WBPPE TET 2022: টেট-এ আবেদনে ভুল বহু প্রার্থীর! ফের কী সুযোগ মিলবে তাদের? জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ

১/৬: প্রাথমিক শিক্ষা পর্ষদ ইতিমধ্যেই প্রাথমিক টেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেস্টের আবেদন প্রক্রিয়া গত ১৪ অক্টোবর তারিখ থেকে শুরু হয়ে গেছে। এরই মধ্যে প্রায় কয়েক লক্ষ আবেদন জমা পড়েছে।

২/৬: কিন্তু আবেদন করলেও অনেক প্রার্থীই আবেদনে ভুল করেছেন। কেউ হয়তো জন্মতারিখ লিখতে, কেউ আবার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্য প্রদানে ভুল করেছেন। তাঁরা এখন পড়েছেন বড়ো সমস্যায়। বেশিরভাগ প্রার্থীই কোনো না কোনো ভুল করেছেন আবেদন করতে গিয়ে। ফলত এখন তাঁরা অপেক্ষা করছে সেই ভুল সংশোধন করে নির্ভুলভাবে আবেদন করার।

৩/: এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে পর্ষদের এক কর্তা বলেন, এই বিষয় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ভাবনাচিন্তা চলছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, ভবিষ্যতে একটা সংশোধনীর সুযোগ প্রার্থীদের দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রেও সমস্ত তথ্য সংশোধনের সুযোগ তাঁরা পাবেন না।

৪/: প্রসঙ্গত উল্লেখ্য, পূর্বের পরীক্ষাগুলোর আবেদনের ক্ষেত্রে সংশোধন করার সুযোগ পেতো প্রার্থীরা। কিন্তু এবার পরীক্ষা হতে চলেছে চলতি বছরের ১১ ডিসেম্বর

৫/: তাই হাতে খুব একটা বেশি সময় নেই। তাই পরীক্ষার্থীদের চিন্তার মাত্রাটা একটু বেশিই। তার কারণ, তথ্য প্রদানে ভুল থাকলে, পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়োগের ক্ষেত্রে তাঁরা সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি এই ভুল তথ্য প্রদানের অভিযোগে প্রার্থীর নিয়োগ প্রক্রিয়া হতে পারে বাতিল। তাই তাঁদের এই দুশ্চিন্তা, তাঁদের এই উদ্বেগকে সঙ্গত বলাই যায়।

WBPPE TET 2022

৬ /: নতুন মোবাইল নম্বর দিয়ে নতুন করে রেজিস্ট্রেশন করে পুনরায় প্রার্থীরা আবেদন করতে পারবেন, এমন খবরই আসছে পর্ষদের অন্দর থেকে। তবে সেইক্ষেত্রে নতুন করে আবেদন মূল্যও দিতে হবে। প্রার্থীরা সঠিক অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষায় বসতে পারবেন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇 

🔥 7th Pay Commission DA: রাজ্য সরকারি কর্মচারীদের এবার ৪% DA বাড়াল পশ্চিমবঙ্গের এই পড়শি রাজ্য

🔥 TET Scam: হাজার হাজার অযোগ্য প্রার্থীকে চাকরি বিক্রি কয়েক কোটি টাকার জাল শংসাপত্রের মাধ্যমে! বিস্ফোরক তথ্য সামনে এলো!

🔥 WB Primary TET 2022: এই জেলাগুলোতে প্রাথমিকের শিক্ষকপদের শূন্যপদই নেই! বিপাকে টেট উত্তীর্ণরা, তৈরি ক্ষোভ!

🔥 WBPPE TET 2022: আবার টেট পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি জারি! হলো এই পরিবর্তন!

🔥 WB Primary TET 2022: টেট পরীক্ষা স্বচ্ছতা মেনে টেট নিতে নজিরবিহীন সিধান্ত পর্ষদের! মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল 

Leave a Comment