এই কাজ না করলে আপনার বিদ্যুৎ লাইন কেটে দেবে! জানুন কি করতে হবে?

১/১১: প্রায় প্রত্যেক রাজ্যবাসীই বিদ্যুৎ বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিল প্রত্যেক মাসে না দিয়ে ৩ মাস পর পর দেওয়ার ফলে বিদ্যুৎ বিল বাড়ছে। স্ল্যাব বিলের অধীনে পড়ায় নিজের অজান্তেই বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আপনি যদি এই বিদ্যুৎ বিলের মেসেজ এখনও পেয়ে না থাকেন তাহলে এখনি সতর্ক হন। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ার অনুরোধ করছি।

২/১১: বিদ্যুৎ দপ্তর অথবা Electricity Department-এর বিদ্যুৎ বিল SMS দেখলে বিভ্রান্ত হবেন না। কারণ অনেকেই বিদ্যুৎ দপ্তরের মেসেজ দেখে বিভ্রান্ত হয়ে যান। বিল নিয়ে অনেকের মনেই আতঙ্ক তৈরি হয়।

৩/১১: এছাড়াও এমন অনেক মানুষ আছেন যারা সঠিক সময় বিদ্যুৎ বিল জমা করেন না। আর সেই কারণেই এইরকম মেসেজ দেখেই কোনদিক না ভেবেই এই চরম ভুল করেন। তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে এই বিষয়টি ভালো করে যাচাই করে নিতে হবে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১.৫ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডিরেক্টর পদে চাকরির সুযোগ! (Apply Now!)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই নয়া নিয়ম WhatsApp, Google-এর জন্য কার্যকর হল! কি সেই নয়া নিয়ম? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় এবার কি ভাবে কতগুলি বাড়ি পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত

৪/১১: এখন প্রায় প্রত্যেকের মোবাইলেই বিভিন্ন ধরণের UPI পেমেন্ট অ্যাপ্লিকেশন থাকে। ফলে দুষ্কৃতীরা এমন কিছু তথ্য আছে যার খোঁজ পেয়ে যায়। সেই সমস্ত তথ্যের মাধ্যমেই তাদের সিস্টেম থেকে তারা Fraud SMS পাঠায়। আর বিদ্যুৎ বিলের সেই সমস্ত মেসেজগুলি বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।

৫/১১: এরকমই একটি ঘটনার স্বীকার হয়েছেন ব্যাঙ্গালোরের বেশকিছু বাসিন্দা। তাদের মোবাইলে Fraud অথবা Scam SMS পাঠানো। বিদ্যুৎ দপ্তরের নাম করে পাঠানো সেই মেসেজে কি কি লেখা থাকে? গ্রাহকদের কল করে কি কথা বলছেন তারা? তাহলে চলুন এই সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

৬/১১: মেসজে লেখা থাকছে যে, তারা বিদ্যুৎ দপ্তরের থেকে একটি সতর্কীকরণ মেসেজ পাঠাচ্ছেন। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লেখা থাকছে এবং বলা হচ্ছে যে, বিদ্যুৎ বিল বাকি রয়েছে। যাতে বিশ্বাস অর্জন করা যায় তাই এও বলা হচ্ছে যে, যদি বিল পরিশোধ না করা হয় তাহলে বিদ্যুৎ দপ্তরের অফিসের লোক খুব শীঘ্রই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। আর সাধারন মানুষ এতেই বিভ্রান্ত হচ্ছেন।

৭/১১: আর তারপর কল করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে, যদি এই মুহূর্তে টাকা জমা না করা হয় তাহলে Disconnection Notice প্রিন্ট করে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের লাইন কাটার জন্য বাড়ি পাঠানো হবে। তৎক্ষণাৎ পেমেন্টের অপশন এবং পেমেন্ট রিকোয়েস্টও পাঠানো হচ্ছে। এবার আপনি যদি সেই রিকোয়েস্ট Accept করেন তাহলেই সব শেষ

৮/১১: আপনার ব্যাংক একাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। আর এই টাকা বিদ্যুৎ দপ্তরের নাম করে দুষ্কৃতীরা হাতিয়ে নেবে। এভাবেই অনেকেই হারিয়েছেন লক্ষাধিক টাকা। এই নিয়ে তারা সাইবার ক্রাইম ব্র্যাঞ্চে মামলাও করেছেন। এবার প্রত্যেকের নজর এর সমাধানের দিকে।

এদের থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন?

৯/১১: যদি আপনার কাছে এই ধরণের কোনো মেসেজ অথবা ফোনকল আসে তাহলে বিভ্রান্ত হবেন না। তাদেরকে বলুন যে, আপনার স্থানীয় বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়েই আপনি এই বিষয়টি মিটিয়ে নেবেন। আপনি এটাও বলতে পারেন যে, আপনার অ্যাকাউন্টে এখন ব্যালেন্স নেই। এছাড়াও বলতে পারেন যে, ওই ধরণের পেমেন্ট অ্যাপ আপনি আগে ব্যবহার করতেন। কিন্তু এখন আর ব্যবহার করেন না। কিংবা বলতে পারেন যে, আপনি ঐ ধরণের কোনো অ্যাপ ব্যবহারই করেন না।

big update Failure to do so will cut your power line

১০/১০: সাবধান হয়ে চলুন। এছাড়াও চাকরী, ব্যবসার আইডিয়া, সরকারী প্রকল্প, সংক্রান্ত নানা ধরনের আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি। ধন্যবাদ।

১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ইলেকট্রিক বিল, ব্যাঙ্ক ইত্যাদির এই ৫ টি নিয়ম বদলে গিয়েছে জানুয়ারি থেকে! কি কি নিয়ম? জানুন

👉 SBI-এর নিয়মের এই বড়ো বদলের বিষয়ে না জানলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন! তার আগে জেনে নিন এই নিয়ম

👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন

👉 ৬,০০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পে! এভাবে আবেদন করে তুলে নিন ফায়দা

👉 South Eastern Railway Recruitment

Leave a Comment