Big News: প্রাইমারী শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এই বিরাট দাবি সামনে এলো! জানুন বিস্তারিত

১/৮: টেট পরীক্ষা (WB Primary TET) হয় ২০১৪ সালে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ হয় প্রাথমিক শিক্ষক পদে। এই সম্পূর্ণ প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য প্রকাশ্যে এসেছে।

২/৮: এবার সামনে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্যEd-এর দাবি, ইচ্ছাকৃত ভুল উত্তর দিয়ে ২০১৪ সালের টেট পরীক্ষায় মূল্যায়ন করা হয়েছিল। এরপর কোর্টের নির্দেশকে অমান্য করে দেওয়া হয়েছে চাকরি

৩/৮: ২০১৪ সালের টেট পরীক্ষায় ভুল উত্তর ছিল ৬টি প্রশ্নের২ দফা মিলিয়ে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় প্রায় ৫৯ হাজার শিক্ষক। এই পরীক্ষাকে কেন্দ্র করে দফায় দফায় মামলা করা হয়। কলকাতা হাইকোর্ট থেকে মামলা যায় সুপ্রিম কোর্টে। পুনরায় সেই মামলা ফেরত পাঠানো হয় কলকাতা হাইকোর্টে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: এই সময়ের মধ্যে ৮৪ লাখ বাড়ি সুবিধাভোগীদের হাতে তুলে দিতে চায় কেন্দ্র! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ৩ লাখ নাম বাদ গেলো বৃদ্ধভাতা ও বিধবা ভাতা থেকে! আপনার নাম বাদ যায়নি তো? এখনই চেক করুন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB TET Exam: ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কারা নিয়েছিলেন ইন্টারভিউ? তথ্য তলব পর্ষদের

৪/৮: এই বিষয়টি নিয়ে আদালত বিশেষজ্ঞ কমিটি গঠন করার নির্দেশ দেয়। আর তাতেই পাওয়া যায় ভুল উত্তরপত্রের প্রমাণ। তারপর আদালত নির্দেশ দেয় যে, এই প্রশ্নগুলোর উত্তর যাঁরা দিয়েছেন তাঁদেরকে সম্পূর্ণ নম্বর দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী অনেককেই চাকরি দেওয়া হয়। তবে মামলা এখনো অব্যাহত।

৫/৮: আরো একটি তথ্য উঠে এসেছে তা হলো, আদালত যে ২৬৯ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই এই ভুল ৬টি প্রশ্নের উত্তর দেয়নি। কিন্তু তবুও তাঁদের এই ৬টি ভুল প্রশ্নের নম্বর দেওয়া হয়েছে। অনেককেই আবার এই ৬টি প্রশ্ন ছাড়াও দেওয়া হয়েছে অতিরিক্ত নম্বর

৬/৮: সমস্ত কিছু খতিয়ে দেখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ED মনে করছে যে, এই ভুল প্রশ্ন করা হয়েছিল পরিকল্পনামাফিকভুল প্রশ্ন করাটা ষড়যন্ত্রের একটা অংশ ছিল।

This information came out about the wb primary teacher recruitment corruption

৭/৮: সম্প্রতি লিখিতভাবে আদালতে এমনটাই দাবি করেছে ED। তাদের দাবি, অত্যন্ত সন্দেহজনক ভাবে ২০১৪ সালের টেট পরীক্ষার প্রশ্নপত্র এবং মূল্যায়ন করা হয়েছিল। যেখানে যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করে নিয়োগ করা হয় অযোগ্যদের

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 North Western Railway Recruitment 2023

👉 India Post GDS Recruitment 2023

👉 Lottery টিকিট কাটেন? জেনে শুনে টিকিট কাটুন! বুদ্ধি খাটিয়ে কোটিপতি হোন, নইলে সব টাকা জলে!

👉 New Post Office Scheme 2023

👉 রাজ্যবাসীকে মাথাপিছু ১০,০০০ টাকা দিচ্ছে মমতা সরকার! এখনই আবেদন করুন (Apply Now)

Leave a Comment