কেন্দ্রীয় ব্যাংক সমগ্র দেশে মুদ্রাস্ফীতি কমাতে নতুন করে পদক্ষেপ নিল। একদিকে যেমন ফিক্সড ডিপোজিটের সুদ বেড়েছে ঠিক তেমনি অন্যদিকে বেড়েছে রেপো রেট। তাই গ্রাহকরা এখন পূর্বের তুলনায় অনেক বেশি টাকা রিটার্ন পান। আপনি যদি ফিক্সড ডিপোজিট করে বেশি টাকা রিটার্ন পেতে চান, তাহলে এই প্রতিবেদনটি পড়া আপনার জন্য প্রয়োজনীয়।
আমরা প্রত্যেকেই জানি, দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাংক কর্তৃক রেপো রেট বাড়ানো হয়েছে। রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI)।
এবারে এই বিষয়টিকেই ব্যালেন্স করার জন্য কেন্দ্রীয় সংস্থাটি ফিক্সড ডিপোজিটের সুদের পরিমাণ বাড়িয়ে দিলো। ডিসিবি ব্যাংক, দেশের বেসরকারি ক্ষেত্রে ঋণদাতা ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে।
এছাড়াও ১৮ মাস থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য সুদের হার বৃদ্ধি পেয়েছে। ডিসিবি ব্যাংক কর্তৃক একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ অক্টোবর থেকে বৃদ্ধি পাওয়া সুদের হার কার্যকর হবে। এখন কেন্দ্রীয় সংস্থাটি ৭০০ দিন থেকে ৩ বছরের ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.১০% সুদ দিচ্ছে।
DCB ব্যাঙ্কের নতুন FD রেট-
৭ দিন থেকে ৯০ দিন পর্যন্ত এফডিতে ৪.৮০% এবং ৯১ দিন থেকে ৬ মাস পর্যন্ত এফডিতে ৫.৫০% সুদ দেওয়া থাকবে। যেখানে ৬ মাস থেকে ১২ মাস মেয়াদি এফডিতে ৫.৭০%, ১২ মাসের এফডিতে ৬.১০%, ১২ মাস থেকে ১৫ মাস পর্যন্ত এফডিতে ৫.৭৫% এবং ১৫ মাস থেকে ১৮ মাসের কম সমযয়ের মেয়াদের এফডিতে ৬.৭৫% সুদ দেবে।
অপরদিকে, ডিসিবি ব্যাংকে ১৮ মাস থেকে ৭০০ দিনের কম সময়ব্যাপী এফডিতে সুদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬.৭৫% করা হবে। সংস্থাটি সর্বোচ্চ ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধি করার পর ৭০০ দিন থেকে ৩৬ মাস মেয়াদের এফডিতে ৭.১০% সুদ দেবে এবং ৩৬ মাস থেকে ১০ বছর সময়ের এফডিতে ৪০ বেসিস পয়েন্ট বৃদ্ধি হওয়ার পর ৭% সুদ দেবে।
১০ হাজার টাকা দিয়েও আপনি FD করতে পারেন-
আপনি যদি ডিসিবি ব্যাংকে এফডি করতে চান তাহলে আপনি নূন্যতম ১০,০০০ টাকা মূলধন দিয়েও শুরু করতে পারবেন। যেখানে আগের পুরোনো গ্রাহকদের জন্য বার্ষিক ০.৫% অতিরিক্ত সুদের সুবিধা রয়েছে।
যেকোনো গ্রাহক মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে সুদের হার পাবেন। এছাড়াও এফডি রয়েছে এমন গ্রাহক ঋণ এবং অডি (OD)-এর জন্যও আবেদন করতে পারবেন।
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Dr. Reddy’s Foundation Sashakt Scholarship 2022
🔥 ৩৬ হাজার টাকা পর্যন্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেবে ভারত সরকার, দ্রুত আবেদন করুন!
🔥 West Bengal Municipality Recruitment 2022
🔥 UPSC Geo Scientist Exam 2022
🔥 Eastern Railway Recruitment 2022