আবাস যোজনা নিয়ে বড়ো আপডেট! আরো ২০ হাজার লোক ঘর পেতে চলেছেন! | Pradhan Mantri Awas Yojana New Update

১/৯: কেন্দ্রীয় সরকার দেশের অসহায় দরিদ্র এবং পিছিয়ে থাকা শ্রেণীর আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) কার্যকরী করা হয়েছিল। যে সমস্ত ব্যক্তিদের পাকা বাড়ি নেই তাদেরকে পাকা বাড়ি তৈরির জন্য এই যোজনার আওতায় অনুদান দেওয়া হয়।

২/৯: প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) অধীনে তারা অনুদান পেতে চলেছেন এই সংক্রান্ত চূড়ান্ত তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে রাজ্য সরকার। আর এতেই গোটা রাজ্যের সাধারণ মানুষ আবাস যোজনার অনুদানের টাকা কবে পেতে চলেছেন তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। এই আবহে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা সংক্রান্ত আরও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (Pradhan Mantri Awas Yojana New Update)

৩/৯: রাজ্য সরকার পূর্বে জানিয়েছিল যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি তৈরীর অনুমোদন দেওয়ার সময়সীমা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাড়ানো হয়েছে। তাই সমগ্র রাজ্যে নতুন করে প্রায় ৮৬ হাজার বাড়ি তৈরি অনুমোদন দেওয়ার প্রক্রিয়াও কার্যকর করা হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ফেব্রুয়ারী মাসে কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কি পরিমান রেশন দেবে? তালিকা দেখে নিন এখনই!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LIC Scheme: দিনে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার স্কিম আনল LIC ! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিমাসে ১ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার এদের! জানুন কীভাবে পাবেন

৪/৯: রাজ্য সরকার এবার নতুন যে আপডেট এনেছে তাতে জানা গেছে যে, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আগামী দিনে আরও বেশি সংখ্যক মানুষ পাকা বাড়ি পেতে চলেছেন।

৫/৯: বিভিন্ন সূত্র মারফত এমনটাই দাবি করা হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন প্রকাশ করেছিল তা মেনে রাজ্য সরকারের পক্ষ থেকে সমীক্ষা করা হয়েছিল। সেই অনুযায়ী, আরও ২০ হাজার আবেদনকারী আবাস যোজনার অধীনে পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন

৬/৯: যদি এই সমস্ত যোগ্য আবেদনকারীদের আবাস যোজনায় অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে ২০ হাজার অতিরিক্ত ঘরের কোটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করতে হবে। আর সেই জন্যই অতিরিক্ত ২০ হাজার ঘরের কোটা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করার অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা হয়েছে রাজ্য সরকারের তরফে।

৭/৯: সূত্রের দাবি অনুযায়ী, যদি রাজ্য সরকারের এই প্রস্তাবে কেন্দ্রীয় সরকার অনুমতি দেয় তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০ হাজার আবেদনকারীর মধ্যে থেকে বেছে নেওয়া হবে যোগ্য আবেদনকারীদের। তাদেরকে দেওয়া হবে বাড়ি তৈরি অনুদানও। এর ফলে সমগ্র রাজ্যে আরও বেশি সংখ্যক মানুষ আগামী দিনে পাকা বাড়ি তৈরির অনুমোদন এবং অনুদান পাবেন।

Big update on Pradhan Mantri Awas Yojana! 20,000 more people are going to get a house!

৮/৯: অর্থাৎ আবাস যোজনার অধীনে পাকা বাড়ি নির্মাণের অনুদানের জন্য যারা আগেই আবেদন করেছিলেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই। কেন্দ্রীয় সরকার একবার সবুজ সংকেত দিলেই তারাও আগামী দিনে পাকা বাড়ি তৈরির অনুদান এবং অনুমোদন পেতে চলেছেন।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১০ দিনেই অ্যাকাউন্টে চলে আসবে PF-এর টাকা! এইভাবে করুন আবেদন

👉 একবার রিচার্জ করলেই গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ! জেনে নিন এখনই

👉 WhatsApp দিয়ে কল করেন? এই খবর আপনাকে খুশি করবেই!

👉 WB Bandhan Bank Recruitment 2023

👉 এই নোটটি কাছে থাকলে হয়ে যাবেন কোটিপতি! ৫০ টাকায় কি ভাবে কোটিপতি হবেন? জানুন

Leave a Comment