Bank of India Recruitment 2022, Bank of India Recruitment 2022 Apply Online, Bank of India Recruitment 2022 Official Website, Bank of India Job Vacancy, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২, BOI Recruitment 2022
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট সুখবর! সম্প্রতি ব্যাংক অফ ইন্ডিয়া (Bank of India Recruitment 2022) কর্তৃক একটি নতুন কর্মবিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 (BOI) Bank of India Recruitment 2022 | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২
- 2 (BOI) Bank of India Recruitment 2022: Vacancy Detail | ব্যাংক ইন্ডিয়া নিয়োগ ২০২২: পদের নাম
- 3 (BOI) Bank of India Recruitment 2022: Selection Process | ব্যাংক ইন্ডিয়া নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
- 4 How to Apply for BOI Recruitment 2022: | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
- 5 (BOI) Bank of India Recruitment 2022: Required Documents | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
- 6 (BOI) Bank of India Recruitment 2022: Educational Qualification | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
- 7 (BOI) Bank of India Recruitment 2022: Last Date of Apply | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
- 8 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 9 FAQ: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)
- 9.1 Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
- 9.2 Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
- 9.3 Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?
(BOI) Bank of India Recruitment 2022 | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২
🔥 Organization Name (সংস্থার নাম) | ব্যাংক অফ ইন্ডিয়া (BOI) |
🔥 Post Details (পোস্টের নাম) | মেডিক্যাল কনসালটেন্ট |
🔥 Total Vacancies (মোট শূন্যপদ) | ১টি |
🔥 Job Location (চাকরির স্থান) | কলকাতা |
🔥 Apply Mode (আবেদন মাধ্যম) | অফলাইন |
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | bankofindia.co.in |
ব্যাংক অফ ইন্ডিয়ায় ((BOI) Bank of India Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
(BOI) Bank of India Recruitment 2022: Vacancy Detail | ব্যাংক ইন্ডিয়া নিয়োগ ২০২২: পদের নাম
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২-এ যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- Medical Consultant.
(BOI) Bank of India Recruitment 2022: Selection Process | ব্যাংক ইন্ডিয়া নিয়োগ ২০২২: নিয়োগ প্রক্রিয়া
এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
How to Apply for BOI Recruitment 2022: | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
Zonal Manager, Kolkata Zone, Bank of India, Building 5 BTM Sarani, Kolkata-700001.
(BOI) Bank of India Recruitment 2022: Required Documents | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
(BOI) Bank of India Recruitment 2022: Educational Qualification | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা
এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে। এই কাজে আপনার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
(BOI) Bank of India Recruitment 2022: Last Date of Apply | ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২: আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩০.০৯.২০২২ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
(BOI) Bank of India Recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
(BOI) Bank of India Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 Paytm Internship Recruitment 2022
🔥 Dakshin Dinajpur Integrated Government School Recruitment 2022
🔥 WB Ration Dealers Recruitment 2022
🔥 Burdwan University Recruitment 2022
🔥 Darjeeling DEO Recruitment 2022
FAQ: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)
Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ বিকেল ৫টার মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: মেডিক্যাল গ্র্যাজুয়েট হতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: (BOI) Bank of India Recruitment 2022 (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়োগ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?
Ans: অফলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)