বিষয় তালিকা
State Bank Of India-
১/৯: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (State Bank of India) নাম করছে প্রতারণা জালিয়াতরা। প্যান কার্ড আপডেট করার নাম করে ব্যাংক সম্পর্কিত সমস্ত নথি চলে যাচ্ছে তাদের কাছে।
২/৯: প্রতারকরা বিভিন্ন স্ক্যাম করছে স্টেট ব্যাংকের নাম করে। প্যান কার্ড আপডেট করার নামে সমস্ত ব্যাংক নথি হাতানোর চেষ্টা করছে ঠগরা। যদি কেউ এই ফাঁদে পড়েন, তাহলে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সব টাকা হারিয়ে ফেলবেন মানুষ।
SBI Alert: প্যান কার্ডের নামে এই প্রতারণাচক্র চলছে
৩/৯: সময়ের সাথে তাল মিলিয়ে স্টেট ব্যাংক গ্রাহকদের পাঠ দেয়। এছাড়াও গ্রাহকদের বহু সুবিধা দেয় এই ব্যাংক। SBI-এর Yono মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ (SBI YONO Mobile Banking App) ব্যবহার গত কয়েক বছরে দ্রুতহারে বেড়েছে। সমস্ত প্রকার লেনদেন এখন বাড়িতে বসেই করার সুযোগ পান গ্রাহকরা। তবে YONO অ্যাকাউন্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে গেছে? এক্ষুনি করুন এই কাজ, নইলে কার্ড বাতিল হয়ে যাবে!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Business Idea: ১ লাখ টাকার বেশি প্রতিমাসে আয় হবে এই ব্যবসা করে! মাত্র ৫ ঘন্টা কাজ করলেই হবে
Cyber Crime: সামাজিক মাধ্যমে খবর ঘুরছে
৪/৯: গত কয়েকদিন যাবৎ একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে যে, SBI প্যান কার্ডের আপডেট নিয়ে অ্যাকাউন্টহোল্ডারদের বার্তা পাঠাচ্ছে। এমনকি বলা হচ্ছে যে, যদি প্যান কার্ড আপডেট না করা হয়, তাহলে YONO অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। তার সাথে একটি লিঙ্ক দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে, এই লিংকে প্রবেশ করে কয়েক মিনিটে প্যান কার্ড আপডেট করা যাবে।
PIB Fact Check: প্রেস ইনফরমেশন ব্যুরো কি বলছে?
৫/৯: যদি আপনি এই বার্তা পেয়ে থাকেন, তাহলে তাদের জানানো হচ্ছে যে, এই তথ্য সম্পূর্নরূপে ভুয়ো। পিআইবি জানিয়েছে যে, এই তথ্যের ভিত্তিহীন। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল মারফত এই বার্তা প্রেরণ করেছে।
SBI Alert: স্টেট ব্যাঙ্ক কি বলছে?
৬/৯: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, এই ধরনের কোনো লিংক তারা গ্রাহকদের দেয়নি। ব্যাংক আরও জানিয়েছে যে, যদি কোনো গ্রাহকের কাছে এই লিঙ্ক যায়, তাহলে তারা যেন তাতে ক্লিক না করেন। এতে ক্লিক করে যদি তথ্য কোনো দেওয়া হয়, তাহলে সাইবার জালিয়াতির শিকার হতে হবে গ্রাহকদের।
Cyber Crime: সাইবার প্রতারকদের থেকে নিরাপদ থাকবেন কিভাবে?
৭/৯: ব্যাংক জানিয়েছে যে, যদি কোনো নতুন বার্তা আসে, তাহলে তা ব্যাংকই তাদের গ্রাহকদের জানিয়ে দেয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সর্বদা তাদের গ্রাহকদের সাইবার অপরাধ সম্পর্কে অবগত করে।
৮/৯: ব্যাংক আরও জানিয়েছে যে, কেউ যদি গ্রাহকদের ফোন করে কিংবা এসএমএস-এর মাধ্যমে ব্যক্তিগত বিবরণ অর্থাৎ মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান কার্ড নম্বর,ক্রেডিট/ ডেবিট কার্ড নম্বর ইত্যাদি চায়, তাহলে গ্রাহক যেনো তা না দেয়। কোনো বিবরণ কিংবা OTP শেয়ার করবেন না। এতে সমস্ত সাইবার প্রতারকদের থেকে আপনি নিরাপদ থাকেন।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 প্রতিমাসে প্রচুর টাকা ইনকাম করতে চান? আজই জেনে নিন এই ব্যবসাগুলির ব্যাপারে | Business ideas in Bengali
👉 PAN Card Update: প্যান কার্ড আছে আপনার? তবে এখনই হন সাবধান! নইলে ১০,০০০ টাকা জরিমানা হবে!
👉 Lottery Result: লটারিতে ১৬,৮৮৬ কোটি টাকা! ২ মাসে বদলে গেল জীবন!
👉 Govt Scheme: ২০,০০০ টাকা করে নগদ পাবেন প্রত্যেক নাগরিক! আবেদন করলেই সুযোগ!
👉TET Interview: টেটের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে? জেনে নিন এক ক্লিকেই!