১/৬: টেট পরীক্ষা দেওয়ার জন্য এবার সানি লিওন (Sunny Leone) আবেদন করলেন! পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে হইচই শুরু হয়েছে। এই ঘটনাটি কর্নাটকে ঘটেছে। কর্নাটকেও টেট পরীক্ষা শুরু হয়েছে। অ্যাডমিট কার্ডও পৌঁছে গেছে পরীক্ষার্থীদের কাছে। সেই রাজ্যে টেট পরীক্ষা ছিল গত রবিবার।
২/৬: এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৪/৬: কংগ্রেস এই বিষয়টি নিয়ে শাসকদল অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে। গত মঙ্গলবার ওই অ্যাডমিট কার্ড সবার সামনে নিয়ে এসে রাজ্য কংগ্রেসের নেটমাধ্যমের চেয়ারপার্সন বি আর নায়ডু ট্যুইট করেন যে, “রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে, এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে তাঁর ছবির বদলে সানি লিওনের ছবি বসানো হয়েছে। যে দল বিধানসভার ভিতরে বসে পর্ন ছবি দেখতে পারে, তাদের কাছ থেকে এর থেকে বেশি কী আশা করা যায়!”
আরও পড়ুন: 👇👇👇
🔥 ২ লাখ টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই! জানুন কীভাবে?
🔥 ২০ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন এই LIC-এর এই পলিসি কিনলেই।
৫/৬: রাজ্যে যখন অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর পরিবর্তে সানি লিওনের ছবি লাগানো নিয়ে হুলুস্থুল পরে গেছে, অপরদিকে বিরোধীদল তখন শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছেন। রাজ্য শিক্ষা দপ্তর এই বিষয়ে এফআইআরও দায়ের করেছে। তারা জানিয়েছে যে, এই ভুল কোথায় হয়েছে, ভুলটা কাদের হয়েছে তা খতিয়ে দেখা হবে এবং তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 India Post Office Recruitment 2022
🔥 ২০ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন এই LIC-এর এই পলিসি কিনলেই।
🔥 ২ লাখ টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই! জানুন কীভাবে?