১/১০: পাবলিক সেক্টর ব্যাংক অর্থাৎ SBI, PNB, BoB-এর মতো ব্যাংকের জন্য রয়েছে দারুন খবর! আপনার যদি এই ব্যাংকগুলোর মধ্যে যেকোনো একটিতেও অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনার জন্য দুর্দান্ত খবর রয়েছে। প্রখ্যাত রেটিং এজেন্সি মুডি’স কয়েকটি পাবলিক সেক্টর ব্যাংকের রেটিং বাড়িয়েছে।
বিষয় তালিকা
কত রয়েছে SBI-এর রেটিং-
২/১০: মুডি’স ইনভেস্টরস সার্ভিস একটি বিবৃতিতে জানিয়েছে যে, দীর্ঘমেয়াদী রেটিং বেশ স্থিতিশীল রয়েছে সরকারি ব্যাঙ্কগুলোর। মুডি’স এই সংস্থাটিকে দীর্ঘমেয়াদে স্থানীয় এবং বিদেশী মুদ্রা ডিপোজিট রাখার ক্ষেত্রে রেটিং দিয়েছে BAA3।
কানারা এবং PNB-এর রেটিং কত রয়েছে-
৩/১০: দীর্ঘমেয়াদী আমানত রেটিং-এর ক্ষেত্রে মুডি’স SBI-এর মতো ব্যাংক অফ বরোদা, কানারা ব্যাংক এবং PNB-এর রেটিং BAA1 থেকে বাড়িয়ে BAA3-তে আপগ্রেড করেছে। এতে এই ক্ষেত্রে খুব তাড়াতাড়িই বড়ো বিনিয়োগ আসতে পারে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SIP Investment: ৩ কোটি টাকার মালিক হতে পারবেন এটি করলে! জানুন কি ভাবে করতে হবে?
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SBI Bank Deduction: ১৪৭.৫০ টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে? ফ্রড না তো? জানুন আসল বিষয়টি
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/১০: একটি ব্যাংকের বৈদেশিক এবং দেশীয় মুদ্রা জমার বাধ্যবাধকতা যথাসময়ে পূরণ করার ক্ষমতা প্রতিফলিত করে মুডি’স ব্যাংক ডিপোজিট রেটিং।
৫/১০: ভারতে ধীরে ধীরে ক্রেডিট অবস্থার অনেকটা উন্নতি হয়েছে বলেও জানিয়েছে মুডি’স। বিশেষত খুচরার ক্ষেত্রে ঋণগুলির পারফরম্যান্স ভালো এবং কোম্পানিগুলিরও আর্থিক অবস্থার উন্নতি হয়েছে।
৬/১০: রেটিংয়ের সাথে সাথে মুডি’স আরও জানিয়েছে যে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এভাবেই বাড়তে থাকবে। সমগ্র বিশ্বে যেখানে আর্থিক মন্দা দেখা গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের গ্রোথ রেট অনেকটাই বেশি।
৭/১০: মুডি’স এও জানিয়েছে যে, ভারতীয় অর্থনীতি এবং অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় পারফরম্যান্স অনেকটাই ভালো।
কি প্রত্যাশা করেছে রেটিং এজেন্সি-
৮/১০: রেটিং এজেন্সিগুলো আশা করে যে, ব্যাংকের সম্পদের মান আগামী দেড় বছরের মধ্যেই ভালো হয়ে উঠবে। তার কারণ ঠিক যেমনভাবে ব্যবসার জন্য অনুকূল পরিচালন পরিবেশ এবং কোম্পানির ব্যালেন্স শীট ব্যাংককে উন্নত করবে, ঠিক তেমনি বিনিয়োগকারীরাও এখানে মোটা টাকা আয় করতে পারবেন।
৯/১০: মুডি’স-এর এই রেটিং অনুযায়ী, এখানে সমগ্র বিশ্বের বিভিন্ন বিনিয়োগকারীদের বিনিয়োগ হতে পারে।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 গান করেও শেয়ার করা যাবে WhatsApp স্টেটাসে! আসছে মজার এই ফিচার
👉 Jio Postpaid: কম খরচে আনলিমিটেড কলের সুবিধা পাবেন জিও-র এই প্ল্যানগুলিতে, রয়েছে আরো অফার
👉 WB School Teacher Recruitment 2023: শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে রাজ্যের স্কুলে শিক্ষক পদে নিয়োগ চলছে (Apply Now!)
👉 আদালতের নির্দেশ মেনে ৮০৯ জন শিক্ষকের তালিকা দিয়ে তথ্য যাচাই সংক্রান্ত নোটিফিকেশন দিলো জেলা DI