Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনার টাকা এবার কবে অ্যাকাউন্টে ঢুকবে? জেনে নিন।

১/২৩: দীর্ঘ প্রায় ৮ মাস যাবত কেন্দ্রীয় সরকার বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কেন্দ্রীয় সরকার অভিযোগ করেছিল যে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-র (Pradhan Mantri Awas Yojana) নাম পরিবর্তন করে বাংলা আবাস যোজনা রাখা হয়েছে।

২/২৩: এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই প্রকল্প যদি চালাতে হয় তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম দিয়েই চালাতে হবে। এছাড়াও কিছু দুর্নীতি নিয়েও সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল রাজ্য সরকারকে।

৩/২৩: রাজ্য সরকারের তরফে যাবতীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার তারপরও দীর্ঘদিন ধরে রাজ্যের জন্য বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) টাকা পাঠানো বন্ধ রেখেছিল। তবে পঞ্চায়েত ভোটের আগে এবার কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পে ৮২০০ কোটি টাকা পাঠিয়েছে। অর্থাৎ এতদিন ধরে রাজ্যে যে আবাস যোজনায় গরীব মানুষের পাকা বাড়ির কাজ বন্ধ হয়ে গেছিলো আশা করা হচ্ছে যে এবার সেই কাজ আবার চালু হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

🔥 How To Win Lottery: লটারিতে টাকা জিততে সহজ এই ৩টি টিপস মেনে চলুন, ভাগ্য খুলে যেতে পারে!

🔥 আরও পড়ুন: 👇👇👇

🔥 জাল ওষুধে ছেয়ে গেছে বাজার! কিভাবে চিনবেন আসল ওষুধ? জানিয়ে দিলো সরকার।

🔥 আরও পড়ুন: 👇👇👇

🔥 Post Office Schemeপোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই ডাবল! কম মেয়াদে সুদও বেশি

৪/২৩: এই কাজ চলবে প্রায় এক বছরের বেশি সময় ধরে। গরিব মানুষের জন্য পাকা বাড়ি নির্মাণের এই প্রকল্পে বরাদ্দ করতে হবে মোট ১৩ হাজার কোটি টাকার ওপরে। আবাস যোজনার এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার দেয় মোট টাকার ৬০%। অবশিষ্ট ৪০% দেয় রাজ্য সরকার

৫/২৩: হিসেব করলে দেখা যাবে যে, কেন্দ্রের পক্ষ থেকে ৮২০০ কোটি টাকা পাওয়ার পরও রাজ্য সরকারকে প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার উপরে দিতে হবে। এবার  এখানে এই বিষয়ে চর্চা তো হতেই পারে।

৬/২৩: রাজ্য সরকার ৪০% টাকা দিচ্ছে। তাহলে কেনো সেখান রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো নামকরণ অথবা Bangla Awas Yojana নাম দেওয়া যাবে না। এই প্রকল্প তাহলে কেনো শুধু প্রধানমন্ত্রীর নামেই চলবে। বিভিন্ন মহল থেকেই উঠছে এই প্রশ্ন।

৭/২৩: আবাস যোজনা প্রকল্পের পুরো ১০০% টাকা কেন্দ্রীয় সরকার দেয় না। বিজেপির তরফে একাধিকবার বলা হচ্ছে যে, ৮২০০ কোটি টাকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্যে আবাস যোজনার বাড়ি তৈরি খুব শীঘ্রই শুরু হবে।

৮/২৩: এই টাকাটা কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের না। রাজ্যগুলি থেকে কর বাবদ টাকা যে পাওয়া যায়, রাজ্যকে তারই একটি অংশ নিয়মানুযায়ী ফেরত দিতে হয়। ফলত কেন্দ্রের সম্পূর্ণ ১০০% টাকা নয়, তার ওপর আবার দীর্ঘ সময় ধরে Bangla Awas Yojana অথবা বাংলা আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার ওই ৬০% টাকা না পাঠানোয় এই প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গে প্রায় হয়নি। এতদিন পর আবার শুরু হতে চলেছে সেই কাজ।

কবে পাবেন Bangla Awas Yojna প্রকল্পের টাকা?

৯/২৩: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশ দিয়েছেন যে, আবাস যোজনার সমস্ত তালিকা ডিসেম্বর মাসের মধ্যে গ্রামসভার মাধ্যমে চূড়ান্ত করতে হবে। ইতিমধ্যেই প্রশাসনিকভাবে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

১০/২৩: বনগার ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা বাড়ি তৈরি করার জন্য আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছিলেন। প্রথম কিস্তি ৬০ হাজার টাকা তিনি পেয়েছিলেন। কিন্তু তারপর তিনি দ্বিতীয় কিস্তির টাকা আর পাননি। এতে বন্ধ হয়ে গেছে তার বাড়ির কাজ।

১১/২৩: হীরালাল দেবনাথ নামে একজন বাসিন্দা পেয়েছিলেন দ্বিতীয় কিস্তির ৫০ হাজার টাকা। কিন্তু তারপর তিনিও তৃতীয় কিস্তির ১০ হাজার টাকা আর পাননি। এর ফলে তার বাড়ির কাজও থমকে গিয়েছে।

১২/২৩: এছাড়াও বিপিএল তালিকাভূক্ত চৌবেরিয়া ২ পঞ্চায়েতের দমদমা এলাকায় গরিব মানুষেরা এখনও পাকা বাড়ি তৈরি করতে পারেননি। Bangla Awas Yojana নাম দেওয়ার জন্য আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ রাখার দরুন রাজ্যে পাকা বাড়ির জন্য যারা প্রথম অথবা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন পরবর্তী কিস্তির টাকা তারা আর পাননি। এতে থমকে গেছিলো গরিব মানুষের বাড়ি তৈরির সেই স্বপ্ন।

১৩/২৩: প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানদের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হয়েছে যে, কেন্দ্র দীর্ঘ প্রায় ৮ মাস ধরে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ রেখেছিল। ফলে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সমস্ত কাজ। এখন কেন্দ্রীয় সরকার তাদের বরাদ্দ ৬০% টাকা পাঠিয়েছে। রাজ্য সরকার অবশিষ্ট ৪০% টাকা দেওয়ার জন্য প্রস্তুত। তাই আবাস যোজনা প্রকল্পে (Bangla Awas Yojana) যে সমস্ত পাকা বাড়ি নির্মাণ হওয়ার জন্য তালিকাভুক্ত ছিল সেই সমস্ত কাজ শীঘ্রই শুরু হবে।

১৪/২৩: বনগাঁ ব্লকের গঙ্গানন্দপুর পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করার জন্য তৃতীয় কিস্তির টাকা দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই ধরনের উপভোক্তার সংখ্যা প্রায় দেড় হাজার। সেই টাকা দেওয়া এবার শুরু হয়ে যাবে।

১৫/২৩: বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে, তালিকাভুক্ত করা রয়েছে ৩৩৮০ জন প্রাপকের নাম। এই সমস্ত প্রাপকের পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু হবে।

১৬/২৩: সিন্দ্রানি গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন যে, তালিকাভুক্ত করা রয়েছে প্রায় সাড়ে ৩ হাজার প্রাপকের নাম। খুব তাড়াতাড়ি আবাস যোজনা প্রকল্পের থমকে যাওয়া কাজ শুরু হবে।

১৭/২৩: বিরোধী দলের তরফে বিভিন্ন সময়ে অভিযোগ করা হয়েছিল যে, আবাস যোজনা প্রকল্পের জন্য কাটমানি দিতে হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অনলাইন পোর্টালের মাধ্যমে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) প্রকল্পের সম্পূর্ণ কাজ হয়ে থাকে। অর্থাৎ কাউকেই টাকা দেওয়ার প্রয়োজন হবে না। যদি এই বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে।

১৮/২৩: বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যেই কাজও শুরু হয়ে গেছে। কিন্তু যদি কেউ কাটমানি চায় তাহলে সেই দিকেও নজর রাখা হবে। এই বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে।

১৯/২৩: বনগাঁ জেলার তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে, আবাস যোজনার বাড়ি এর পূর্বেও গরিব মানুষেরা পেয়েছেন। এই কাজ যথেষ্ট স্বচ্ছতার সহিত পরিচালিত হয়। একইভাবে এবারও তারা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে বাড়ি পাবেন। বিজেপিসহ বিরোধীরা পঞ্চায়েত ভোটের আগে মিথ্যে অভিযোগ তুলে Bangla Awas Yojana ঘিরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

২০/২৩: Bangla Awas Yojana প্রকল্পে বরাদ্দ করা হয়ে থাকে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা, প্রশাসন সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে।

২১/২৩: প্রথম কিস্তিতে দেওয়া হয় ৬০ হাজার টাকা, দ্বিতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে দেওয়া হয় ১০০০০ টাকা। এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার টাকা পাঠিয়েছে ৮২০০ কোটি টাকারাজ্য সরকার দেবে অবশিষ্ট প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা

bangla awas yojana update

২২/২৩: কেন্দ্রীয় সরকার আবাস যোজনা প্রকল্পে দেয় ৬০% টাকা এবং রাজ্য সরকার দেয় বাকি ৪০% টাকা। এই রাজ্যে খুব তাড়াতাড়ি Bangla Awas Yojana প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে।

২৩/২৩: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥Laxmi Bhandar Prakalpa

🔥Pradhan Mantri Vaya Vandana Yojana

🔥 Pradhan Mantri Ujjwala Yojana 2022

🔥 WB Aikyashree Prakalpa 2022

Leave a Comment