০ টাকা পর্যন্ত মাসিক বেতনে ফেডারেল ব্যাংকে নিয়োগ | Federal Bank Recruitment 2022 (Apply Now!)

FAQ: Bandhan Bank  Manager Recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২)

Q: Bandhan Bank  Manager Recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৭ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Bandhan Bank  Manager  Recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Bandhan Bank  Manager Recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক ম্যানেজার  নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।(আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment