WB Primary TET Interview: টেট-এর নবম ইন্টারভিউ নিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ!

(১/১২) রাজ্যে টেট (TET) পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ফের বড়ো ঘোষণা দিল রাজ্য সরকার (Govt of West Bengal)। যারা ইতিমধ্যেই টেট উত্তীর্ণ করেছে অর্থাৎ ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রথম-অষ্টম পর্যায়ের ইন্টারভিউ সম্পন্ন হয়েছে।

(২/১২) আবারও এই টেট পরীক্ষা নিয়ে বড়ো একটি ঘোষণা দিলেন রাজ্য সরকার। খুব শীঘ্রই রাজ্যে নবম দফার ইন্টারভিউ শুরু হবে বলে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)।

(৩/১২) প্রতিবার রাজ্যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই চাকরির জন্য আবেদন করে। গত পরীক্ষায় বিভিন্ন রাজ্যের একাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণও হয়েছে। তবে কাদের ক্ষেত্রে নেওয়া হবে নবম দফার এই ইন্টারভিউ? বিস্তারিত জানতে হলে পোস্টটি সম্পূর্ণ পড়ুন।

(৪/১২) নবম দফার এই ইন্টারভিউ এর ক্ষেত্রে ঝাড়গ্রামের পরীক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগের নবম দফার ইন্টারভিউ সংগঠিত হবে, আগামী ৩০-৩১ মার্চ ও ১-৩ এপ্রিল। পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ শুরু হবে সকাল ১০টা থেকে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PAN Aadhaar Link: অনলাইনে নয়, এবার মোবাইলেই PAN ও Aadhaar লিঙ্ক করার এই সহজ পদ্ধতি জেনে নিন! কয়েক সেকেন্ডে কাজ শেষ

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pan Card Update: ১ লক্ষ টাকা পাবেন প্যান কার্ড থাকলেই! কারা কীভাবে পাবেন? জেনে নিন এক ক্লিকেই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhar Card Link: প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর! জেনে নিন এখনই

(৫/১২) তবে এক্ষেত্রে নিজেদের সুবিধার্থে চাকরিপ্রার্থীদের জন্য একটি সুবিধা রয়েছে। তা হল চাকরিপ্রার্থীরা চাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগের পোর্টাল থেকে নিজেদের সুবিধা মত ‘কল লেটার’ ডাউনলোড করে নিতে পারেন।

(৬/১২) ইন্টারভিউ সম্পন্ন করা হবে বিশেষ প্রক্রিয়ায়। সমস্ত ইন্টারভিউ এর প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করা হবে। প্রাথমিক পর্ষদ সূত্রে খবর স্বচ্ছতা বজায় রাখার জন্যই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

(৭/১২) পূর্বের ইন্টারভিউ গুলিও একই ভাবে সম্পন্ন করা হয়েছিল। পরবর্তী ইন্টারভিউ বা দ্বিতীয় দফার ইন্টারভিউ এর ভিডিয়োগ্রাফি করার জন্য পরীক্ষকদের ল্যাপটপ দেওয়া হবে। এবং প্রত্যেক পরীক্ষার্থীদের ফলাফল এই ল্যাপটপ এর মাধ্যমেই দেওয়া হবে। এক্ষেত্রে নম্বর সংশোধনের কোনো সুযোগ নেই। প্রাপ্ত নম্বর অনলাইন মাধ্যমে পর্ষদের নিকট প্রেরণ করা হবে।

(৮/১২) সম্প্রীতি এই বিষয়ে কিছু অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। তবে সেটা মৌখিক পরীক্ষার ক্ষেত্রে। আদালতে ১৩৯ জন চাকরিপ্রার্থী অভিযোগ করেন, এমন অনেক পরীক্ষার্থী আছেন যারা  লিখিত পরীক্ষায় শূন্য পেয়েছেন অথচ   মৌখিক পরীক্ষায় পুরো নম্বর পেয়ে চাকরি পেয়েছেন।

(৯/১২) চাকরিপ্রার্থীদের এরূপ অভিযোগ এর ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং পরবর্তীতে এই মামলাকারীদের মৌখিক পরীক্ষা ও অ্যাপটিটিউট টেস্টের নম্বর প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় রাখার উপর জোর নির্দেশ দেন প্রাথমিক শিক্ষা পর্ষদ।

breaking news today WB Primary TET Interview date 9th phase announce by west bengal board of primary education

(১০/১২) রাজ্যের প্রাথমিক পরীক্ষা সংগঠিত হয়েছে গত বছরের ১১ ডিসেম্বর।  প্রায় সাত লাখ প্রার্থী প্রাথমিক পরীক্ষা দিয়েছিলেন। দীর্ঘ ৫ বছরের অপেক্ষার পর প্রাথমিক টেট পরীক্ষা হয়েছে।

(১১/১২) এর পূর্বে টেট পরীক্ষার ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল গত ২৭ ডিসেম্বর। এক্ষেত্রে ইন্টারভিউ এর ক্ষেত্রে কলকাতা জেলার পরীক্ষার্থীদের নির্বাচন করা হয়েছিল। এদিন  মোট ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ সম্পন্ন হয়েছিল।

(১২/১২): নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সুবর্ণ সুযোগ! মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার এই স্কিম আনল LIC! জানুন বিস্তারিত

👉 ৮০ টাকারও কমে আনলিমিটেড কল ও ডেটা, চলবে ১১ মাস! Jio, Airtel ফেল এই প্ল্যানের সামনে

👉 MSCWB Recruitment 2023

👉 দিন রাত নেট চালান ও আনলিমিটেড কল করুন, Jio-র সেরা এই ডেটা প্ল্যানগুলি এখনই জেনে নিন

👉 DA Hike News: আজই বাড়ছে ডিএ! কত টাকা বেশি বেতন পাবেন? জেনে নিন

Leave a Comment