Primary TET, WB TET, WB Primary TET, West Bengal Primary TET 2022, প্রাথমিক টেট
বিশাল বড় খবর! প্রাইমারি টেট এর আবেদন পত্র শুক্রবার অর্থাৎ আজি বিকেল থেকেই দেওয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিকেল চারটের পর থেকেই অনলাইনে আবেদনপত্র দেওয়ার কাজ শুরু হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে।
তবে এই আবেদন প্রক্রিয়া কতদিন চলবে তা এখনো জানানো হয়নি। পর্ষদ সূত্রের খবর আগামী ২১ দিন ধরে প্রাইমারি টেটের আবেদনপত্র অনলাইনে তোলা ও জমা দেওয়া যাবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবার প্রাথমিক টেট এর ক্ষেত্রে ফের বড়োসড়ো নিয়মের বদল এনেছে। যারা সংরক্ষণ তালিকাভুক্ত তারা সুবিধা পাবেন এই বদলের। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের মধ্যে যারা তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অগ্রসর শ্রেণির তালিকাভুক্ত তাদের জন্য দেওয়া হয়েছে বিশেষ ছাড়।
দ্বাদশ স্নাতক স্তরে 5% কম নম্বর পেলে এই তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকাভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ জেনারেল ক্যাটেগরি সাধারন শ্রেণীর জন্য যেখানে ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক সেখানে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ হলো নম্বরের উর্ধ্বসীমা।
এছাড়াও সংরক্ষণ তালিকাভুক্তদের পাশাপাশি শারীরিকভাবে অক্ষম, পাশাপাশি প্রাক্তন সেনা কর্মী ও আরো বেশ কয়েকটি শ্রেণীর প্রার্থীরাও এই সুবিধা পাবেন। এই মর্মে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি জারি করেছে।
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের ইতিমধ্যেই বুধবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছিল শুধুমাত্র ২০২০২২ শিক্ষাবর্ষই নয় এর পরবর্তী শিক্ষাবর্ষ গুলিকেও অর্থাৎ যারা ডিএলেড বা বিএসসি হয়েছেন তারাও দিতে পারবেন প্রাথমিক টেট। অর্থাৎ চলতি শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীরাও দিতে পারবেন প্রাথমিক টেট
পাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিকদের একাংশের দাবি NCTE-এর যাবতীয় নিয়ম মেনে চলতে হয় কেট-কে কেন্দ্র করে। যাতে নতুন করে আর কোনো আইনি জটিলতা তৈরি না হয় এ পরীক্ষা কে কেন্দ্র করে। লক্ষ লক্ষ পরীক্ষার্থী আবেদন এমনটাই প্রমাণ করে প্রাথমিক ইতিমধ্যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।
প্রসঙ্গত পর্ষদ সভাপতি গৌতম পাল চলতি সপ্তাহেই সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে প্রাথমিকের টেট। বছরে দুবার নিয়ম মেনে নেওয়া হবে বলেও আগেই পর্ষদ সভাপতি দাবি করেছিলেন। চলতি সপ্তাহে তিনি সাংবাদিক সম্মেলন করে দাবি করেন বছরে দুবার নিয়োগ হবে। বসে থাকবে না কোনো পরীক্ষার্থী। পাশাপাশি ২০১৪, ২০১৭ সালের উত্তীর্ণদেরও নিয়োগের জন্য আবেদন করার বার্তা রাখেন পর্ষদ সভাপতি।
শুক্রবার থেকে প্রাথমিক টেটের আবেদনপত্র দেওয়ার পাশাপাশি আগামী 2২১ অক্টোবর থেকেও পর্ষদ নিয়োগের জন্য আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে। পর্ষদ সভাপতি চলতি সপ্তাহে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছিলেন স্কুল শিক্ষা দপ্তর থেকে তারা ১১ হাজারেরও বেশি শূন্য পদ তারা পেয়েছেন। দ্রুত এই পদ্গুলিতে নিয়োগ করা হবে।
তবে টেটের নিয়মে সরলিকরণ আনার জন্য মনে করা হচ্ছে আরও পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা লক্ষাধিক বেড়ে যেতে পারে বলেই পর্ষদের আধিকারিকরা অনুমান করেছেন।
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 CMOH Paschim Bardhaman Recruitment 2022
🔥 NITTTR Kolkata Recruitment 2022
🔥 WBSSC: ২২ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ! পর্ষদের সংরক্ষণ তালিকা অনুমোদন রাজ্যের। (বিস্তারিত দেখুন)