চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Bandhan Bank recruitment 2022 | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২
- 2 Bandhan Bank recruitment 2022: Vacancy Details | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: পদের নাম
- 3 Bandhan Bank recruitment 2022: Age Limit | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: বয়স সীমা
- 4 Bandhan Bank recruitment 2022: Selection Process | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 5 Bandhan Bank recruitment 2022: Salary | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: বেতন
- 6 Bandhan Bank recruitment 2022 Apply Online: | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 7 Bandhan Bank recruitment 2022: Required Documents | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 8 Bandhan Bank recruitment 2022: Application Fees | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: আবেদন মুল্য
- 9 Bandhan Bank recruitment 2022: Educational Qualification | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 10 Bandhan Bank recruitment 2022: Important Dates | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
- 11 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 12 FAQ: Bandhan Bank recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২)
Bandhan Bank recruitment 2022 | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২
বন্ধন ব্যাংকে (Bandhan Bank recruitment) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
Bandhan Bank recruitment 2022: Vacancy Details | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 KYC VERIFICATION DEPARTMENT 🔥 LOAN DEPARTMENT 🔥 CASA OFFICER 🔥 BUISNESS DEVELOPEMENT EXECUTIVE 🔥 BRANCH RELATIONSHIP MANAGER | ৬৭টি |
🔥 Total | ৬৭টি |
আরও পড়ুন: 👇👇👇
🔥Bandhan Bank Manager Recruitment 2022
🔥NIT Durgapur Recruitment 2022
🔥 Post Office Recruitment 2022
🔥 Federal Bank Recruitment 2022
Bandhan Bank recruitment 2022: Age Limit | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে।
Bandhan Bank recruitment 2022: Selection Process | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
Bandhan Bank recruitment 2022: Salary | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: বেতন
এই চাকরির জন্য কর্মীদের ১৪,৫০০ থেকে ২০,৭০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
Bandhan Bank recruitment 2022 Apply Online: | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
২) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে করতে হবে।
৩) আপনাকে ‘New User? Sign Up’ অপশনে ক্লিক করে নিজেকে ‘Jobseeker’ হিসাবে বেছে নিতে হবে।
৪) সেখানে আপনার নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় তথ্য দিতে হবে।
৫) আবেদন করার সময় আপনাকে আপনার বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিতে হবে।
৬) আপনার নিজের পাসপোর্ট সাইজের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে।
এছাড়াও আপনি নিম্নে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন-
8910376541
Bandhan Bank recruitment 2022: Required Documents | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
Bandhan Bank recruitment 2022: Application Fees | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: আবেদন মুল্য
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
Bandhan Bank recruitment 2022: Educational Qualification | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
এই চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। আপনি যদি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলেও আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
Bandhan Bank recruitment 2022: Important Dates | বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২: গুরুত্বপূর্ণ তারিখসমুহ
- আবেদন শুরুর তারিখ: ১০.১০.২০২২ অর্থাৎ ১০ অক্টোবর ২০২২ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ২৭.১২.২০২২ অর্থাৎ ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Bandhan Bank recruitment 2022 Official Notice | এখানে দেখুন |
Bandhan Bank recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Presidency University Recruitment 2022
🔥 National Horticulture Board Recruitment 2022
🔥 Punjab and Sind Bank Recruitment 2022
🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)
FAQ: Bandhan Bank recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২)
Q: Bandhan Bank recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: উচ্চমাধ্যমিক, গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank recruitment 2022 (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)