(১/৬) আবারও মহার্ঘ ভাতা (DA) নিয়ে কেন্দ্রীয় সরকার একটি বড়ো সিদ্ধান্ত নেন। আশা করা যায় সরকারের এই সিদ্ধান্ত থেকে উপকৃত হবে সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা। মোদি সরকার চলতি বছরের জানুয়ারি মাসে থেকে মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। আশা করা যায় এর পরে থেকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অনেকটা বাড়তে পারে।
(২/৬) এর ফলে তাদের একাউন্টে বাড়তি ১৫,১৪৪ টাকা আলাদা করে আসতে চলেছে। তবে আপনি কিভাবে এই সুবিধা পাবেন জানতে হলে নিচের পোস্টটি সম্পূর্ণ পড়ুন।
(৩/৬) কেন্দ্রীয় সরকারের সম্প্রতি ঘোষণা অনুযায়ী কেন্দ্রের অধিনস্ত সরকারি কর্মীরা ৪২ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছেন। হিসেব অনুযায়ী কারোর বেতন ২০,০০০ টাকা হলে ৪ শতাংশ হারে তার বেতন বাড়বে। অর্থাৎ প্রতি মাসে বেতন ৮০০ টাকা বাড়বে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
রাজ্যে ১০৮০ জন প্রশিক্ষক নিয়োগ করা হবে, নিয়োগ হবে জেলায় জেলায়, জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন: 👇👇👇
সিম কার্ড নিয়ে এই নতুন নিয়ম জারি করল ট্রাই! না মানলে ২ বছর নম্বর ব্লক!
🔥 আরও পড়ুন: 👇👇👇
Income Tax: এপ্রিল মাস থেকে এই ১০ বদল! চাকরিজীবীদের সতর্ক থাকতে হবে অর্থবর্ষের শুরু থেকেই
(৪/৬) আবার সেইভাবেই কারো বেতন ৩১,৫৫০ টাকা হয়, তাহলে তার বেতন বাড়বে ১৩,২৫১ টাকা। সরকারি নির্দেশ অনুযায়ী মহার্ঘ ভাতা ৪ শতাংশ হারে বাড়লে সেক্ষেত্রে বেতন ১২৬২ টাকা বাড়বে। আবার বার্ষিক ভিত্তিতে হিসেব করলে বেতন ১৫,১৪৪ টাকা বাড়বে।
(৫/৬) কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে এই মহার্ঘ ভাতা ঘোষণা করেন। এই দৃষ্টিতে হিসেব অনুযায়ী আপনি একসাথে ২ মাসের বকেয়া পাবেন। আবার এর মধ্যে চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি অর্থাৎ ২মাসের বর্ধিত মহার্ঘ ভাতাও রয়েছে। এই দুই মাসের ভাতা আপনি মার্চ মাসে একসঙ্গে ১,২৬২ টাকা করে দুবার পাবেন।
(৬/৬) কেন্দ্রের তরফ থেকে আরও একটি বিষয় ঘোষণা করা হয়। মহার্ঘ ভাতার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়া ভাতাও বাড়ানো হবে।একসঙ্গে ৩ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হবে। বর্তমানে কর্মীরা ২৭ শতাংশ হারে HRA পান।সরকারের ঘোষণা অনুযায়ী সেটা বেড়ে হয়েছে ৩০ শতাংশ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Aadhaar Link: এই ১০ কাজ হবে না প্যান আধার কার্ড লিঙ্ক না থাকলে! সময় থাকতে জেনে নিন
👉 চাকরি পাচ্ছেন না? এবার টাকা আসবে সরাসরি অ্যাকাউন্টে! জানুন কিভাবে পাবেন
👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 Post Office Recruitment 2023