Modi Government Pension Scheme-
১/১৫: মোদি সরকার (Government of India) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিয়ে এসেছে বড়ো ধামাকা। কর্মীরা পাবেন পুরনো পেনশনের সুবিধা।
২/১৫: মোদি সরকার পুরনো পেনশন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। পুরনো পেনশনের সুবিধা পুনরায় শুরু হবে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য।
৩/১৫: তবে কিছু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্যই কার্যকর হবে এই পুরনো পেনশন। তাঁরা বেছে নিতে পারেন পুরনো পেনশন প্রকল্প (Pension Scheme)।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pan Card Fraud: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন? জানুন উপায়
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 EPFO: মার্চেই অ্যাকাউন্টে টাকা! মোদীর মন্ত্রী আরও কি কি জানালেন? জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বদলে যাচ্ছে রেশনে পাওয়া সামগ্রীর পরিমাণ, আপনি কত কেজি পাবেন? দেখে নিন
৪/১৫: শ্রমমন্ত্রকের একটি তথ্যে জানা গেছে যে, ২০০৩ সালের ২২ ডিসেম্বর যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল তার ফলে যে কর্মীরা চাকরি পেয়েছিলেন এই পুরনো পেনশন বিকল্প তাঁদের জন্যই।
৫/১৫: ২০০৩ সালে ৩০ ডিসেম্বরের পূর্বে এনপিএস চালু করা হয়েছিল সূচিত পদের জন্য। কেন্দ্রীয় সিভিল পরিষেবা পেনশনের নিয়মে ১৯৭২ (এখন ২০২১) পুরনো পেনশন পাওয়ার পাত্র বলে বিবেচিত হবেন।
৬/১৫: ৩১ আগস্ট পর্যন্ত এই বিকল্পের অন্তর্গত ওপিএস অথবা ওল্ড পেনশন স্কিম বেছে নেওয়ার সময় দেওয়া হয়েছে।
৭/১৫: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশবাহিনী অথবা অন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্যই এই আদেশ কার্যকরী হবে। চাকরি যাঁরা পেয়েছিলেন, প্রশাসনিক কারণের জন্যই ভর্তি প্রক্রিয়ায় দেরি হয়েছে।
৮/১৫: সরকারের এই পদক্ষেপের জেরেই জেনারেল পেনশন ফান্ডের সাথে সংযুক্ত হবে এই সমস্ত কর্মীদের পেনশন।
৯/১৫: কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওপরে বিজেপি সরকারের নেতৃত্বে পুরনো পেনশন যোজনা কার্যকর করার জন্য প্রত্যেক বছর নির্দিষ্ট টাকার বাড়তি বোঝা চাপবে।
১০/১৫: ছত্রিশগড়, রাজস্থান, ঝাড়খন্ড, হিমাচল প্রদেশের মতো কংগ্রেস শাসিত রাজ্যেও এর আগে কার্যকর করা হয়েছে। কেন্দ্রীয় সরকারি ২৩,৬৫,৬৯৩ এবং রাজ্য সরকারি ৬০,৩২,৭৬৮ কর্মীদের নাম নথিভুক্ত করা হয়েছিল।
১১/১৫: একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন যে, এই সংক্রান্ত বিষয়ে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। আদালতে এই সমস্ত মামলা মোকদ্দমায় একাধিক প্রশ্ন উঠেছে।
১২/১৫: সরকার সেই মামলায় জয়ী হয়নি। সরকারও পুরনো পেনশন বিকল্পের করার সিদ্ধান্ত নিয়েছে বলেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে।
১৩/১৫: তবে ২০২৩ সালের ৩১ আগস্টের মধ্যে যদি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নিশ্চিত করেন, তাহলে তাঁরা এই পুরনো পেনশনের সুবিধা পাবেন।
১৪/১৫: নচেৎ তাঁরা যেমন এনপিএসের সুবিধা পাচ্ছেন তেমনটাই কার্যকর হবে।
১৫/১৫: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ এক্ষুনি করুন! না হলে সমস্যায় পড়তে পারেন
👉 ৩০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জেনে নিন নিন
👉 Jio Recharge Plans: Jio-র ৭৫ টাকার এই প্ল্যানে পাবেন আনলিমিটেড কল, ২.৫ GB ডেটা! জেনে নিন এই প্ল্যান সম্পর্কে
👉 WB Volunteers Recruitment 2023
👉 বিরাট সুখবর সরকারি কর্মচারীদের জন্য! লাফিয়ে বাড়বে বেতন! মিলবে পুরোনো পেনশনও