Data Entry Operator Recruitment 2022, WTL Recruitment 2022, ডটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২২
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর! বিশেষ করে যারা বহু দিন ধরে ডেটা এন্ট্রি অপারেটর-এর চাকরির সন্ধান করছেন। পশ্চিমবঙ্গে BSK (Bangla Sahayata Kendra) নিয়োগকারী সংস্থা WTL এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ (Data Entry Operator Recruitment 2022)-এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে। পুরুষ-মহিলা নির্বিশেষে সকল যোগ্য প্রার্থীরাই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই বিস্তারিত জানতে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Data Entry Operator Recruitment 2022 (WTL): ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২২
- 2 Data Entry Operator Recruitment 2022 (WTL): নিয়োগকারী সংস্থা
- 3 Data Entry Operator Recruitment 2022 (WTL): Age Limit (বয়সসীমা)
- 4 Data Entry Operator Recruitment 2022 (WTL): Salary (বেতন)
- 5 Data Entry Operator Recruitment 2022 (WTL): Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
- 6 Data Entry Operator Recruitment 2022 (WTL): Recruitment Process (নিয়োগ পদ্ধতি)
- 7 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
- 8 FAQ
Data Entry Operator Recruitment 2022 (WTL): ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ ২০২২
BSK (Bangla Sahayata Kendra) নিয়োগকারী সংস্থা WTL এর পক্ষ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? আবেদনের শেষ তারিখ কবে? বয়সসীমা কত? নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত বিস্তারিত পড়তে অনুরোধ করছি।
Data Entry Operator Recruitment 2022 (WTL): নিয়োগকারী সংস্থা
নিয়োগকারী সংস্থার নাম হলো- ওয়েবেল টেকনোলজি (WTL)।
Data Entry Operator Recruitment 2022 (WTL): Age Limit (বয়সসীমা)
এখানে চাকরি করতে হলে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
Data Entry Operator Recruitment 2022 (WTL): Salary (বেতন)
এখানে চাকরিরত কর্মীদের বেতন দেওয়া হবে প্রতি মাসে ১৩,০০০ টাকা।
Data Entry Operator Recruitment 2022 (WTL): Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)
এই চাকরিতে আবেদনের জন্য আবেদনকারীকে অন্তত যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। এছাড়াও চাকরিপ্রার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
Data Entry Operator Recruitment 2022 (WTL): Recruitment Process (নিয়োগ পদ্ধতি)
যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই চাকরির জন্য ডকুমেন্ট আপলোড করবেন, সেই ডকুমেন্টের ওপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের নামের শর্ট লিস্ট তৈরি করা হবে। এছাড়া নির্বাচন করা হবে গ্রাজুয়েশন পাশে কম্পিউটার সার্টিফিকেটের উপর ভিত্তি করে চাকরিপ্রার্থীদের।
যে সমস্ত চাকরিপ্রার্থীদের এখানে নির্বাচন করা হবে তাদের টাইপিং, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ডাটা এন্ট্রি ইত্যাদি বিষয়ে দক্ষতার ওপর নির্ভর করে। সবশেষে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
👉 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Apply Now | আবেদন করুন |
Official Website Link | এখানে দেখুন |
আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Accredited Social Health Activist Recruitment 2022
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 Rupashree Prakalpa Recruitment 2022
🔥 Pradhan Mantri Kisan Samman Nidhi 2022
FAQ
Q: Data Entry Operator Recruitment 2022 (WTL)-এ আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
Q: Data Entry Operator Recruitment 2022 (WTL)-এ নিয়োগ করা হবে কি উপায়ে?
Ans: যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে।
Q: Data Entry Operator Recruitment 2022 (WTL)-এ চাকরিরত কর্মীদের বেতন কত দেওয়া হবে?
Ans: প্রতি মাসে ১৩ হাজার টাকা।