১/১০: কেন্দ্রীয় সরকার USB Type-C চার্জার (USB Type C Charger) নিয়ে বড়ো সিদ্ধান্ত নিলো। এই বিষয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, এই চার্জিং পোর্ট (Charging Port) সমস্ত মোবাইল ফোন নির্মাতা এবং টেক কোম্পানিগুলির নিজেদের ডিভাইসে ব্যবহার করা বাধ্যতামূলক। এর জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও।
২/১০: কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, ভারতের সমস্ত ইলেকট্রনিক প্রোডাক্টে আগামী ২০২৫ সালের মার্চ মাস থেকে USB Type-C পোর্ট ব্যবহার বাধ্যতামূলক হচ্ছে।
৩/১০: উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং জানিয়েছেন যে, “চার্জারের ক্ষেত্রে বড় ভূমিকা নেয় বিশ্বব্যাপী সাপ্লাই চেন। আমাদেরও সেই সময়সীমার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।”
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 নতুন বছরে টাকা আসবে জলের মতো! শুধু ঘরে এই সামান্য বদল করুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বিনামূল্যে ২ লক্ষ টাকার সুবিধা দিচ্ছে SBI, এভাবে তুলে নিন ফায়দা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 অ্যাকাউন্টে টাকা নেই? এইভাবে বেতনের ৩ গুণ টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন! জানুন কিভাবে?
৪/১০: তিনি এও জানিয়েছেন যে, এই নিয়ম ইউরোপে কার্যকর হওয়ার ৩ মাসের মধ্যে ভারতেও USB Type-C চার্জারের নিয়ম প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যেই জানিয়েছে যে, আগামী ২০২৪ সাল থেকে ইউরোপে সমস্ত মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে USB Type-C চার্জার ব্যবহার বাধ্যতামূলক করা হবে।
৫/১০: USB Type-C পোর্ট ইতিমধ্যেই ৯৮% Android ফোনে ব্যবহার হচ্ছে। কিন্তু Apple iPhone তৈরি করার সময় লাইটিনিং পোর্ট ব্যবহার করছে। এই সিদ্ধান্ত পরিবার পিছু চার্জারের সংখ্যা কমানোর জন্যই নেওয়া হয়েছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
৬/১০: কেন্দ্রীয় আধিকারিকদের মতে, নানারকমের চার্জার ব্যবহার করার জন্য যে ই-ওয়েস্ট তৈরি হয় তা এই সিদ্ধান্তে অনেকটাই কমানো যাবে।
৭/১০: মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের জন্য USB Type-C চার্জার ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়াও একটি বিশেষ গ্রুপ গঠন করা হয়েছে স্মার্টওয়াচ এবং অন্যান্য ওয়্যারেবল ডিভাইসের জন্য একটি নির্দিষ্ট চার্জার ব্যবহারের উদ্দেশ্যে। পরবর্তীকালে দেশের সমস্ত স্মার্টওয়াচ এবং ফিটনেস ব্যান্ড একই চার্জার দিয়ে চার্জ দেওয়া সম্ভব হবে কিনা তা খতিয়ে দেখাই হলো এই দলের কাজ।
৮/১০: কেন্দ্রীয় সরকারের এই নিয়ম যদি কার্যকর করা হয় তাহলে একদিন USB Type-C চার্জার দিয়ে সমস্ত স্মার্টফোন চার্জ করা যাবে। অপরদিকে, সেই একই চার্জার ব্যবহার করে চার্জ করা যাবে ল্যাপটপ, ট্যাবলেট, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস স্পিকারসহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস। এর ফলে আপনাকে আর ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহার করতে হবে না।
৯/১০: এছাড়াও USB Type-C পোর্টের মাধ্যমে ডিজিটাল ক্যামেরা, ভিডিয়ো গেম কনসোলসহ অন্যান্য ইলেকট্রিক ডিভাইসও চার্জ হবে।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 LIC Big Update: বদলে যাচ্ছে LIC-র নিয়ম! কী প্রভাব পরবে আপনার বিমায়? অবশ্যই জেনে নিন
👉 Laduma Dhamecha Yuva Scholarship 2023: ৫০,০০০ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে! কিভাবে আবেদন করবেন? জানুন
👉 Aadhar card: এবার আধারের ঠিকানা বদলানো যাবে অনলাইনেই! লাগবে পরিবারের প্রধানের সম্মতি, নয়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের
👉 এবার মাত্র ২০০ টাকায় সারামাসের বিদ্যুৎ বিল! জানুন কিভাবে?