Bandhan Bank Recruitment 2023, (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩) Bandhan Bank Recruitment 2023 Apply Online, Bandhan Bank Recruitment 2023 Official Notice Pdf Download, Official Website, Bandhan Bank Vacancy 2023, Bandhan Bank Job 2023
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। নারী-পুরুষ নির্বিশেষে সকল ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Bandhan Bank Recruitment 2023 | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩
১০,০০০ শূন্য পদে সরাসরি বন্ধন ব্যাংকে নিয়োগ হচ্ছে! এখনই আবেদন করুন! | আবেদন করুন |
WB Bandhan Bank Recruitment 2023 👉 | বিস্তারিত দেখুন |
বন্ধন ব্যাংকে (Bandhan Bank Vacancy 2023) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
🔥 Organization Name (সংস্থার নাম) | Bandhan Bank |
🔥 Post Details (পোস্টের নাম) | কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১২টি |
🔥 Salary (বেতন) | ১৫,৫০০ থেকে ২৫,৬০০ টাকা পর্যন্ত |
🔥 Job Location (চাকরির স্থান) | সমগ্র দেশে (ইন্ডিয়া) |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অনলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | https://bandhanbank.com/ |
Bandhan Bank Vacancy 2023 | বন্ধন ব্যাংক নিয়োগ ২০২৩: পদের নাম
🔥 Post Name (পোস্টের নাম) | 🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা) |
🔥 Customer Relationship Executive | ১২ টি |
🔥 Total | ১২ টি |
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 South Eastern Railway Recruitment
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ISI Kolkata Recruitment 2023
Bandhan Bank Job Vacancy 2023: Age Limit | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: বয়স সীমা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।
Bandhan Bank Recruitment 2023: Salary | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: বেতন
এই চাকরির জন্য কর্মীদের মাসিক ১৫,৫০০ থেকে ২৫,৬০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
How To Apply For Bandhan Bank Recruitment 2023: | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।
National Career Service এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তার জন্য যা যা পদ্ধতি অনুসরণ করতে হবে সেগুলি হল-
১) প্রথমে আপনাকে National Career Service পোর্টালে যেতে হবে।
২) তারপর ‘Apply now’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর আপনার সামনে একটি নতুন window খুলে যাবে। সেখানে আপনাকে আপনার নিজের নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, জেন্ডার, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) সবশেষে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে একটি বায়োডাটা বানিয়ে সেটিকে সাবমিট করতে হবে।
এছাড়াও আপনি আপনার আপডেটেড CV নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারবেন।
যে নম্বরে আপনি আপনার আপডেটেড সিভি পাঠাবেন তা হলো-
6291805086
এছাড়াও আপনি অফলাইন মাধ্যমেও আবেদন করতে পারবেন। তবে এর জন্য আপনাকে আপনার বায়োডাটা বন্ধন ব্যাংকের ডিভিশন অফিসে গিয়ে জমা দিতে হবে।
Bandhan Bank Recruitment 2023: Required Documents | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
Bandhan Bank Recruitment 2023: Application Fees | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: আবেদন মুল্য
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
Bandhan Bank Recruitment 2023: Education Qualification | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। এছাড়া বেসিক কম্পিউটারের জ্ঞান থাকতে হবে।
Bandhan Bank Recruitment 2023: Important Dates | বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ
- আবেদনের শুরুর তারিখ: ০৫.০১.২০২৩ অর্থাৎ ০৫ জানুয়ারি ২০২৩ তারিখ
- আবেদনের শেষ তারিখ: ৩১.০১.২০২৩ অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Bandhan Bank Recruitment 2023 Apply Now | আবেদন করুন |
Bandhan Bank Recruitment 2023 Official Notice | ডাউনলোড করুন |
Bandhan Bank Recruitment 2023 Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Jadavpur University Recruitment 2023
👉 এই নয়া নিয়ম WhatsApp, Google-এর জন্য কার্যকর হল! কি সেই নয়া নিয়ম? জানুন
FAQ: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)
Q: Bandhan Bank Vacancy 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩১ জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: উচ্চমাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংকে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)