ইতিমধ্যেই টেট পরীক্ষা নিয়ে নানারকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার পুনরায় এই পরীক্ষার আবেদন মুল্য বাড়ানো হয়েছে। পূর্বে এই মুল্য সাধারন শ্রেণীর আবেদনকারীদের ক্ষেত্রে ছিল ১৫০ টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীদের আবেদনমূল্য ছিল ১০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি ও প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনমূল্য ছিল ৫০ টাকা।কিন্তু নুতুন বিজ্ঞপ্তির মাধ্যমে এই মুল্য এবার বাড়ানো হলো।
এই পরীক্ষায় আবেদন করার জন্য অনলাইনে আবেদন মুল্য বাড়ানো হয়েছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত শনিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানিয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষায় আবেদন করার জন্য সাধারণ শ্রেণি অর্থাৎ জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের ২০০ টাকা আবেদন মূল্য দিতে হবে।
এছাড়া অন্যান্য অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি-এ এবং ওবিসি-বি ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১৫০ টাকা ধার্য্য করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতির এবং প্রতিবন্ধীদের জন্য ১০০ টাকা আবেদন মুল্য ধার্য করা হয়েছে।
পর্ষদের এই নতুন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, নিয়োগ প্রক্রিয়ায় আবেদন মুল্য ব্যতীত আর কোনোরূপ পরিবর্তন করা হয়নি। পূর্বের নিয়মাবলী মেনেই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।
টেট নিয়োগে দুর্নীতির কারনে আবেদনকারীরা পথে নেমেছেন, আন্দোলন করেছে। ২০১৪ পর্ষদ ভবনের সামনে চাকরির দাবি করে ধর্নায় বসেছেন ২০১৪ সালের চাকরি প্রার্থীরা।
কিন্তু গত বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের সেখান থেকে তুলে দেয়। ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও চাকরির দাবিতে নেমেছেন আন্দোলনে।
সিবিআই হাইকোর্টের নির্দেশানুসারে এই দুর্নীতির তদন্ত করছে। তদন্তে গ্রেফতার করা হয় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে। তারই মধ্যে নতুন করে আবেদন মুল্য কিছুটা বাড়িয়েই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে পর্ষদ।
আগামী ১১ই ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষাটি সম্পন্ন হবে। এবং এই পরীক্ষায় সর্বমোট ১১ হাজারের অধিক শূন্যপদে নিয়োগ হবে বলে পুজোর আগেই জানিয়েছিলেন পর্ষদ চেয়ারম্যান গৌতম পাল।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Criminal Investigation Department West Bengal Recruitment 2022
🔥 Purba Bardhaman Recruitment 2022