চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় বন্ধন ব্যাংক (Bandhan Bank Recruitment 2023) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
নিয়োগকারী সংস্থার নাম (Recruiting Organization Name)
দেশের স্বনামধন্য Bandhan Bank-এ কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে।
পদের নাম (Post Name)
যে যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
- Administration
- Agri Business
- Analytics/BIU/Corporate Strategy
- Audit
- Banking Operations & Customer Services
- Branch Banking
- Compliance
- Corporate Salary
- Corporate Services
- Digital Banking
- Finance & Accounts
- Housing Finance
- Human Resources
- IT
- Legal/Vigilance
- Marketing
- Micro Banking
- Outdoor Collector
- Indoor Staff
- Retail Assets
- Risk
- SME & MSME Banking
- Trade Finance
- Treasury
- Wholesale Banking
🔥 আরও পড়ুন:
👉 Primary TET Certificate: প্রাইমারী টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন:
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন:
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া (How To Apply)
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন অথবা অফলাইন মাধ্যমে।
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে সাবমিট করতে হবে।
এছাড়াও অফলাইন মাধ্যমে আবেদনের জন্য আপনাকে আপনার বায়োডাটাসহ যাবতীয় নথিপত্র নিম্নে উল্লেখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
নিকটবর্তী বন্ধন ব্যাংকের শাখায়।
প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)
এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
আবেদন মুল্য (Application Fees)
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নুন্যতম মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আপনি যদি উচ্চমাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পাশ করে থাকেন তাহলে আপনি উচ্চপদের জন্য আবেদন করতে পারবেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉 | 🔥 যুক্ত হন |
Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
FAQ: WB Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২৩)
Q: WB Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২৩)-তে কিভাবে আবেদন করা যাবে?
Ans: অনলাইন এবং অফলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Bandhan Bank Recruitment 2023 (বন্ধন ব্যাংক নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ স্নাতক/স্নাতকোত্তর পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WB Bandhan Bank Recruitment 2023 (পশ্চিমবঙ্গ সরকারি চাকরি নিয়োগ ২০২৩)-তে কিভাবে নিয়োগ করা হবে?
Ans: ইন্টারভিউয়ের মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)