Big News: এবার Aadhaar Card তৈরিতে থাকবে হবে এই যোগ্যতা! জেনে নিন এখনই

(১/৮) বর্তমানে আধার কার্ড (Aadhaar Card) হল একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ছাড়া কোনো অফিসিয়াল কাজ সম্পূর্ণ হয় না। স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সমস্ত কাজে আধার কার্ড অত্যাবশ্যক।

(২/৮) বারো সংখ্যার এই আঁধার নম্বর প্রতিটি ভারতীয়র জন্য জন্মগ্রহণ পত্রের সঙ্গে সঙ্গে একটি বায়োমেট্রিক তথ্যের ভান্ডার। আপনার এই কার্ড না থাকলে যেকোনো ধরনের সরকারি পরিষেবা থেকেও আপনি বঞ্চিত থাকবেন।

(৩/৮) সঠিকভাবে আধার কার্ডের কথা বলতে হলে বলা হবে আধার কার্ড হল একটি বিশিষ্ট নাগরিক পরিচয় পত্র। সমস্ত ভারতবর্ষে আধার কার্ডের এই কাজ বহন করে UIDAI। ভারত সরকার ২০১৬ সালে এটি প্রতিষ্ঠা করেন। আধার দেশে প্রতিষ্ঠিত হলে দেশে দুর্নীতির পরিমান কমে যাবে, এমনটাই ভেবেছিলেন ভারত সরকার।

🔥 আরও পড়ুন:

👉 PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 PAN Aadhaar Card: সব সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই কাজ করতে হবে, না হলে ফ্রিজ হবে আপনার অ্যাকাউন্ট

🔥 আরও পড়ুন:

👉 Adhar card: এবারে এই কাজটি করতে হবে আধার কার্ড ব্যবহারকারীদের, তা না হলে বিরাট সমস্যা পড়বেন আপনিও

(৪/৮) প্রতিটি দেশবাসীর কাছে আধার একটি গুরুত্বপূর্ণ নথি তাই কোন ব্যক্তির আধার কার্ড তৈরি করতে গেলে অবশ্যই তার পূর্বে কিছু পদক্ষেপ জেনে নেওয়া উচিত।

(৫/৮) তবে এই আধার কার্ড (Aadhaar Card) তৈরি করতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন হয়। এর সঙ্গে সঙ্গে কিছু নিয়ম কানুনও মানতে হয়।

(৬/৮) দেশের যেকোনো নাগরিক আধার কার্ড তৈরি করতে পারেন। যেকোনো ব্যাক্তি, নবজাতক, নাবালক, নাবালিকা আধার কার্ড করতে পারে। তবে তাদের অবশ্যই দেশের নাগরিক হতে হবে

(৭/৮) ৫ বছরের কম বয়সের শিশুদের জন্যও আধার কার্ড রয়েছে। যে সমস্ত বিদেশীরা ভারতে বারো মাসেরও বেশি সময় ধরে রয়েছেন সেই NRI বা বিদেশীরা আধার কার্ড করতে পারবেন

Big News This qualification will be present in the creation of Aadhaar Card

(৮/৮) এছাড়াও আরো কিছু শ্রেণীর মানুষদের জন্য আধার কার্ড আবশ্যিক রয়েছে। যেমন ১৮০ দিনের বসবাসকারী মানুষ যাদের ভারতীয় পাসপোর্ট রয়েছে তাঁদের জন্য আধার কার্ড আবশ্যিক

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 SBI Asha Scholarship 2023

👉 SBI Recruitment 2023

👉 Business Ideas: শীঘ্রই হবেন কোটিপতি! শুরু করুন এই ব্যবসা মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে

👉 Post office group C Recruitment 2023

👉 কোটিপতি হয়ে যান ২০ টাকার নোট বিক্রি করে! জানুন কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে

Leave a Comment