WB Primary TET 2022 Exam-এর গাইডলাইন জারি হলো, এই সমস্ত নিয়ম না মানলে পরীক্ষা বাতিল!

২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলন, বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত রয়েছে। এরই মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নেওয়ার বিষয়ে ধাপে ধাপে এগোচ্ছে। টেট পরীক্ষা হবে চলতি বছরের ১১ ডিসেম্বর ২০২২ তারিখ। এবার এই পরীক্ষা নিয়ে পর্ষদ চূড়ান্ত পর্যায়ের গাইডলাইন (TET Guideline 2022) প্রকাশ করলো।

breaking news today Guidelines for WB Primary TET 2022 Exam have been issued if all these rules are not followed, the exam will be cancelled

এই গাইডলাইনে টেট পরীক্ষায় আবেদন প্রক্রিয়া, পরীক্ষার সময়সূচি, পরীক্ষা কেন্দ্রে কী ধরনের আচরণ করা যাবে সেই সমস্ত বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও পর্ষদের পক্ষ থেকে প্রশ্নপত্রের নম্বরের মানসহ মডেল অর্থাৎ নমুনা প্রশ্নপত্র‌ও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই পরীক্ষার পাস মার্কস নিয়েও প্রাথমিক শিক্ষা পর্ষদ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

WB Primary TET Exam 2022 Official Guideline and Schedule (প্রাইমারি টেট পরীক্ষার গাইডলাইন ও সময়সূচী)

প্রত্যেকে জানেন যে, টেট পরীক্ষা হবে আগামী ১১ ডিসেম্বর (রবিবার) এবং এই পরীক্ষায় বসার জন্য আবেদন করা যাবে ৩ নভেম্বর পর্যন্ত। কিন্তু অনেকেই জানতেন না যে সেইদিন কটা পর্যন্ত ফর্ম ফিলাপ করা যাবে। ৩ নভেম্বর রাত ১২ টা পর্যন্ত টেট পরীক্ষার জন্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের গাইডলাইনে এমনটাই জানানো হয়েছে।

১) টেট পরীক্ষায় মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় থাকবে আড়াই ঘন্টা অর্থাৎ ২ ঘন্টা ৩০ মিনিট।

২) আগামী ১১ ডিসেম্বর এই টেট পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায় এবং পরীক্ষা শেষ হবে চলবে ২.৩০টের সময়।

৩) পর্ষদের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি পরীক্ষার্থীকে পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে রিপোর্টিং করতে হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের নিজেদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে সকাল ১০টার মধ্যে।

৪) পরীক্ষা শুরু হওয়ার পর যুক্তিপূর্ণ কারণ দেখালেও দেরিতে পৌঁছানো কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

৫) পর্ষদ আরও জানিয়েছে যে, যদি কোনো পরীক্ষার্থীর সময়ের পূর্বেই উত্তর লেখা হয়ে গিয়ে থাকে তাহলেও পরীক্ষাকেন্দ্র থেকে তিনি দুপুর আড়াইটের আগে বেরোতে পারবেন না।

৬) যদি সেই পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ইনভিজিলেটর বিশেষ অনুমতি দেন তাহলেই পরীক্ষার্থীরা সময়ের আগে পরীক্ষাকেন্দ্র থেকে বেরোতে পারবেন।

৭) প্রত্যেকটি পরীক্ষার্থীকে বৈধ অ্যাডমিট কার্ডসহ পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। পরীক্ষার্থীরা এই অ্যাডমিট কার্ড পর্ষদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। বৈধ অ্যাডমিট কার্ডের ফটোকপি অথবা অ্যাডমিট কার্ড ব্যতীত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না।

৮) পর্ষদ এও জানিয়েছে যে, পরীক্ষার্থীদের জন্য রোল নম্বর অনুযায়ী সিটের ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে সেখানে বসেই। যদি কোনো পরীক্ষার্থী তার জন্য বরাদ্দ করা সিটের পরিবর্তে অন্য কোনো সিটে গিয়ে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন অথবা যদি পরীক্ষা চলাকালীন তার সিট থেকে উঠে যান, তাহলে তার পুরো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

টেট পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে প্রবেশ নিষিদ্ধ?

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষাকেন্দ্রে কী কী নিয়ে টেট পরীক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন তা নিয়েও একাধিক নির্দেশিকা প্রকাশ করেছে।

১) খাতা রেখে লেখার জন্য বোর্ড, ইরেজার বা রবার এসব কিছুই রাখা যাবে না। এমনকি পরীক্ষার্থীরা পেন্সিল বক্স, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, ডিজিটাল ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি সামগ্রী নিয়েও পরীক্ষায় বসতে পারবেন না বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

২) পরীক্ষার্থীরা টেট পরীক্ষায় চিরাচরিত হাতঘড়ি, ডিজিটাল রিস্টওয়াচ পড়েও বসতে পারবেন না।

৩) এমনকি আংটি, গলার হার ছাড়াও অন্যান্য কোনো গয়নাগাটি পড়েও পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না।

৪) পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের বাইরে নিজেদের ওয়ালেট রেখে পরীক্ষায় বসতে হবে।

৫) এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে, ডিজিটাল ডিভাইস, মোবাইল ব্লুটুথ যদি পরীক্ষার্থীদের কাছে পাওয়া যায় তাহলেই তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করে দেওয়া হবে।

৬) এমনকি পরীক্ষার্থীরা চা, কফি স্ন্যাক্স, বিস্কুট, লজেন্স নিয়েও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

৭) ধূমপান, গুটখা অথবাপিক ফেলা ইত্যাদিও পরীক্ষাকেন্দ্রে কঠোরভাবে নিষিদ্ধ।

প্রশ্নপত্রের নম্বর বিভাজন এবং পাশ নম্বর-

১) টেট পরীক্ষা হবে মোট ১৫০ নম্বরের। প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে ১ নম্বর।

২) প্রশ্ন করা হবে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন আকারে।

৩) সাধারণ শ্রেণীর পরীক্ষার্থীরা ৬০% অর্থাৎ ৯০ নম্বর পেলে টেট উত্তীর্ণ হবেন।

৪) OBC/SC/ST শ্রেণীর প্রার্থীদের ৫৫% অর্থাৎ ৮২.৫ নম্বর পেতে হবে।

টেট সার্টিফিকেটের বৈধতার সময়সীমা-

এই টেট পরীক্ষার সার্টিফিকেটের মেয়াদ থাকবে সারাজীবন অর্থাৎ লাইফটাইম। এছাড়াও প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে, যদি কোনো পরীক্ষার্থী নিজের স্কোর বাড়াতে চান তাহলেও তিনি প্রত্যেক বছর টেট পরীক্ষায় বসতে পারবেন।

১৫০ নম্বর প্রশ্নের বিষয়ভিত্তিক নম্বর বিভাজন-

১) শিশুবিকাশ ও শিশুশিক্ষা বিষয়ে নম্বর থাকবে ৩০।

(2) প্রথম ভাষা অর্থাৎ বাংলা/হিন্দি/ওড়িয়া/তেলেগু/নেপালি/সাঁওতালি/উর্দু বিষয়ে থাকবে ৩০ নম্বর।

(3) দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি বিষয়ে থাকবে ৩০ নম্বর।

(4) অঙ্কে থাকবে ৩০ নম্বর।

(5) পরিবেশবিদ্যায় থাকবে ৩০ নম্বর।

পর্ষদ জানিয়েছে যে, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা, অঙ্ক পরিবেশবিদ্যায় ১৫ নম্বরের প্রশ্ন করতে হবে শিশুবিকাশ সংক্রান্ত করতে হবে। এই বিষয় নিয়েও নমুন প্রশ্নপত্র প্রকাশিত হয়েছে।

ফর্ম ফিলাপে যদি কোনো বিভ্রাট থাকে তাহলেও কোনো পরীক্ষার্থী একবার অনলাইনে টাকা জমা দিয়ে দিলে সেটা আর ফেরত পাবেন না বলে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। যদি তার পরীক্ষা বাতিল হয় তাহলেই তিনি সেই টাকা ফেরত পাবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
WB Primary TET Exam 2022 Official Guidelineডাউনলোড করুন
WB Primary TET Exam 2022 Syllabusডাউনলোড করুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 WB 12 Pass Job Recruitment 2022

🔥 শিক্ষার্থীরা নতুন ক্লাসে উঠলেই তাদের জন্য রয়েছে বিরাট ‘চমক’! বড় সিদ্ধান্ত নিল স্কুল শিক্ষা দফতর!

🔥 Kolkata Asiatic society recruitment 2022

🔥 WB Primary Recruitment 2022

🔥 WBBPE Primary TET 2022: প্রাইমারী টেট ২০২২-এ কোন জেলায় কত শূন্যপদ? ফ্রেশ নিয়োগ কত? স্পেশাল ক্যাটাগরিতে কত? জেনে নিন বিস্তারিত।

Leave a Comment